Moyla Baba · শহীদ আফ্রিদি আজকে - TopicsExpress



          

Moyla Baba · শহীদ আফ্রিদি আজকে নিজের ফ্যাশন হাউজের উদ্বোধন করছে। ওইখানে আবার মেহজাবিন চৌধুরী শহীদ আফ্রিদির খেদমতে ব্যস্ত ছিলেন। ফেসবুকে ছবিও আপলোড দিছেন দাঁত বের করে। মেহজাবিন চৌধুরী লাক্সে বিজয়ী হওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হইছিল,"বিজয়ী হলে আপনি কি করবেন?" মেহজাবিন এর উত্তর,"আমি যদি বিজয়ী হলে দেশের সেবা করব ,মানুষের সেবা করব" সুন্দরী আপা থামেন, সাভারে যখন ভবন ধ্বস হইছিল আপনি তখন রক্ত সংগ্রহের জন্য একটা পোস্ট ও দেন নাই। “শাহিনা” যখন আগুনে পুড়ে মারা গেল আপনি তখন স্ট্যাটাস দিলেন “itz Emran hashmi time” আজকে শহীদ আফ্রিদিকে কাছে পেয়ে খুশীর চোটে ছবি পোস্ট করলেন। আপনি কি জানেন শহীদ আফ্রিদি কোন দেশ থেকে আসছে? শহীদ আফ্রিদি একজন পাকিস্তানী... যে পাকিস্তানিরা এদেশের লাখো মা-বোনকে ধর্ষণ করছে আপনি আজ সেই পাকিস্তানির খেদমত করেন। কেমনে পারেন এইগুলা? আপনার দেশ সেবার নমুনা দেখে জাতি আজ মুগ্ধ ... আমার ত মনে হয় আপনাকে যদি সরাসরি প্রশ্ন করা হয় "আমাদের স্বাধীনতা দিবস কবে?" "আমাদের বিজয় দিবস কবে?" আপনি উত্তর দিতে পারবেন না কিন্ত শহীদ আফ্রিদির জন্মদিন কবে ঠিকই বলতে পারবেন।এইসব লুলামি বাদ দিয়া, নিজের দেশকে ভালোবাসেন, দেশের মানুষ আপনাকে ভালোবাসবে। মনে রাখবেন,"চেহারা আজকে আছে কালকে নাই কিন্তু ভালো কাজ করলে সারাজীবন মানুষ আপনাকে ভালোবাসবে"
Posted on: Sat, 29 Jun 2013 15:50:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015