FOR AIRTEL আমরা সবাইত বর্তমানে - TopicsExpress



          

FOR AIRTEL আমরা সবাইত বর্তমানে এয়ারটেলে CGI দিয়ে ডাউনলোড করি .সে খেতরে দেখা যায় বিগ ফাইল সরাসরি ডাউনলোড হয়না হ্যা তবে ভাগ্যর জোরে কারো করো দুই একটা ইউ সি ডাইরেক ডাউনলোড হয়ত কাজ করে তাও আবার রিমোভ করার পর আর কাজ করেনা তাই আমি আপনদের জন্য ট্রিকটা নিয়ে আসলাম আমি বেস কয়েকটা ইউ সি তে টেস্ট করেছি সব গুলো কাজ করেছে যাক কথা আর না বারিয়ে কাজের কথায় আসি আপনাদের নিশ্চয় মনে আছে রানার দেয়া এয়ারটেল ওয়াপ BACK QUERY দিয়ে সরাসরি বিগ ফাইল ডাউনলোড হত তাই আপনাকে যা করতে হবে প্রথমে যেই UC টা ইউস করবেন যদি INSTALL করা থাকে তাহলে REMOVE করে দিন তার পর আবার INSTALL করুন প্রথম বার CONNECT দেয়ার সময় WAP AND BACK QUERY দিয়ে CONNECT দিন BACK QUERY=( ? 0.Facebook/ Pothik ) তার পর একটা বড ফাইল ডাউনলোড দিন ফাইলটা SAVE দেয়ার পরে ডাউনলোড শুরু হওয়ার আগে ডাউনলোড STOP করে দিন না হয় আপনার সব এমবি বা টাকা কেটে ফেলবে যেহেতু WAP এখন আর ফ্রী কাজ করেনা বাস এরপর ইউ সি টা এক্সিট করে আবার ওপেন করে BACK QUERY CLEARE করে FRONT QUERY তে CGI AND PROXY দিয়ে ইউস করুন দেখবেন আপনার প্রতি বারে বিগ ফাইল SAVE হবে কাজ হলে জানাতে ভুলবেন্না ও হ্যা আরেকটা কথা WAP দিয়ে কানেক্ট থাকা কালিন এমবি বা টাকা একটু বেশি কাটবে আপনারা চায়লে OFFICIAL CONFIG দিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি ট্রাই
Posted on: Wed, 04 Dec 2013 12:48:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015