FFN-এ Admin কে/কী ? Admin এর - TopicsExpress



          

FFN-এ Admin কে/কী ? Admin এর দ্বায়িত্ব ও কর্তব্য কী ? এবং Admin এর ক্ষমতা কী ? =======*======= Dear FFN , # Admin কে/কী ? ---------------------- FFN-এ Admin হলো নিরপেক্ষ এবং গঠণতান্ত্রীক একজন বিচারক । # Admin এর দ্বায়িত্ব ও কর্তব্য কী ? ---------------------- Admin FFN-এ গঠণতন্ত্র অনুযায়ী সকল কর্মকাণ্ড পরিচালনার ghetre নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য সকল সদস্যদের কে যেমন সহোযোগীতা করবে , তেমনি ১০০% FFN এর নিতীতে অটল thakbe । Admin এর কাছে যেমন সকলেই সমান , তেমনি FFN এর নীতিবহির্ভূত কোন কর্মকাণ্ডের জন্য কাউকে ছাড় দিতে পারবেনা Admin বরং গঠণতন্ত্র অনুযায়ী সে ১০০% পথে চলবে নিজের গতিতে । # Admin এর ক্ষমতা কী ? ---------------------- কোন সদস্য নিয়মনীতি ভঙ্গ করলে বা ভুল করলে বা আচরণ লঙ্ঘন করলে : - প্রতমতঃ ভুল শুধরানোর জন্য Notice প্রদান করবে , দ্বিতীয়তঃ Notice দেওয়ার পরেও সদুত্তর না পেলে Show Cause প্রদান করবে , তৃতীয়তঃ Showcause এর সদুত্তর না পেলে Expelt Notice ইস্যু করবে যা পরবর্তী কার্য্যকরী সংসদের মিটিং-এ উপস্থাপিত হবে এবং চূড়ান্ত স্বিদ্ধান্ত গৃহীত হবে । এখানে উল্লেখ্য যে , Online সংগঠণে Admin না থাকলে যে কেউ অযথা নোংরা আচরণ করে FFN কে নষ্ট করার সুযোগ পেতে পারে । তাই Control করার জন্য একজন শক্তিশালী Admin অত্যান্ত গুরুত্বপূর্ণ । এখানে আরো উল্লেখ্য যে , যে সদস্য নিয়ম মানে ,মেনে ভালো পথে চলবে - তাঁর তো কোন সমস্যা বা ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা তো ভালো পথে cholte FFN করেছি ! যে বা যারা Negetive বা নোংরামীতি করতে চায় তাদের জন্য Admin ভীতিকর হবে - যা FFN এর জন্য মঙ্গলজনক । But if any member ask any question different times without principal of FFN , Admin can expelt directly and block his ID to intact FFN fresh. সকল বিষয় সংক্ষেপে তুলে ধরা হলো কিন্তু পূর্ণাঙ্গ রুপ গঠণতন্ত্রে লিপিবদ্ধ আছে । এ প্রসঙ্গে তোমার আরো ভালো কোন উপদেশ থাকলে বলো । ধন্যবাদান্তে - শ্যামল দাশ টিটু , PRESIDENT, FFN.
Posted on: Sat, 15 Nov 2014 18:16:24 +0000

Trending Topics




© 2015