Ishaq Bd ¤¤¤[Pleas Dont Ignore]¤¤¤ আগামী তিন - TopicsExpress



          

Ishaq Bd ¤¤¤[Pleas Dont Ignore]¤¤¤ আগামী তিন দিনের জন্য গুগোল ও ইউ টিউব ব্রাউজ করা থেকে বিরত থাকার বিনীত অনুরোধ করছি!! বিস্তারিত :আগে এটা ১৩ মিনিটের থ্রিলার ছিল যা ইউ টিউবে রিলিজ হয়েছিল কিন্তু এখন পুরা ৭৪ মিনিট ইসলাম বিরোধী মুভি ইনুসেনস অব মুসলিম রিলিজ হইছে ইউ টিউবে...বিশ্বের প্রায় 2বিলিয়ন মুসলিম এটার বিরোধ ্যে প্রতিবাদ করেছিল এবং প্রায়১০০ মুসলিম নিহত হয়েছিল... . এলার্টঃ-আসসালামুআলাইকুম ভাই ও বোনেরা এটা খুব গুরুত্বপূর্ন খবর... আলেম উলামারা বিশ্বেরসব মুসলিমদের অনুরোধ করেছেন যেন আজ থেকে আগামী ৩ দিন গুগল & ইউ টিউব ব্যাবহার না করি...কারন গুগল ঘোষনা দিয়েছে তারা এইমুভি ব্লক করবে না যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অপমানকরে নির্মিত হয়েছে...যদি আমরা ৩ দিন গুগল ব্যাবহার না করি তাহলে তাদের লস হবে প্রায় ২১০মিলিয়ন ডলার...কারন বিশ্বব্যাপি প্রায় ১বিলিয়ন মুসলিম গুগল ব্যাবহার করে। যদি আপনি নিজেকে মুসলিম এবং রাসূল (সাঃ) এর উম্মত মনে করেন তাহলে আপনিও এই প্রতিবাদের অংশ হতে পারেন। হাতে মাত্র ২ মিনিট সময় নেন আর ম্যাসেজটি শেয়ার করেন। আল্লাহ যখন আমাদের প্রশ্ন করবেন তোমরা কি করেছিলে যখন আমার বন্ধুকে অপমান করেছিলে?তা হলে হয়ত আমরা উত্তর দিতে পারব। প্লিজ কেউ এড়িয়ে যাবেন না,আপনার হোমপেজে শেয়ার করুন,এটা সামান্য একটা প্রচেষ্টা মাত্র...মনে রাখবেন কোন কিছুনা পাওয়ার চেয়ে সামান্য কিছু পাওয়াই ভাল।
Posted on: Thu, 28 Nov 2013 12:40:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015