Eto Kosto - James | HD Video Song | Warning (2015) | Bengali Movie - TopicsExpress



          

Eto Kosto - James | HD Video Song | Warning (2015) | Bengali Movie | Arifin Shuvoo | Mahiya Mahi Song: Eto Kosto Movie: Warning - ওয়ার্নিং Singer: James Music: Shouquat Ali Imon Lyrics: Kabir Bakul Starring: Arifin Shuvoo, Mahiya Mahi, Misha Shawdagar, Rubel Director: Shafi Uddin Shafi Script: Abdullah Zahir Babu Producer: S A Khan Topi Presenter: Maple films Music Label: Tiger Media এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা। তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা। (২ বার) পাবো হায় সুখের দেখা কি! নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার) কেউ জানে কি, কেউ জানে কি, কতটা আমি আজ একাকী! (২ বার) অন্তরা – ১ কি ঝড়ে পড়েছি একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে। পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে। (২ বার) পাবো হায় সুখের দেখা কি! নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার) কেউ জানে কি, কেউ জানে কি, কতটা আমি আজ একাকী! (২ বার)
Posted on: Mon, 12 Jan 2015 13:27:50 +0000

Trending Topics



br>
The lemon (Citrus × limon) is a small evergreen tree native to

Recently Viewed Topics




© 2015