Private Bank এ অনেক pressure, 10 hours duty করতে - TopicsExpress



          

Private Bank এ অনেক pressure, 10 hours duty করতে হয়, creativity দেখানোর সুযোগ কম, Internal politics বেশি, Junior level এ যারা থাকে তারা ভাবে আমি এর থেকে বেশি পরিশ্রম করি but salary কেন এত কম পাই!!! এই ধরনের নানা অসংগতি থাকার পরেও আমাদের Salary আর Life Style এর মধ্যে একটা সংগতি আছে। আর Govt. 1st Class Jobholder রা ১৬-১৭ হাজার টাকা নিয়েই কি সন্তুষ্ট? এখানে কি Creativity দেখানোর সুযোগ আছে?? এখানে কি corruption নেই? এখানে কি কোন clerical কাজ করতে হয় না??? এখানে কি সময় মত promotion হয়? Govt. Jobholder দের কি আসলেই সবাই অনেক respect করে? এখানে কি মেধাকে সর্বক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়? এখানে কি চাটুকারিতা নেই? আমার পেশা আপনার কাছে যত বেকায়দারি মনে হোক না কেন, আমি আমার কাজ কে সম্মান করি তাই আপাতত আর কারও respect না পেলেও চলবে। এমনি এমনি আমাকে চাকরি দিয়ে দেইনি! কোন কোঠা বা reference এ চাকরি পাইনি। নিজেই নিজের reference!!! দূর থেকে কাশবন অনেক ঘনোই লাগে, কাছে গিয়ে দেখবেন সব কাশবন ই ফাঁকা!! শান্তির মা কোথাও নেই!!!!
Posted on: Wed, 07 Jan 2015 03:17:59 +0000

Trending Topics



s.com/TRUE-ISRAEL-MUST-BE-RESTORE-THE-TEACHINGS-OF-BISHOP-DAVID-topic-711708642256903">TRUE ISRAEL MUST BE RESTORE THE TEACHINGS OF BISHOP DAVID
Airform Inflatable Back Support Size: XXLarge, Style: With
Friends. If you want free diamonds,gift card, etc follow these
Thanks Janelle Schaffner for sharing this. Anyone see 48 Hours

Recently Viewed Topics




© 2015