MSI GeForce GTX 960 Gaming Edition আজকের - TopicsExpress



          

MSI GeForce GTX 960 Gaming Edition আজকের রিভিও Nvidia এর নতুন GM206 GPU কোরের তৈরি মিডরেঞ্জ গ্রাফিক্স কার্ড GeForce GTX 960 সিরিজ নিয়ে। MSI এর এই সাইলেন্ট কিলার মুলত 1080P রেজুলেশনকে টার্গেট করে বানানো। কার্ডটি 2GB GDDR5 128bit এর মেমোরি যুক্ত এবং এটি ফ্যাক্টরি ওভারক্লক করা। এটি Nvidia এর 10th জেনারেশন আরকিটেক্চার। স্পেসের দিক দিয়ে এটি GTX980 এর অর্ধেক। => স্পেসেফিকেশনঃ GPU: GM206 Process: 28nm CUDA cores: 1024 Texture Units: 64 Raster Devices: 32 Memory Bus: 128-bit vRAM: 2GB GDDR5 Memory Bandwidth: 112 GB/s Core Clock: 1226 MHz Boost Clock: 1279 MHz Memory clocks: 7 Gbps Nvidia আশা করেছিল ২০১৫ তে তারা 20nm টেকনোলজী পার করবে, কিন্তু 20nm fab nodes এ huge yield mess এর কারনে কোন ম্যানুফেক্চেরারিই ঐ 20nm টেকনোলজীতে বানিজ্যিক উত্‍পাদনে যেতে সাহস করে নি। তাই Nvidia এর প্লেন B হিসেবে 28nm এর তৃতিয় Maxwell গ্রাফিক্স সিরিজ হিসেবে GTX 960 রিলিজ করে। Maxwell সিরিজটির প্রথম দুটি সিরিজ (GTX750/750TI & GTX970/980) বিশ্বব্যাপি গেমারদের দারুন ভাবে সারা দিতে সক্ষম হয়েছিল। এমনকি ঐ গ্রফিক্সকার্ড এতোই সেল হয়েছিল যে খুব অল্প সময়ের মধ্যেই স্টক শেষ হয়ে গিয়েছিল। Nvidia এবারো ঐ টার্গেট নিয়েই GTX960 রিলিজ করেছে। MSI কয়েকটা মডেলের GTX960 রিলিজ করেছে। আজ Gaming Edition নিয়েই লিখবো। MSI তাদের এই গ্রাফিক্সকার্ডে ব্যবহার করেছে মেসিভ 250W TwiNFrozr-V সিরিজের জনপ্রিয় কুলার। যা শুধু যে দেখতেই সুন্দর সেটা কিন্তু নয়, দেখতে যেমন সুন্দর তেমনি পারফরম্যান্সেও এটি ডেডলি সাইলেন্ট কিলার। যা ফুল লোডে 65C বজায় রাখতে সক্ষম। 27x14cm এর কার্ডটির কুলার তাদের আগের GTX970/980 এর মতই RED/BLACK ডিজাইনের করা। কার্ডটিতে একটি SLI কানেক্টর থাকায় 2way SLI কনফিগারেশনে কার্ডটি সেটাপ করা যাবে। কুলারটিতে রয়েছে তিনটি হিট পাইপ। পাওয়ার কানেক্টর হিসেবে রয়েছে একটি 8pin PCIe পাওয়ার কানেক্টর, যা সর্বচ্ছো 225W পর্যন্ত পাওয়ার ড্র করতে সক্ষম। ভোল্টেজ কনট্রোলার হিসেবে OnSemi এর তৈরি NCP81174 মডেলের চিপ ব্যবহার করা হয়েছে, যেটি রেফারেন্স মডেলেও ব্যবহৃত হয়েছে। এর মেমোরী চিপ Samsung এর তৈরী করা যেটির মডেল K4G41325FC-HC28। MSI এর এই কার্ডটি ফ্যাক্টরী OC করা। রেফারেন্স কার্ডের 1126/1178 MHz ক্লক এর বিপরিতে MSI এটিকে 1216/1279 MHz ক্লক হিসেবে সেট করেছে। 