Mahmud > Bank Recruitment Guide BD SB Officer post - TopicsExpress



          

Mahmud > Bank Recruitment Guide BD SB Officer post (Question +Ans) English: 1. What is the abstract noun form of Hero ? Ans: Heroism . 2. The word Lucrative means ? --- Profitable . 3. My friend doesnt like fish, and _______. Ans: neither do I . 4. The opposite word of Wholesale is Ans: retail . 5. Choose the correct expression: The doctor suggested that the patient ______ weight. Ans: lose . 6. To do away with - means: Ans: to get rid of . 7. Find out the odd pair: Ans: Happy, pleased . 8. The word survival is a noun. What is the verb form of it? Ans: Survive . 9. Which of the following words has been mis-spelt? Ans: occassion . 10. The train is running ___ _ time. Ans: on . 11. He succeeded ______ passing the examination. Ans: in . 12. He made _____ his mind to succeed. Ans:up . 13. They treated me ______ I were a child. Ans:as if . 14. One Should be careful about_____ duty. Ans: ones . 15. They were singing ____ __ they could. Ans: as well as (not sure) . 16. Our teacher makes us ____ very hard. Ans: work . 17. The man is trying hard to ____weight. Ans: lose . 18. Honesty is the best policy. Here honesty is Ans: Abstract noun . 19. Termination means- Ans: ending . 20. He runs fast. Here, the word fast is- Ans: an adverb . 21. Joy - antonym: Ans: Dismay . 22. Lazy - antonym: Ans: Active . 23. Distant- synonym: Ans: Remote . 24. Informal- synonym: Ans: Casual . 25. Which of the following is not correct? Ans:hugest . 26. Which of the following is a play by W.Shakespeare? Ans: King Lear . 27. William Wordsworth was a romantic poet and so was Ans:John Keats Source: uh.edu/engines/ romanticism/poets.html . 28. Who among the followings is not a recipient of Nobel Prize in Literature? Ans: Robert Browning (not sure) . 29. Who received Nobel Prize for Literature in 2013? Ans: Alice Munro . 30. Robert Herrick was an English- Ans: Poet. . ########### . বাংলা . 31. অপোগন্ড শব্দের অর্থ কী? উত্তর- অপ্রাপ্ত বয়স্ক . 32. বাবা কোন ভাষার শব্দ? উত্তর- তুর্কি . 33. বাজারে কাটা প্রবাদের অর্থ কী? উত্তর- বিক্রি হওয়া . 34. বীরবল ছদ্মনামে কে লিখতেন? উত্তর- প্রমথ চৌধুরী . 35. সওগাত শব্দের অর্থ- উত্তর- উপহার / শেষ চাঁদ . 36. ব্যাঘাত -এর বিশেষণ- উত্তর- বিঘ্ন . 37. ফুলদানি -শব্দের দানি - র ভাষিক পরিচয়- উত্তর- প্রত্যয় 38. বাংলা ভাষায় সনেটের প্রবর্তক কে? উত্তর- মধুসূদন . 39. বিলাসী গল্পটি কে লিখেছেন? উত্তর- শরৎ চন্দ্র . 40. সিডর কোন ভাষার শব্দ? উত্তর- সিংহলি . 41. দোহারা শব্দের মানে- উত্তর- মোটাও নয়, রোগাও নয় . 42. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? উত্তর- নির্ভরশীলতা . 43. Barren শব্দের অর্থ- উত্তর- ঊষর . 44. কোন বানান জোড়টি অশুদ্ধ? উত্তর- নেত্রকোনা, ধ্বংসপ্রাপ্ত 45. জঙ্গম শব্দের অর্থ - উত্তর- গতিশীল . 46. পাঞ্জেরী কবিতাটি কে লিখেছেন? উত্তর- ফররুখ আহমেদ . 47. ক্ষুণ্ণিবৃত্তি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর- ক্ষুধ+নিবৃত্তি . 48. বায়স শব্দের অর্থ কী? উত্তর- কাক . 49. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? উত্তর- লাঙল . 50. কবর নাটকটি কে লিখেছেন? উত্তর- মুনীর চৌধুরী . ################ ####### General Math: . 51. 5^12 + 5^13 = ? Ans: 6(5^12) . 52. x এর মান কত হলে 2^(4x-12) = 16 হবে? Ans: 4 . 53. (√5 + √3)(√5 - √3) Ans: 2 . 54. a^m / a^n = ? Ans:a^(m-n) . 55. 110° এর সম্পূরক কোণ কত ? Ans: 70° . 56. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিসংলগ্ন একটি কোণের পরিমাপ 55° হলে, এর শীর্ষকোণের পরিমাপ কত? Ans: 70° . 57. সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কী বলে? Ans: অতিভূজ . 58. যদি 90° < A < 180° হয়, তবে A কোন প্রকারের কোণ? Ans: স্থূলকোণ . 59. 10 টাকা * 15 টাকা ÷ 5 টাকা * 30 টাকা = ? Ans: 900 টাকা . 60. কাগজের পূর্বমূল্য : বর্তমান মূল্য = 2 : 3 হলে, পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? Ans: 50% . 