MCAT(Medical College Admission Test) আজ। অনেক - TopicsExpress



          

MCAT(Medical College Admission Test) আজ। অনেক অনেক স্বপ্নের অপূর্ণ কিংবা পূর্ণ পরিনতির সন্ধিক্ষণ। ২০১০ এর এই সময় যখন পরীক্ষা দিয়েছিলাম, এরপর রেজাল্ট পাওয়ার পর কী পরিমান যে কষ্ট পেয়েছিলাম রাজশাহী মেডিকেল কেন চান্স পেলাম, ঢাকায় কেন পেলাম না এই ভেবে। অতঃপর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, এবং ধীরে ধীরে উপলব্ধি করতে থাকাঃ How much good it was for me to be here today, alhamdulillaah. :) আল্লাহর কাছে শুকরিয়া করতে গেলে আমি শেষ করতে পারবোনা। এখন কাউকে উপদেশ দিতে গেলে তাই একটা কথাই বলিঃ তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, দুআ করো এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। আমরা আমাদের চোখে কেবল সাময়িক ভালোটাই দেখতে পাই, সুদূর ভবিষ্যত দেখতে পাইনা; আমরা কেবল জীবনের একটা দিক দেখেই সিদ্ধান্তে পৌছে যাই, প্রাসঙ্গিক আরো অনেকগুলো অধ্যায় মিলিয়ে যিনি সিদ্ধান্ত নেন, তিনিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ১১ তে এসে যখন এক ঝুড়ি অজানা ভয়-শঙ্কা মাথায় নিয়ে হোস্টেলে উঠলাম, আশেপাশে ফোর্থ ইয়ারের আপুরাই ছিলো সিনিয়রমোস্ট, এখন তারা ইন্টার্ন করছেন। এই ব্যাচের ছোট্ট আপুরা এসে দেখবে আমরা সেই ফোর্থ ইয়ার। কি অদ্ভূত চক্রের সাথে পরিনতির দিকে এগিয়ে চলেছি আমরা সবাই! যাহোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর মাত্র ১৫ মিনিট। ফি আমানিল্লাহ। :)
Posted on: Fri, 24 Oct 2014 03:46:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015