PSC Math = ক- সেটযোগ্যতা - TopicsExpress



          

PSC Math = ক- সেটযোগ্যতা ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর 1. আদমশুমারি কত বছর পর পর হয়? ২. ৩/৪ এর বিপরীত ভগ্নাংশ কত? ৩. ৬০ এর ১৫ % কত? ৪. ১২, ০, ১৮ এর গড় কত? ৫. ল. স. গু কি? i) যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে ? (ক)গুণক (খ) গুণ্য (গ)গুণফল (ঘ) গুণনীয়ক ii)যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে ?ক) ভাজক (খ)ভাজ্য (গ) ভাগফল(ঘ)ভাগশেষ iii)৬টি চেয়ার ৩০০০টাকায় এবং ৩টি টেবিল ২৪০০ টাকায় ক্রয় করা হলো।তাহলে মোট কত টাকার চেয়ার—টেবিল ক্রয় করা হলো ? (ক)৪৪০০ (খ) ৫০০০ (গ)৫৪০০ (ঘ)৫৬০০ iv) একই জাতীয় একাধিক রাশির গড় নির্ণেয়র জন্য রাশি গুলোর যোগফলকে রাশি গুলোর সংখ্যা দ্বারা কী করতে হয় ?(ক) যোগ (খ) বিযোগ (গ) গুণঘ)ভাগ v) ৪০, ৬০ ও ৭৫ এর গ.সা.গু.কোনটি ?(ক) ৪(খ)৫ (গ) ১০ (ঘ) ১৫ *** একজন শ্রমিক সাপ্তাহে ৪৯০টাকা আয় করেন। ক. ৩ সাপ্তাহে তিনি কত টাকা আয় করবেন? খ. তার দৈনিক আয় কত? গ. ৫ দিনে কত টাকা আয় করবেন? ঘ. ১০৫০ টাকা আয় করতে তার কত দিনলাগবে? ঙ. ১ বছরে তিনি কত টাকা আয় করবেন? **** কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২,৪০দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে?###### এ কটি বাশের ১/৫ অংশ কাদায়, ২/ ৫ অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে কত অংশ আছে?**** দুইটি সংখ্যার গুণফল ১২৭৭৫। একটি সংখ্যা. ৭ অপরটি কত?*** * ৬০০ টাকার ৩ বছরের মুনাফা ১৪৪ টাকা। মুনাফার হারনির্ণয় কর।**** *বিআরটিসি বাস সকাল ৮টা ১০মিনিটে ঢাকা ছেড়ে ১০টা ৩০মিনিটে জয়দেবপুর পৌঁছে।আন্তর্জাত িক রীতিতে উক্তসময়কে প্রকাশ কর। ১৩। ৩ সে; মি;ব্যাসার্ধের একটি বৃত্ত আক এবং এর ব্যাস,ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত কর। খ। চিত্র সহ সংঙ্গা লিখ সামান্তরিক, সুষমকোণ ৫। ২৯ কিলোমিটার ৮৯ সেন্টিমিটার ৭ মিলিমিটার ক। ৮৯সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশকর। খ। ২৯কিলোমিটারকে মিলিমিটারে প্রকাশকর গ। ২৯ কিলোমিটার ৮৯সেন্টিমিটার৭ম িলিমিটারকে মিলিমিটারে প্রকাশ
Posted on: Fri, 28 Nov 2014 01:53:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015