‘ Rajshahi Medical University ’ বা ‘ Shahid AHM - TopicsExpress



          

‘ Rajshahi Medical University ’ বা ‘ Shahid AHM Kamruzzaman / Quamruzzaman Medical University ’ কী ? আমার উওর হবে ফেসবুক সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান যা ফেসবুকের Virtual জগতে আমাদের Profile এ একেক নামে একেক বানানে শোভা পাচ্ছে ! কারণ – এবারের প্রফেশনাল পরীক্ষার প্রবেশ পএে Signature আসে কার?- পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী বিশ্ববিদ্যালয় । প্রতিষ্ঠানের প্রধান ফটকে কী লেখা ?- রাজশাহী মেডিকেল কলেজ । তাহলে RMU টা কী ?- প্রক্রিয়াধীন আসে, আচিরেই হবে । কী হবে – শুধু যদি প্রধান ফটকের নাম বদলাতে হয় তাহলে আপনাদের দরকার ছিল না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওইটা আমরাই চাঁদা তুলে মিস্ত্রি লাগিয়ে করে নিতে পারতাম। আরে বিশ্ববিদ্যালয় হলে পোস্টগ্রাজুয়েশনের সিট বাড়বে Subject বাড়বে । এখন ও তো আসে প্রশ্ন হচ্ছে তখন কয়টা বাড়বে ? কতই বা বাড়বে ? আফসোস এই জায়গাতে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ(1957) আর আমরা (রাজশাহী মেডিকেল কলেজ-1958) একই সাথে যাএা শুরু করে তাদের পোস্টগ্রাজুয়েশনের সিট সংখ্যা (প্রায় 165) আমাদের (100) দ্বিগুন তবে MBBS ও BDS কোর্সে সিট সংখ্যা সমান । আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ(1962)এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(1963)(প্রাক্তন মিডফোর্ড মেডিকেল কলেজ-1962) আমাদের পরে যাএা শুরু করলেও পোস্টগ্রজুয়েশনের সিট সংখ্যা আমাদের চেয়ে বেশী (যথাক্রমে প্রায় 158 ও 120)। দেখা যাবে ঢাকা মেডিকেল কলেজ (354) ও নাজমা বোর্ডিং মেডিকেল কলেজ (ময়মনসিংহ মেডিকেল কলেজ :P ) বিশ্ববিদ্যালয় না হলেও আমাদের চেয়ে যথাক্রমে চারগুন ও দ্বিগুন পরিমান পোস্টগ্রাজুয়েশন দিবে । স্বাস্থ্যমন্ত্রী ও নীতিনির্ধারকরা যদি এই বৈষম্য কমাতে না পারেন তাহলে আমার প্রশ্ন - এক্ষেএে RMC মহাবিদ্যালয় কেটে SAKMKMU/RMU বিশ্ববিদ্যালয় লেখাটা কী খুব যোগ্যতার কিছু ?? আবার সরকার থেকে বলা হয় প্রত্যেকে কর্মচারী কর্মকর্তার নিজ নিজ চাকরি বহাল রেখে রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে । এখন RMC’র যে অবস্থা মানে Medicine & allied 10/12 টা Subject মিলে Full professor 2/3 টা এ নিয়েই পুরা মেডিকেল বিশ্ববিদ্যালয় দাঁড় করিয়ে দিবেন ? আবার সরকারী কর্মচারী কর্মকর্তা দিয়ে বিশ্ববিদ্যালয় বানিয়ে মূলচাবি থাকবে আপনাদের হাতে । বুললইে বুলবেনি বলুছে তাও বুলবো - 1. রাজশাহী ও চট্টগ্রামে নতুন সরকারী মেডিকেল কলেজ করে কর্মচারীদের ঠাঁই দিতে হবে তবে কর্মকর্তা ও ডাক্তারদের হিসেব আলাদা কারণ প্রথমে professor বানানোর মত qualified ডাক্তার পাওয়া যাবে না । 2. সম্পূর্ণ সায়ও্বশাসিত আন্তর্জাতিকমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাতে হবে । অনেকটা BSMMU । রাজশাহীবাসীর জন্য সেরাটাই আশা করি কিন্তু বার বার আমরা আশাহতই হই। 3. প্রত্যেক Subject (পৃথকভাবে allied গুলোতেও) at least 10/12 টা করে Full professor এরই থাকা উচিত । তাইলে ভাবেন বাকী গুলোতে মোট কয়টা নতুন পদ সৃষ্টি করা উচিত । আমি কবে লিখব বা বলব RMU?? – যেদিন আমি Non BCS method এ RMU তে চাকরি নিতে পারব । গ্রামে চাকরি , ট্রান্সফার , বয়সসীমার কোন ঝামেলা থাকবে না । RMU তে প্রেষণ/Deputation নিতে পারব, RMU তেই Postgraduation নিতে পারব । মানে RMU আমাকে Degree ও দিবে আবার মাস শেষে বেতন ও দিবে ;) । আর যদি এসব না হয় তাইলে এত ঢোল পিটানোর কোনো মানে হয় না । আর যদি ফেসবুকে Versity বানাতে এত ভাল লাগে তাইলে মানুষের নামে ক্যান নিজের নামে বানাবো । যেমন – Abu Taher Sohan From Rajshahi Studies in Abu Taher Sohan Medical University (ATSMU) :v :v ঐগুলো আমার স্বপ্ন । আমার রাজশাহী ও RMC নিয়ে আমি সেরা স্বপ্নটাই দেখি । ইনশাল্লাহ্ হবে…..
Posted on: Fri, 01 Aug 2014 02:39:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015