61. কোনো সম্পত্তির 5/8 অংশের মূল্য 1,20,000 টাকা হলে, সমুদয় সম্পত্তির মূল্য কত হবে? Ans:192,000 টাকা (অপশনে নাই... যদি বলা হতো, বাকী অংশের মূল্য কত? তাহলে ৭৫০০০ টাকা হতো) . 62. কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজীতে এবং 42% পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়। যদি 17% পরীক্ষার্থী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তবে শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছিল? Ans: 23% . 63. শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 7000 টাকার 5 বছরের মোট সুদ কত? Ans: 1750 . 64. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি 4 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি নল একত্রে ছেড়ে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? Ans: 3 মিনিটে (ভুল অপশন, যদি বলত দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি ১২ মিনিটে খালি হয়, তবে উত্তর হত 6 মিনিটে) . 65. যদি 10 জন লোক 7 দিনে একটি কাজের অর্ধেক সম্পন্ন করতে পারে, তবে ঐ কাজটি 5 দিনে সম্পন্ন করতে কতজন লোকের প্রয়োজন হবে? Ans: 28 জন. . ################ # . General Knowledge: . 66. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? Ans:1.37% . 67. বাংলাদেশ ও ভারতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? Ans: স্থায়ী সালিশী আদালত (নেদারল্যান্ডস) . 68. জার্মাানি কতবার বিশ্বকাপে জয়লাভ করে? Ans: 4 বার . 69. জীনের রাসায়নিক উপাদান কোনটি? Ans:ডি.এন.এ . 70. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে? Ans:শায়েস্তা খান . 71. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? --- মূল্য সংযোজন কর . 72. ASEAN এর সদর দপ্তর কোথায়? Ans: ইন্দোনেশিয়া . 73. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? Ans: ২৬ শে মার্চ . 74. মুজিবনগর কোন জেলায় অবস্থিত? Ans:মেহেরপুর . 75. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? Ans:মৌলভীবাজার . 76. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? Ans: ইন্দোনেশিয়া . 77. বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কী? Ans:মেঘনা . 78. বাংলাদেশের কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আইন প্রনয়ন করে থাকে? Ans: জাতীয় সংসদ . 79. ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল এশিয়ার কোন দেশে অনুষ্ঠিত হবে? Ans: কাতার . 80. বাংলাদেশের সুপ্রীম কোর্টের বিভাগ কয়টি? Ans: ২টি . 81. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় - Ans: ১০ এপ্রিল, ১৯৭১ . 82. বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে? Ans:হাজী শরীয়ত উল্লাহ্ . 83. জাপানের আইনসভার নাম কী ? --- ডায়েট . 84. হেলসিংকি কোন দেশের রাজধানী? Ans: ফিনল্যান্ড . 85. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? Ans:ব্রাসেলস . ######## Computer . 86. ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহৃত হয়? Ans: এম আই সি আর (MICR) . 87. SIM এর পূর্ণ রূপ হচ্ছে- Ans: Subscriber Identity Module . 88. ইন্টারনেটের ব্যবহার শুরু হয় কোন সালে? Ans: ১৯৬৯ . 89. কম্পিউটার বিশ্বে কিংবদন্তি কে? Ans: বিল গেটস্ . 90. উইন্ডোজ হচ্ছে একটি- Ans: অপারেটিং সিস্টেম . 91. নিম্নের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম? Ans:এম এস ওয়ার্ড . 92. নিম্নের কোনটি একটি এন্টি ভাইরাস সফ্টওয়ার? Ans: নর্টন . 93. LAN বলতে কী বোঝায়? Ans:Local Area Network . 94. Trojan Horse হচ্ছে- Ans: একটি ভাইরাস . 95. Microsoft Excel একটি- Ans: ডাটাবেইজ প্রোগ্রাম . 96. নিম্নের কোন প্রোগ্রামটি কম্পিউটারের সি- ড্রাইভে থাকে? Ans:উইন্ডোজ . 97. মোডেম একটি Ans: কনভারশন টুল . 98. ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানীকে কী বলা হয়? Ans: Internet Service Provider . 99. কোন কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়? Ans: Credit Card . 100. নিচের কোন সংখ্যা পদ্ধতিটি কম্পিউটারে ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয়?
Posted on: Sat, 23 Aug 2014 11:47:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015