Movie : Lone Survivor (2013) - 121 min - Action | Biography - TopicsExpress



          

Movie : Lone Survivor (2013) - 121 min - Action | Biography | Drama - Ratings: 7.7/10 যুদ্ধ মানেই খালি গোলাগুলি না । যুদ্ধ মানে যুদ্ধ করা । সকল পারিপার্শিক অবস্থা এমন কি নিজের সাথেও যুদ্ধ করতে হয় । অবস্থা যাই হউক যুদ্ধ করে যেতে হবেই । মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত । ইউ.এস নেভীর একটি স্পেশাল ইউনিটের চারজন বেষ্ট ম্যানের একটি অপারেশনের ঘটনা ফুটে উঠেছে । মুভির শুরুতেই এই ইউনিটের ট্রেনিং এর এক ঝলক দেখানো হবে । যা দিয়ে বোঝানো হবে একজন সৈনিক নিজেকে কিভাবে গড়ে তোলে । তারা নিজেদের এমন এক পর্যায়ে নিয়ে যায় যা কখনো এক সাধারণ মানুষ চিন্তাও করে না । মুভিটিতে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে ইউ.এস এর অপারেশনের একটি ঘটনা দেখানো হয়েছে । মিশন শুরুর আগেই তাদের চার সদস্য বিশিষ্ট দল বেগতিক অবস্থার সম্মুখীন হয় । চারজনের পিছনে ছোটে চারশত তালেবান । শুরু হয় মরণকে পিছে ফেলে এগিয়ে চলার দূর্ভেদ্য সংগ্রাম । একের পর এক অতর্কিত হামলায় নিরুপায় হয়ে উঠে চারজন । বাকিটা আর না বলি । মুভি দেখলেই বুঝে যাবেন কেন এই রিভিউ লিখে আপনাদের দৃষ্টি আকর্ষন করছি ।
Posted on: Wed, 16 Jul 2014 18:26:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015