One time celebrity আর full time celebrity..... আমার - TopicsExpress



          

One time celebrity আর full time celebrity..... আমার মতে তারাই celebrity যাদের পোস্ট পড়ে কিছু শিখা যায়, আনন্দ পাওয়া যায়।celebrityরা কোনো একটা বিষয় নিয়ে প্রোস্ট লিখে,। আর তাদের প্রোস্টে একটা মেসেজ থাকবেই। বেশি লাইক পেলেই celebrity হওয়া যায় না। তারাই celebrity যাদের প্রোস্ট পড়ার জন্য ফেন্ডরা অপেক্ষা করে। যাদের অনেক ভক্ত ফেন্ড থাকে। তারাই celebrity যাদেরকে নিয়ে তাদের ফেন্ডরা লিখা লিখি করে। তারাই হল full time celebrity..... তাদের আইডি নষ্ট হলেও, কাল নতুন আইডি খোলে তারা তার জায়গা ঠিক করে নিবে। তাদের add me add me করতে হয় না। প্রমোট ছাড়া celebrity হওয়া যায় না। সদ্ব্য আইডি নষ্ট হওয়া এক celebrity নতুন আইডি খোলে ৩০ দিনে আবার সে celebrity হয়ে গেল। celebrity রা এমনিতেই লাইক কমেণ্ট পায়,,,,,,,,,,,,,, আর ফেসবুকে অনেক one time celebrity আছে। যারা অনেক লাইক পায় but তাদের কেও মনে রাখে না। One time celebrity রা কারোও মনে জায়গা করে নিতে পারে না। তারা বাতাসের মত আশে আবার বাতাসের মত চলে যায়। সবাই celebrity হতে পারে না।
Posted on: Thu, 20 Nov 2014 19:22:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015