Life এ অনেক frnd দের মাঝে - TopicsExpress



          

Life এ অনেক frnd দের মাঝে কেউ আছে কেউ নাই। কেউ বা আবার থেকেও নাই। কারো কাছে হয়তো বা প্রয়োজন ফুরায়া গেছে আবার হইতে পারে কারো কোনদিন কোন প্রয়োজনেই আসি নাই। কেউ ভুল বুঝে দূরে চইলা গেছে , কেউ ভুল ধারনা নিয়েই সাথে চলতেছে। জীবনে অনেক Frnd অনেক উপকার করছে, জানি না কোনদিন কারও কোন উপকারে আসছি কিনা ? অনেকের অনেক Behave এ অনেক কষ্ট পাইছি , আবার হয়তো বা অনেক রে আমি নিজেই কষ্ট দিছি। কিন্তু কারও পিছে পিছে কোন ক্ষতি করি নাই। সবশেষে সব ভুল বুঝাবুঝির উর্ধ্বে যেসব বন্ধুরা সঙ্গ দিতেছে তাদের জন্যই আছি। আর যারা ভুল ধারনা নিয়ে দূরে চইলা গেছে তাদের মাঝে ভুল হিসাবেই থাকলাম :(
Posted on: Tue, 21 Oct 2014 03:17:40 +0000

Trending Topics



ht:30px;">
I took Gilly to the vet to get spayed. I felt bad leaving her
Super pumped about the amount of views I have received, and I

Recently Viewed Topics




© 2015