1024 CUDA কোরের কার্ডটি 28nm এর Maxwell আরকিটেক্চারের GM206 প্রসেসর দিয়ে তৈরি। যেটিতে প্রায় 3 Billion ট্রান্জিস্টর ব্যবহৃত হয়েছে। এটিতে 128bit এর 2GB GDDR5 মেমোরী ব্যবহৃত হয়েছে, যার মেমোরী ক্লক 7GHz। অনেকেই 128bit এ খুশি হতে পারে নি, তাদের জন্যে সুখবর হলো কার্ডটিতে Nvidia তাদের নতুন Lossless Texture Compression Technology ব্যবহার করেছে। যা মেমোরী বাস ব্যবহার কমিয়ে দেয়, এর কারনে গেমিং এ এটি অতটা প্রবলেম করবে না। Nvidia তাদের 256bit GTX970 কার্ড দিয়ে আগেই তার প্রমান দিয়েছিল, যেখানে 256bit এর GTX970 কার্ডটি 521bit এর AMD R9 290X কে উরিয়ে দিয়েছিল। এবং 2GB vRAM এই প্রাইস রেঞ্জের কার্ডের জন্যে যতেষ্ট। => পাওয়ারঃ কার্ডটির সর্বচ্ছো TDP হলো 120W যা আইডলে মাত্র 10W বিদ্যুত্‍ ব্যবহার করে। মাত্র 450W এর PSU হলেই এটি চালাতে পারবেন। কার্ডটি DX11.3 ও DX12, OpenGL 4.4 এবং shader 5.0 পুরোপুরি সমর্থন করে। => ওভারক্লকিং পারফরম্যান্সঃ MSI এর এই কার্ডটিতে 250W এর TwiNFrozr-V সিরিজের শক্তিশালী কুলার ব্যবহৃত হওয়াতে এটিকে অনায়েসে 1400MHz পর্যন্ত OC করতে পারবেন এক্সট্রা কোন ভোল্টেজ এড না করেই। যদি 100 Mv এক্সট্রা ভোল্টেজ এড করা হয় তবে এটিকে 1500MHz পর্যন্ত সেইফলি OC করা যায়। এটির মেমোরীকে 8GHz পর্যন্ত OC করা যায়। এবং OC করে রিয়েল লাইফ গেইমিং এ 5% থেকে 20% পর্যন্ত পারফরম্যান্স পাওয়া যেতে পারে। => রেটিং স্কোরঃ *. Guru3D= 4.9/5 *. TechPowerUp= 9/10 *. Personal= 9.6/10 => গেইমিং পারফরম্যান্সঃ রিয়েল লাইফ গেইমিং পারফরম্যান্স এ এটি তার আগের জেনারেসনের GTX660 থেকে 27%, GTX660TI থেকে 14% এবং GTX760 থেকে 9% বেশি ফাস্টার। এবং GTX970 থেকে 58%, R9 280X থেকে 15% স্লোয়ার। এটি GTX760 থেকে 25% কম বিদ্যুত্‍ খরছ করে। => মূল্য এবং মতামতঃ আন্তর্জাতীক বাজারে এটি 210 মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এটি United Computer Center (UCC) এ পাবেন। বিস্তারিত জানতে হলে Emon Aktar Hossain ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যদিও বাংলাদেশে BCS এর সভাপতি এবং CLS এর মালিক Arif Ahm Mahfuzul সাহেবের উদ্যোগে সকল পিসি পন্যে এক বছরের ফালতু এবং নিন্দনীয় ওয়ারেন্টি পলিসি চালু করা হয়েছে। যার জন্যে আমি সকলকে এদের বয়কট করার আহবান জানাবো, সাথে সাথে BD থেকে না কিনে UK/USA থেকে আনানোর পরামর্স দিচ্ছি। ** বালের এক বছরের ওয়ারেন্টি পলিসির গুষ্টি কিলাই -_- © Morshedul Alam Sazzad #SAZZAD_AG
Posted on: Fri, 23 Jan 2015 05:23:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015