Posted by Nupur Hossain এমন কেউ নেই যে - TopicsExpress



          

Posted by Nupur Hossain এমন কেউ নেই যে নিজ দেশতে ভালবাসেনা,এমন কোন লোক নেই যে দেশের জন্য জীবন দিতে চায়না-এই ধরণের বাক্য অর্থ্যাৎ এমন কেউ নেই দিয়ে বাক্য শুরু হলে There is দিয়ে শুরু করতে হয়।এটার Structure টি নিম্নরূপ: There is (no man/nobody/none/no one) but tense অনুযায়ী verb ---- 1.এমন কেউ নেই যে নিজ দেশকে ভালোবাসেনা-Ther is nobody but loves his own country. 2.এমন কোন লোক নেই যে দেশের কল্যাণের জন্য জীবন দিতে চায়না-There is no man but wants to sacrifice his life for the welfare of the country. 3.এমন কেউ নেই যে হিংস্র জন্তুর ভয় পায়না-There is none but fears ferocious animals. 4.এমন কেউ ছিলনা যে তাকে সমর্থন করেনি-There was none but supported him.. 5.এমন কেউ ছিলনা যে তার প্রশংসা করেনি-There was nobody but praised him. 6.মিটিঙে এমন কোন সদস্য ছিলনা যে হাসিতে ফেটে পড়েনি-There was no member in the meeting but brust into laughter. এখন আপনাদের কাজ হল নিচের ৩টি বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করা.না পারলে আমিতো আছিই- ১।এমন কেউ নেই যে মাতালকে এড়িয়ে চলেনা ২।এমন কোন ছেলে নেই যে মেয়েটিকে পছন্দ করেনা ৩।এমন কেউ ছিলনা যে তাকে সান্ত্বনা দেয়নি
Posted on: Sat, 19 Jul 2014 14:02:34 +0000

Trending Topics




© 2015