Kamov Ka-50 এটি রাশিয়ার তৈরি - TopicsExpress



          

Kamov Ka-50 এটি রাশিয়ার তৈরি একটি এটাক হেলিকপ্টার। আধুনিক অস্ত্র সমৃদ্ধ এটি রাশিয়ার একটি অন্যতম প্রধান এটাকিং হেলিকপ্টার। ক্রস প্রপেলার যুক্ত এই হেলিকপ্টার টি ব্ল্যাক শার্ক নামেও পরিচিত। এটির কোন টেইল রোটর নেই, (যে টা লেজের পাখা) ক্রস পাখার জন্যে এর দরকার হয়না, যা একে স্টেবল রাখে। রাশিয়ার পাশাপাশি এটি ইরাকের আর্মিও ব্যাবহার করে। চলুন জানা যাক এর বিস্তারিত, Specifications : Role: Attack helicopter, scout helicopter National origin: Soviet Union/Russia Introduction: 28 August 1995 Status: In service Primary user: Russian Air Force ( VVS ) Produced 1990-present Number built: Ka-50: 32 Developed from: Kamov V-80 Crew: One Length: 16.0 m (52 ft 6 in) Rotor diameter: 14.5 m (47ft 7 in) Height: 4.93 m (16 ft 2 in) Empty weight:7,700kg(17,000 lb) Loaded weight: 9,800kg(21,600 lb) Max. takeoff weight: 10,800 kg (23,810 lb) Powerplant : 2 × Klimov TV3-117 turboshaft , 1,641 kW (2,200 shp) each Top speed : 350 km/h (189 knots, 217 mph) in dive Maximum speed: 315 km/h (170 knots, 196 mph) in level flight Cruise speed: 270 km/h (146 knots, 168mph) Range: 545 km (339 miles) Ferry range : 1,160 km (720mi) with 4 drop tanks Service ceiling: 5,500 m (18,000 ft) Rate of climb : 10 m/s (32.8ft/s) Rockets: 80 x 80 mm S-8 rockets and 20 x 122 mm S-13 rocket Missiles: 2 x APU-6 Missile racks Bombs: 4x 250 kg (550 lb) bombs or 2x 500 kg (1,100 lb) bombs Other: 23 mm UPK-23-250 gun pods (240 rounds each) Unit cost: 500 million rubles (approx.$16 million) এতসব অস্ত্র আর যুদ্ধসরঞ্জাম এই হেলিকপ্টার টাকে খুবই মারাত্মক করে তুলেছে। সত্যি এটি একটি বিশালদেহী অতিকায় যুদ্ধযান।
Posted on: Tue, 20 Jan 2015 06:33:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015