I am sydozzaman from Dhaka, Bangladesh and I support Gaza. - TopicsExpress



          

I am sydozzaman from Dhaka, Bangladesh and I support Gaza. প্রায় প্রতি দিন FB তে কারো না কারো পেইজে দেখছি এই status. এর মানে কি? আমি কিভাবে Gaza support করি ? Gaza তে যা হচ্ছে তা কি আমি support করি?মনে হয় না, কারণ কোন হৃদয়বান মানুষ সে যে ধর্মেই হোক না কেন এই সারি সারি শিশুদের লাশ সাপোর্ট করতে পারে না। আমিও পারছি না। কিন্তু কি করবো বুঝতেও পারছি না। সারা দিন পর যখন বাড়ী ফিরি, জারা আমাকে দেখেই চিৎকার দেয় ‘বাবা’ বলে। ও বলে ‘বাবা চলে আসছো, কি আনছো, বাবা বেরা (বেড়াতে) যাবো।’ ওর এই কথা গুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়।মনে হয় ওর জন্য সারা পৃথিবীর সাথে লড়তেও আমি পরোয়া করি না। আমার দুই বছরের জারার মত শত শত জারা আজ গাজাতে অসহায়ের মত মারা পরছে। মৃত্যু কি বোঝার বয়সই হয়নি ঐ ছোট ছোট ফুলের মত শিশু গুলোর। কি অপরাধ ওদের? যখন আমার মেয়ে আকাশের দিকে তাকিয়া থাকবে ঈদের চাঁদ দেখার জন্য তখন গাজার হাজার হাজার ছেলে মেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে আর একটা প্রাণঘাতী মিজাইল তাদের দিকে ছুটে আসছে কিনা তা দেখার জন্য। কিছুই কি করার নাই আমাদের, আমার? কি করার আছে? কি করা যায়? বুঝতে পারছি না। কিন্তু কিছু একটা করা দরকার, কিছু একটাতো করতেই হবে। কিন্তু এই কিছু একটাই তো খুজে পাচ্ছিনা। কেউ কেউ বলছে দোয়া কর। দোয়াতো করছি, আর দোয়াতো আল্লাহর কাছেই করছি। আল্লাহ কি দেখছেন না? কি জানি এটা হয়তো আমাদেরই কৃত কর্মের ফল। আল্লাহ স্পষ্টতই বলেছেন, যখন মুসলমানরা ধর্মের পথ থেকে সরে যাবে তখন তাদের ওপর নানা দিক থেকে গজব নাজিল হবে। অন্যের কথা কি বলবো, আমি নিজেই ধর্ম থেকে অনেক অনেক দূরে সরে গেছি। যাই হোক এখনো সময় আছে আমাদের গাজার হাজার হাজার অসহায়দের পাশে দাড়াঁবার না হলে আমদের অবস্থাও গাজা হতে সময় লাগবে না। আমি আমার জারাকে হারাতে পারবো না, আমার সেই শক্তি নেই। অনেক তত্ত কথা বললাম এখন গাজার পাশে দাড়ঁবার অর্থবহ একটা উপায় সবার সাথে শেয়ার করতে চাই। কিছু দিন ধরেই গাজার ব্যপারটা আমাকে কষ্ট দিচ্ছিল, তাই নেটে, মোবাইলে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটা দারুন মোবাইল এবস পেয়ে গেলাম। Apps টার নাম হচ্ছে ‘Buycott’. এই এবস এর মাধ্যমে সহজেই জানা যায় ইজরাইল এর product কি কি। এটা basically একটা Bar code scanner যা সকল পন্যের গায়ে দেয়া বার কোড scan করে বলে দেয় এটা ইজরাইল এর product কি না। আর সহজেই আমরা তা buycott করতে পারি। আজকে ইহূদীদের হাজার হাজার মিজাইল প্যলেষ্টাইনে নিক্ষেপের অর্থ পরোক্ষ ভাবে আমরাই যোগান দিচ্ছি তাদের পন্য কিনে। আমার মত কোটি কোটি লোক যদি ওদের পন্য buycott করা শুরু করি তাহলে প্যালেস্টাইনে মিজাইল নিক্ষেপ দূরে থাকুক, basic needs পুরা করতেই ইহূদীদের অবস্থা খারাপ হয়ে যাবে। already ইজরাইল finance minister জরুরী মিটিং করে এ ব্যপারে সরকারকে অবহিত করেছে। তারা কিভাবে এই boycott champagne বন্ধ করা যায় তার জন্য ব্যপক প্রচেষ্টা শুরু করেছে। কি জানি হয়তো এই apps ও কিছুদিন পর আর কাজ করবে না। তবে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকলে আল্লাহর ইচ্ছায় নতুন রাস্তা উন্মোচিত হবে ইনশাআল্লাহ। *** Apps download করতে google play store এ গিয়ে type করুন ‘Buycott’. *** এটি একটি সম্পূর্ন নিজস্ব উদ্যোগ, এর মধ্যে রাজনৈতিক, ধর্মীয় কিংম্বা অন্য কোন ইন্ধন নেই।
Posted on: Sun, 27 Jul 2014 08:32:55 +0000

Trending Topics




© 2015