MARKET PREDICTION: ২৮ই জুলাই, ২০১৩ - TopicsExpress



          

MARKET PREDICTION: ২৮ই জুলাই, ২০১৩ রোজ রবিবারঃ কেমন আছেন সন্মানিত গ্রুপ মেম্বের গন? আসা করি দুই দিনের ছুটি কাটিয়ে শেয়ার মার্কেট নিয়ে চিন্তা শুরু করে দিয়েছেন। যাই হোক গত সপ্তাহের বাজার Analysis করে যেটা বোঝা গেল সেটা হল কিছু স্বার্থন্যাসী মহল (Some Broker House & Some Institutional Investor ) বাজার টা স্বাভাবিক করতে দিচ্ছে না এবং তাদের উদ্দেশ্য ও বাজার এ PANIC & Rumor সৃষ্টি করে বাজার উদ্ধমুখি ও নিম্নমুখি করা। এজন্য উচিত হবে SEC, DSE & CDBL এর মাধ্যমে যারা এগুলো করছে তাদের ধরে ফেলা। তবে এখন SEC এগুলা নিয়ে কাজ করছে। এখন আসি আজকে মার্কেট কেমন যাবে? যেহুতু এই সপ্তাহে পুঁজিবাজার পুনঃঅর্থায়নের ৩০০ কোটি টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে কট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় সেহুতু আজকে DGEN সূচক শুরু থেকে একটু মিশ্রভাব বজায় থেকে দিনশেষে মোটামুটি POSITIVE থাকবে। আর ICB মনে হয় এই সপ্তাহে তাদের MUTUAL FUND এর মিটিং আহবান করে সবগুলো ফান্ড এর বেশ ভাল লভ্যাংশ ঘোষণা করবে সেজন্য আশা করা যায় MUTUAL FUND আজ থেকে লেনদেন বাড়া শুরু হবে। সুতরাং আমি আশা করবো আমাদের গ্রুপ মেম্বারগনরা একটু মার্কেট দেখে শুনে Invest করবেন। আজকে খাতভিত্তিক লেনদেন বাড়তে পারে যেমন Textile Sector, Insurance Sector, Oil & Power Sector, Pharma Sector, Telecom Sector সেইসাথে BANK গুলার Profit আগের চেয়ে কিছু বাড়ার সম্ভাবনা থাকার ফলে আজ থেকে লেনদেন বাড়তে পারে এছাড়া অন্য Sector এ মিশ্র প্রবনতা বজায় থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। ......................... Written By: Analysis Mostofa
Posted on: Sat, 27 Jul 2013 18:19:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015