Its a huge honor to watch the next generation of our rockstars are - TopicsExpress



          

Its a huge honor to watch the next generation of our rockstars are performing together with the legends in the same stage. মাকসুদ ভাইয়ের ছেলে বাজান নেমেসিসে ড্রামার হিসেবে, মানাম ভাইয়ের ছেলেও নেমেসিসে গিটারিস্ট।কিন্তু কখনো বাবা ছেলেকে একই লাইনাপে বাজাতে দেখিনি। আজকে আইয়ুব বাচ্চুর ছেলে তার সাথে এলআরবি তেই বাজাচ্ছেন। একজন পিতা হিসেবে বাচ্চু ভাইর কেমন লাগছে এ মুহুর্তে, তা আমরা সবাই আন্দাজ করতে পারছি। কিন্তু একজন বাংলা রক মিউজিকের ফলোয়ার হিসেবে আমাদের জন্যেও এই মুহুর্তগুলো অনেক বেশি প্রেশাস। প্রথম শো দেখে মন্তব্য করার কোন মানে নেই, তবে আশা করবো, আইয়ুব বাচ্চুর সন্তান বা মাসুদ ভাইয়ের ছাত্র হিসেবে নয়, একজন আহনাফ হিসেবেই নিজের যোগ্যতা প্রমাণ করে মাথা তুলে দাড়াবে আহনাফ। শুভ কামনা।
Posted on: Sat, 02 Aug 2014 17:58:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015