NU ব্যবসায় শিক্ষা - TopicsExpress



          

NU ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নের সমাধান বাংলা মান: 25 01. নিচের কোন বানানটি শুদ্ধ? (B) লাঞ্চনা 02. ‘ঘোড়ারোগ’ বাগধারার অর্থ কী? (D) সাধ্যাতীত বাসনা 03. হৈমন্তীর কোন দুটো অভ্যাস ছিল? (D) বইপড়া ও লোক- খাওয়ানো 04. বিপদের মুখে আঠারো বছর বয়সের প্রকৃতি কেমন? (C) দুর্বিনীত 05. কমলাকান্তকে এজালাসে নিয়ে গিয়েছিল কতজন করস্টেবল? (A) একজন 06. ‘contract’ ও ‘document’____ এই ইংরেজি শব্দদ্বয় কোন রচনায় পাওয়া যায়? উত্তর দেয়া নেই 07. ‘বিলাসী’ গল্পটি কার জবানিতে বিবৃত? (A) ন্যাড়ার 08. ‘ওরা কারা বুনো দল ঢোকে’___বুনো দল কারা? (C) পাকিস্তানি হানাদার বাহিনী 09. ‘হাকিম’ কোন ধরনের শব্দ? (D) বিদেশি 10. জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? (C) কল্লোল 11. ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে উল্লেথিত রোদাঁ কোন দেশের নাগরিক? (B) ফ্রান্স 12. ‘আমি কমবক্তার দলে।’ ____এখানে ‘আমি’ কে? (D)কাজী নজরুল ইসলাম 13. কোন শব্দটি দেশি নয়? (C) হাত 14. ‘Aeronautics’-এর বাংলা পরিভাষা কোনটি? (A) বিমান চালন বিদ্যা 15. ‘ন্যায়সঙ্গত’ কোন সমাসের উদাহরণ? (B) তৃতীয়া তৎপুরুষ 16. কোনটি শুদ্ধ শব্দ? (A) জবাবদিহিতা 17. ‘এহেন দুসংবাদ শ্রবনে তার মাতৃকুল-পিতৃকুল-শ্মশুরকুলের সকলেই যেন মুহুর্তের স্তম্বিত হয়ে গেলেন।’___এ বাক্যটিতে মোট ভুলের সংখ্যা কয়টি (D) চারটি 18. নিচের কোন ব্যঞ্জন সন্ধিটি অশুদ্ধ? (C) সং + গীত = সংগীত 19. ‘Desperate disease requires desperate remedies.’ ___ এই ইংরেজি প্রবাদের কাছাকাছি বাংলা প্রবাদ_ __ (B) যেমন বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল 20. নিচের কোন শব্দজোড়া অশুদ্ধ? (A) দোকানি-দোকানানি 21. ‘দূর’ বিশেষণ পদের বিশেষ্য রূপ____ (B) দূরত্ব 22. ‘ডেঙ্গু’ কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর দেয়া নেই 23. নিচের কোন বানানটি শুদ্ধ? (A) সূক্ষ 24. নিচের কোনটি ‘পৃথিবী’র সামর্থ শব্দ? (B) অবনী 25. কোন বানান গুচ্ছ অশুদ্ধ? (B) আয়ত্ত, ঝর্না, মিথস্কিয়া ENGLISH Marks: 25 01. What is the main idea of this passage? (C)Overconfidence by builders and owners was greatly responsible for the sinking of the vessel 02. How many days was the ship at sea before sinking (A)2 03. Which one of the following is not correct? (A) Only a third of those aboard perished 04. ‘Maiden voyage’ is closest in meaning to ___ (C)inaugural 05. The word ‘dubbed’ is closest in meaning to __ (A) called 06. Choose the correct preposition: There are fifty passengers ___ the bus. (C)on 07. We reached the airport ___ the evening (A)in 08. What is the verb form of the word ‘different’? (C)differ 09. ____ on your need, you may change your plan. (C)Depending 10. Choose the correct spelling ___ (c)miscellaneous 11.Choose the correct option: He is used to __ hard. (B) working 12. Choose the best option: We ___ English since our childhood. (D) have been learning 13. Choose the correct option: She insisted___ her own bag. (B) on carrying 14. Find out the odd pair__ (A) physical, mechanical 15. An adjective modifies__ (A) noun 16. Are you___ the right track? (A) on 17. Choose the best option: Swimming is a good exercise. Here the word “swimming” is___ (C) gerund 18. Would you mind____ me your mobile number_ (B) giving 19. The antonym of the word ‘organic’ is __ (B)chemical 20. Which of the following is the synonym for ‘society’? (B) community 21. My father works hard The word ‘Hard’ is a/an (C) adverb 22. Identify the word with correct spelling 23. We ___ dinner together tomorrow (A) will have 24. Choose the correct articles to fill in the blanks: ___ant is___ industrious creature. (B) an, an 25. Choose the correct option: Three-fourths of the earth’s surface by water. (C) is covered GK ১. রেমিট্যান্স আয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? - চতুর্থ ২. সিরডাপ-এর সদর দফতর কোথায় অবস্থিত? - ঢাকা ৩. কত সালে পাকিস্তানের শাসনতন্ত্রে ‘বাংলা’- কে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয়? - ১৯৫৬ ৪. কোন দেশটি ইওগঝঞঊঈ- এর সদস্য নয়? - পাকিস্তান ৫. কোন সাল গউএং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে? - ২০৪১ ৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? - কর্ণেল এ এ জি ওসমানী। ৭. ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? - ১৬৭ ৮. ভারত কখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়? - ৬ ডিসেম্বর ১৯৭১ ৯. জনসংখ্যার দিকে থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? - ৮ম ১০. বাংলাদেশ বিশ্বে কততম পোশাক রপ্তানিকারক দেশ? - ২য়
Posted on: Sat, 20 Dec 2014 12:32:35 +0000

Recently Viewed Topics




© 2015