Ishtiaq Arif- ভাই তোর কথা হয়তো - TopicsExpress



          

Ishtiaq Arif- ভাই তোর কথা হয়তো আমি বলেও শেষ করতে পারবো না. তুই আমাকে যেভাবে বুঝতে পারস তা আর অন্য কেও পারেনা. পড়ালেখা থেকে শুরু করে Life এ সব বেপারে তুই আমাকে Support দিসিস, অনেক Help করসিস, অনেক Inspire করসিস, অনেক. একটা মানুষ যতই গরিব হোক তার সাথে কিভাবে চলতে হয়, কিভাবে তার মুখে হাসি ফুটাতে হয়, কিভাবে একটা Person কে Happy করতে হয় তা তোর থেকে শিখছি. তোর মতো এতো সুনদর করে, ঘুছিয়ে কাউকে কেজ করতে দেখি নি, আর তোর মতো #BrilliantStudent আমি আমার Life এ কম দেখছি. Honestly Bro, তোরে ছাড়া আমি আমার Life এ কখনো সামনের দিকে যেতে পারবো না. I Love You Man. Btw I Hate #LilWayne & #Feni তে কাদার মধ্যে #Football খেলার পর তোর সাথে নদীর পারে পিছলা খেয়ে পরার কথা আমি কখনো ভুলতে পারবো না. LOL. :P :3 :v Jeesan Rahman - তোর কথা আর কি বলব, তোর সাথে ঝগড়া না করলে ভালোই লাগে না. LOL. আমি অনেক বোকা ছিলাম, মানুষের সাথে কিভাবে চলতে হয়, Life টা Actually কি, In A Word কিছুই জানতাম না. তুই এক মাএ Person যে আমাকে সব শিখাইসস, বকা দিসস, মাইর দিসস আবার বুকে নিয়ে আদর ও করসস. তুই ও আমাকে অনেক Inspire করসিস, সব চেয়ে বেশি করসিস Life নিয়ে. এখন বুঝতে পারতেছি Life, People, Love নিয়ে তোর সব কথা, Advise ঠিক ছিলো. I Was Wrong. I Need You Man. তোর #Quotes গুলো আমি কখনো ভুলবো না. Specially তোর কবিতা গুলো. তোর মতো এতো Joss করে, Feel করে কাউকে কবিতা লিখতে দেখি নি. Really Bro, You Are Something Else. অনেক দিন কবিতা লিখস না, আবার লিখা শুরু কর. Anyway, I Hate You If You Know What I Mean. Ha Ha. Btw গ্রামে School এর মাঠে তোর অবিশ্বাস্য Goal টার কথা কখনো ভুলতে পারবো না. যদিও Goal টা ভুলে হয়ে গেছিলো. LOL. :D ;) :P Murad Siddiqui - তুমি মিয়া একটা ভুয়া, 2 Number. বাসায় আসতে বললেও আসো না, থাকতে বললেও থাকো না. কোন দিন যে খুন করে ফেলি তোমারে তা জানি না. Ha Ha. Honestly খারাপ Time এ ভাই তুই আমারে যে Support দিসিস তা কখনো ভুলতে পারবো না. I Hope তুমি বুঝতে পারেছো আমি কোন Time এর কথা বলেছি. অনেক Support দরকার ছিলো তখন আমার. Thanks Man. তোর দেওয়া সেই Advise গুলো আমি কখনো ভুলবো না. আমি আমার Life এ তোর মতো #HardWorking, #PatientPerson অনেক কম দেখছি. এখন তুই তোর Family এর জন্য যে কষ্ট করতেছিস Trust Me, In Shaa ALLAH সামনে অনেক ভালো কিছু Wait করতেছে, ভালো কিছু পাবি. Anyway, অবরোেধর সময় তোমার সাথে গ্রামে যাওয়া আসার কথা কখনো ভুলবো না. অনেক মজা করছিলাম ২ জন মিলে. Btw তোমার বিয়ের রাতে কিন্তুু আমি আর #Misbah মিলে #VideoCamera Set করবো এইটা Must. So Be Careful. LOL. ;) :v Misbah Rahman - তুই তো 420. তোর সাথে তো 24 ঘণ্টাই থাকি Even সেই ছোটবেলা থেকে বড় হয়ে আসতেছি. তোর কথা আর কি বলবো. তোর কথা বলে শেষ করতে পারবো না. Just একটা কথাই বলবো তুই একমাত্র Person যাকে ইচ্ছা মতো বকা দিতে পারি, বদমাইশি করতে পারি, ফাজলামি করতে পারি, সব কিছু Share করতে পারি, ঝারি দিতে পারি, No Limitations. Ha Ha. LOL. জানি না কেনো But হঠাৎ কথাগুলো বলতে ইচ্ছে করলো তাই বললাম. হয়তোবা ঠিক ভাবে পুরোপুরি Explain করতে পারিনি, জানি তোরা সবাই আমার জন্য এমন কিছু করসস যা আমি কখনো Explain করে বুঝাতে পারবো না. এটাও জানি যে, আমার Life এ তোদের ছাড়া কিছু Person যাদের অনেক #Important ভাবছিলাম তারা আমাকে ছেড়ে চলে গেলেও তোরা কেউ আমাকে ছেড়ে যাবি না. তোরা আছিস তোরা থাকবি. তোরাই আমার #BestFriend. Thank You Guys For Everything, Love You All... #ThankYou #Brothers #Love #StayBlessed #TakeCare! :)
Posted on: Sat, 19 Jul 2014 20:29:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015