If one meets a powerful person - Rupert Murdoch, perhaps, or Joe - TopicsExpress



          

If one meets a powerful person - Rupert Murdoch, perhaps, or Joe Stalin or Hitler - one can ask five questions: what power do you have; where did you get it; in whose interests do you exercise it; to whom are you accountable; and, how can we get rid of you? Anyone who cannot answer the last of those questions does not live in a democratic system. অর্থাৎ, কেউ যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তির দেখা পান - হতে পারে রুপার্ট মার্ডক অথবা জৌ স্টালিন অথবা হিটলার - তিনি তাঁকে পাঁচটি প্রশ্ন করতে পারেনঃ আপনার কী ক্ষমতা আছে? এই ক্ষমতা আপনি কোথা থেকে পেলেন? কার স্বার্থে এই ক্ষমতা আপনি ব্যবহার করেন? কার কাছে আপনি জবাবদিহিতা করেন? এবং কীভাবে আমরা আপনার কাছ থেকে পরিত্রাণ পেতে পারি? যিনি এই পাঁচটি প্রশ্নের শেষেরটির উত্তর দিতে না পারেন, তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করেন না। - টনি বেন (সদ্য-প্রয়াত বৃটিশ রাজনীতিক)
Posted on: Sun, 16 Mar 2014 10:54:00 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
1. KAPAG INAASAR KA NG ISANG TAO. - madalas :tong mangyari diba?
Happiness! As financial planners we know it is important to

Recently Viewed Topics




© 2015