Louis van Gaal is a man never afraid to demonstrate his - TopicsExpress



          

Louis van Gaal is a man never afraid to demonstrate his managerial guts. This is a coach that revels in making the tough decisions, putting his neck and reputation on the line. কোস্টারিকার সাথে এক্সট্রা টাইমের লাস্ট মিনিটে বেঞ্চ থেকে টিম ক্রুলকে ইনট্রোডিউস করেন ফন গাল।.. এটা ছিলো অত্যন্ত বিশ্ময়কর এক সিদ্ধান্ত.... দিন শেষে তার এই ট্রিক সাকসেসফুল হয়ে যায় আর ডাচরা বিশ্বকাপে প্রথমবার পেনাল্টি শুটআউট জিতার স্বাদ পেয়ে সেমিতে পৌছে গেছে। এর আগে ডাচরা বিশ্বাকাপে ৯০মিনিটের এক্সটেনডেড কোনো ম্যাচেই জিততে পারে নাই, এটাই তাদের প্রথম জয় পেনাল্টি শুট কিংবা এক্সট্রা টাইমে। এই ট্রিকের ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? এটা কি হঠাৎ নেয়া কোনো গ্যাম্বল? Robin van Persie admitted that the idea was created entirely by Van Gaal. This was thought of by the manager, the striker admitted. We knew Tim was very good at stopping penalties. I thought it was great he was brought in. Speaking after the match, Tim Krul revealed that Dutch goalkeeping coach Frans Hoek had explained the potential scenario to the reserve goalkeeper before the game. Hoek came to me and said If we have a sub left there is a chance youll have to come in Krul told Dutch media station NOS. And then it happened. আগের ম্যাচে গ্রীসের সাথে কোস্টারিকার খেলা দেখে, ফন গালের ধারনা হয়েছিলো এম্যাচও পেনাল্টিতে গড়াতে পারে। আর কোস্টারিকার কোচের ১২০ মিনিট পরের উচ্ছাস দেখেও বোঝা যায়, কোস্টারিকা পেনাল্টি শুটআউটে নিয়ে যাওয়ার প্ল্যান নিয়ে খেলেছিলো॥ ফন গাল জানতো লুই পিন্টো সিলেসেন এর উপর স্টাডি করে রাখবে, তার মুভ, পেনাল্টি বিহেভিয়ার এসবের উপর। তাই ফন গাল টিম ক্রুলকে রেডি করেন পেনাল্টি শুট আউটের জন্য, কিন্তু এটা টিমের কেউই জানতো না গোলকিপিং কোচ ফ্রান্স হোয়ক ছাড়া, ইভেন সিলেসেন ক্ষুব্ধ হইছিলো সাব কলের পর যদিও দল জিতার পর সেই প্রথম ডাগআউট থেকে দৌড় দেয় সেলিব্রেট করতে। টিম ক্রুল গ্রীসের ম্যাচে কোস্টারিকান শ্যুটের উপর ডিটেইল স্টাডি করে, ইভেন পেনাল্টি শট ফেসের আগে তার ওরাল স্লেজিংও প্রি-প্ল্যানড ছিলো। I watched them (Costa Rica) against Greece and studied them and I told the players that I knew where they were going to shoot to make them a bit nervous. Maybe it worked. It happened before when I played against Frank Lampard: I told him that I knew and I saved it. I just tried that again. I’m so happy it worked today. ফন গাল, এবারের বিশ্বকাপের সবচে আনপ্রেডিক্টেবল কোচ। স্পেন, মেক্সিকোর সাথে পিছিয়ে থেকে কামব্যাক করেছে, ৩-৫-২ ফরমেশন থেকে ৪-৩-৩ এ সুইচ করেছে কুল ব্রেকে। মেক্সিকোর সাথে ১-০তে পিছিয়ে থাকার সময় দলের মুল স্ট্রাইকার পার্সিকে সাব করে হান্টিলারকে নামায়, যে নিজে এক গোল করে আর অন্য গোলো এসিস্ট করেছিলো। বিশ্বকাপে আর কোনো কোচই পেনাল্টি শুট আউটের জন্য গোলকিপার সাব করে নাই। এটা একটা ভয়ানক সাহসী সিদ্ধান্ত ছিলো, যদি এ প্লান ফেইল করতো তাহলে ফন গালের কি অবস্থা হতো, নরমালি হেরে গেলে হয়তো কেউ তাকে দোষ দিতো না, কিন্তু গ্যাম্বলিংয়ের পর হারলে? ফরচুন ফেবারস দ্য ব্রেভ! “We had discussed it with Tim,” Van Gaal added. “He knew about their penalties because he needed to be prepared. “It worked out. If it hadn’t, it would have been my mistake.” “We thought it through,” the man himself said afterwards (per The Guardian). “We felt Tim would be the most appropriate keeper to save penalties. Every keeper has specific qualities. Tim has a longer reach and a better track record with penalties than Cillessen. “We’re a tiny bit proud this trick has helped us through.” নিশ্চিতভাবেই এত সাহসী, ট্যাকটিকালি স্ট্রং আর কানিং কোচের এগেইনস্টে জয় বের করাটা যথেস্ট কঠিনই হবে। সাচ এ গ্রেট ট্যাকটিশিয়ান... বেস্ট উইশেস লুইস ফন গাল। ...... copied from Shamim Harun
Posted on: Sun, 06 Jul 2014 16:08:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015