HSC ফল প্রত্যাশীদের জন্য - TopicsExpress



          

HSC ফল প্রত্যাশীদের জন্য সুখবর। শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামীকাল ১২ টার সময় রেজাল্ট দেবার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু অনলাইনে সার্ভার প্রবলেম সহ কারিগরি অনেক ক্রুটির কারনে অনেক ভোগান্তির পরেও মার্কশীট সহ রেজাল্ট পেতে অনেক সময় লেগে যায়। কিন্তু সুসংবাদ হচ্ছে, HSC-Degree special suggestion-2014এর পক্ষ থেকে সকালের প্রথম প্রহর থেকেই HSC ফল প্রত্যাশী ভাইদের মার্কশীটসহ রেজাল্ট দেওয়া হবে। আপনিও সকালের প্রথম প্রহর থেকে শুরু করে যেকোন সময় পেয়ে যেতে পারেন আপনার Result সুতরাং, আপনার কাঙ্ক্ষিত রোল নাম্বারটা বোর্ড এর নাম সহ কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমাদের টীম সম্পূর্ণ রেজাল্ট পাওয়ার সাথে সাথেই আপনাকে জানিয়ে দিবে। আর হুম, তথ্যটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না। HSC-Degree special suggestion-2014 এর পক্ষ থেকে সকল HSC সকল ফল প্রত্যাশীদের জন্য রইলো অসংখ্য শুভ কামনা।
Posted on: Tue, 12 Aug 2014 08:02:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015