ISBN [EDItEUR-ONIX] সিস্টেমে - TopicsExpress



          

ISBN [EDItEUR-ONIX] সিস্টেমে স্প্রেডশীট মেটাডাটা ইনপুটের ১৭টি হেডিং স্বাধীনতার ৪৩ বছর পরেও বাংলাদেশ থেকে সকল প্রকার বই সঠিক ভাবে আন্তর্জাতিক স্বীকৃতি/রেজিস্ট্রেশন International Standard Book Number (ISBN) তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই। তাই আন্তর্জাতিকভাবে ইন্টারনেটএ ISBN নম্বর দিয়ে ইনপুট/সার্চ করলে কিছুই পাওয়া যায় না। তাছাড়া বাংলা বইয়ের কোনো মেটা-ডাটা তালিকায় এন্ট্রি ছাড়া ভুয়া বারকোডেই সকল বই প্রকাশিত হয়, ফলে বাংলা বইয়ের কোনো তথ্যই আন্তর্জাতিকভাবে পাওয়ার সুযোগ নাই। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বইয়ের পরিচিতি ও বর্ণনা না পাওয়ার এটাই সুনির্দিষ্ট প্রথম কারণ। সহযোগিতা করুন নিজেদের প্রয়োজনেই। স্বাধীনতার পর থেকে হালনাগাদ সকল প্রকাশিত বইয়ের মেটাডাটা ইনপুট দেয়ার জন্য বাংলাদেশের উভয় প্রকাশক এসোসিয়েশনই সর্বসম্মতভাবে সহযোগিতা করতে প্রস্তুত। ইতিমধ্যেই বাংলাদেশের জন্য কার্যকর ISBN [EDItEUR-ONIX] সিস্টেমে স্প্রেডশীট মেটাডাটা ফর্মা প্রনয়ন হয়েছে। নিচের মেটাডাটা উপাত্তগুলো (১৭ টি ) তথ্য ইনপুট দিতে হবে। প্রায় সবগুলো প্রকাশক বা বইয়ের সংগ্রহ বাংলাবাজার পাওয়া যাবে। তাই কম্পুটারের ইনপুটের স্থান বাংলাদেশ প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতি এর প্রধান কার্যালয় ৩ লিয়াকত এভিনিউ, ঢাকায় ৩য় তলায় স্থান নির্ধারণ করেছি। Academic and Creative Publishers Association [ACPAB] এবং Bangladesh Publishers & Booksellers Association [BPBA] বাংলাদেশে বই প্রকাশকদের দুটি সমষ্টিগত ব্যবস্হাপনা এবং উভয় সমিতির সকল সদস্যদেরই সমষ্টিগত সহযোগিতায় এ কার্যক্রম ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত চলবে। রুকুনউদ্দিন আহম্মদ ম: ০১৮২১১০০৩১৩ Regards Rukunuddin Ahmed Member Secretary ISBN Procurement and Correction Standing Committee Bangladesh Book Publishers and Sellers Association (No. C-to-147/2 of 1981-1982) 3 Liaqot Avenue Dhaka - 1100 Bangladesh. M: 88 01621100313 Metadata Inputs for each books AuthorEditor (Name of the Author, Editor, Translator or Compiler) CONTACT (Full contact with emails of the IP possessor of the Book) CoverIMAGE (JPG Cover Scan Copy) FORMATE (hard binding, Paperback or spiral or other formats) ILLUSTRATOR (Name of cover designer and inner illustrator) ISBN (13 digit International Standard Book Number) LANGUAGE (Language of the Book and translated from) LEGAL (copy the agreement of between Author and Publisher or Printer or Right holder) PageNo (Number of pages including title and printers line/pages) PlotSynopsis (Short note or Summery or Synopsis within 40 words) PriceTAKA (Price in Taka) PublishDATE (Date of the Published month/date/year) PUBLISHER (Name of the Publisher in English and in Bengali) SIZE (A5 or A4 or A3 or other) TITLEinBANGLA (Title of the Book in Bengali type in Avro or cloud compatible) TITLEinENGLISH (Title of the Book in English) USDPrice (Price in US$)
Posted on: Mon, 19 Jan 2015 18:57:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015