Facebook এর মত সোছিইয়াল - TopicsExpress



          

Facebook এর মত সোছিইয়াল সাইট।যে খান থেকে আপনি Like and Comment এর মাধ্যমে আয় করতে পারবেন। ইউজার সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে নতুন সোশ্যাল এন্ড পেমেন্ট নেটওয়ার্ক “TSU” এটি একটি নতুন সোশ্যাল নেটওয়ার্ক, যারা তাদের ইনকামের ৯০%-ই, ইউজারকে দিয়ে থাকে !!! তাই এর জনপ্রিয়তা প্রতিদিন এতোটাই বাড়ছে যে, মাত্র ৭৪ দিনেই এর ইউজার সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। এর নির্মাতা প্রতিষ্ঠানটি জাপানে অবস্থিত। আমরা সাধারণত ফেইসবুক থেকে কোন ইনকাম করতে পারি না। অথচ, ঠিক একই রকম সাইটে আপডেট স্ট্যাটাস দিয়ে আমরা ইনকাম করতে পারি। TSU তাদের ইনকামের ৯০%-ই দিয়ে থাকে ইউজারদের। মুল কথায় আসি। ৩০০ ফ্রেন্ড হওয়ার পরেই আপনার ইনকাম শুরু হবে। আপনি আপনার পোষ্ট এ যত লাইক, কমেন্ট, শেয়ারার আর ভিউয়ার পাবেন, আপনার ইনকাম তত বাড়বে। আর তাই Like, Comments & Share হলো এই সাইটের ইনকাম এর মূল হাতিয়ার । তার চেয়ে বড় বিষয় হলো Family Tree তৈরি করা। আপনার মেম্বার যত বেশি হবে, ইনকাম ও তত বাড়বে। কারন, আপনি যাদের ইনভাইট করবেন, তাদের ইনকামের ৫০% বোনাস পাবেন আপনি। এরপর বাকি সার্কেল তো আছেই... আর বেশি কথা বলব না। এখন আসা যাক সাইন আপ এর পালায়। এখানে সাইন আপ করতে হলে কারো না কারো রেফারেন্স লাগবেই। তা না হলে সাইন আপ করা যাবে না। এজন্য আমার রেরেফারেন্স নিতে পারেন আপনারা। নিচের লিংক-এ যান... https://tsu.co/Fuhadhussain এখানে আপনার সম্পূর্ণ ডিটেইলস দিয়ে সাইন আপ করুন। এরপর ভিতরে প্রোফাইল ঠিক করুন আপনার মত করে। এর পুরোটাই হলো ফেইসবুকের মত। এখানে ফেইসবুক, টুইটার, ইউটুব এর লিংক দিতে পারেন শেয়ার বাড়ানোর জন্য। ভালো রেসপন্স পাবেন। মোবাইল দিয়ে TSU চালাতে হলে আপনাকে প্লে ষ্টোর থেকে TSU Software টি নামিয়ে নিতে হবে। এন্ড্রয়েড দিয়ে সাইন আপ করার নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে সফটওয়ারটি ওপেন করে এ ক্লিক করুন। এরপর একটা পেইজ আসবে যেখানে লেখা থাকবে Please input the username of the member that invited you. ( tsu.co/username ) আপনারা ইউজার এর জায়গায় Fuhadhussain লিখে Join Tsu বাটনে ক্লিক করুন। এরপর আপনার সমস্ত ডিটেইলস দিয়ে সাইন আপ প্রক্রিয়া শেষ করুন। এখানে বাংলাদেশী ইউজার খুব কম। তাই তাদের আশায় না থেকে ইনকামের জন্য আপাতত ফরেইনার দের এড করেন। শুরুর দিকে আপনাদের ফ্রেন্ড বানাতে কষ্ট হবে। এক্ষেত্রে আমার রিসেন্ট পোষ্টের লাইকার দের এড করে নিতে পারেন। কিছু ফ্রেন্ড হওয়ার পরে আর ফ্রেন্ড পেতে আপনাকে কষ্ট হবে না আর যাদের Account Open করা আছে বা কোরছেন তারা আমাকে Add Friend কোরতে পারেন। আমি সাথে সাথে accept কোরব। ধন্যবাদ ।
Posted on: Mon, 26 Jan 2015 12:10:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015