Microsoft গত ২১/০৮/২০১৩ তারিখে - TopicsExpress



          

Microsoft গত ২১/০৮/২০১৩ তারিখে Windows 8.1 Pro এর RTM Version Release করেছে। RTM মুলত Final Version এর একটি কপি যা OEM অর্থাৎ প্রকৃত ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান (HP, DELL, Acer, Lenovo...... etc.) এর কাছে পাঠানো হয়। যেন তারা এটির উপর নিভর্র করে তাদের ডিভাইস প্রস্তত করতে পারে। সাধারন ব্যবহারকারীরা ১৮/১০/২০১৩ তারিখ থেকে Windows 8.1 Pro ডাউনলোড করতে পারবে। মূলত RTM ই Final Version হিসেবে ১৮/১০/২০১৩ তারিখে Release করা হবে। Windows 8 সম্পর্কে ব্যবহারকারীদের যে অভিযোগ ছিল তার অনেকটাই Windows 8.1 এ সমাধান করার চেষ্টা করা হয়েছে। তার কয়েকটি হলো- Taskbar এ Start Button ফিরিয়ে আনা হয়েছে। Boot to Desktop. অর্থা PC চালু হলেই সরাসরি Desktop এ চলে যাবে। Start Screen প্রথমেই আসবে না। Desktop Wallpaper কে Start Screen Background হিসেবে ব্যবহার করা যাবে। etc
Posted on: Thu, 12 Sep 2013 04:26:52 +0000

Recently Viewed Topics




© 2015