Gone Girl মুভিটা Gillian Flynn এর - TopicsExpress



          

Gone Girl মুভিটা Gillian Flynn এর বেস্টসেলার থ্রিলার নিয়ে বানিয়েছেন David Fincher....এমন বানিয়েছেন মুভিটা যে লোকটাকে নতুন করে না চিনে উপায় নেই। শুরুর ১ ঘন্টা, একজ্যাক্টলি বলতে গেলে ১ ঘন্টা ৬ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত সারাক্ষণ মনে হচ্ছিল, I hate this guy and ill never get married :P গল্পের শুরু হয় এমি আর নিকের ৫ম অ্যানিভারসারিতে এমির হুট করে উধাও হয়ে যাওয়া দিয়ে। নিক পুলিশকে জানালে শুরু হয় খোঁজাখুজি। Amazing amy বিখ্যাত বলে তার কেস খুব স্পেশালিই ডিল করতে শুরু করে পুলিশ। নিকের উপর বিরক্তি বাড়তে থাকে এই পর্যায়ে। কি বেহায়া লোকরে বাবা! এত indifferent থাকে কি করে কেউ যার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তার উপর প্রেস কনফারেন্সে এমির ছবির সামনে নিকের হাসিমুখ, এক তরুণীর সাথে তোলা হাসিমুখের সেলফি নিয়ে মিডিয়া এমনভাবে প্রচার করতে থাকে যাতে করে নিক প্রায় most hated person in USA হয়ে যায়। এর মাঝেই যখন জানা যায় যে এমি প্রেগন্যান্ট ছিল, নিকের উপর ঘৃণা পৌঁছে যায় চরমে! ১ ঘন্টা ৬ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত মনেই হবে যে নিক এমিকে খুন করেছে। নিকের এক্সট্রা ম্যারিটাল এফেয়ার, এমির ডায়রিতে থাকা চরম সেলফিস, বাজে লোক নিকের পক্ষে সেটা খুবই সম্ভব। কারণ এমির ডায়রির লাইন, my husband may kill me.... ব্যস! এরপর এমির ফ্ল্যাশব্যাক আর কাহিনীর অন্যপাশ জেনে মাথা আউলা হয়ে যাওয়া ছাড়া উপায় নাই :3 স্পয়লার দিতে ইচ্ছা করছে :P থাক! মুভি দেখে প্রথমে খানিকক্ষণ মেয়েরা এবং খানিকক্ষণ পর থেকে ছেলেরা বিয়ে করার আগে সেকেন্ড থট দিবে :P কিন্তু দিনশেষে ভালবাসার কাছে সব হেরে যায় কি অদ্ভুতভাবে! যাই হোক, মুভিতে অভিনয়ের দিক থেকে আমার কাছে Ben Affleck এভারেজ, Rosamund Pike অসম্ভব অসাধারণ মনে হয়েছে। নিকের বোন মারগোর ক্যারেক্টারটাও ভাল লেগেছে আমার। এই টুইন বোনটা ভাইয়ের বিপদে যেভাবে আগলে রেখেছে দেখতে অদ্ভুত ভাল লেগেছে.স্পেশালি এই লাইনটা, Of course Im with you. I was with you before we were even born.
Posted on: Wed, 07 Jan 2015 16:40:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015