***Raw Result and details in Bangla and Final Match Card for - TopicsExpress



          

***Raw Result and details in Bangla and Final Match Card for Survivor Series--- এই মাত্র শেষ হল Survivor Series এর আগের শেষ Raw...Raw টা চরম হইসে । আপনাদের জন্য অনেক কষ্ট করে রেজাল্ট দেই । কিন্তু লাইক অনেক কম পরে পোস্ট পিন করার পরও । এমন হলে দুই ঘন্টা যাবৎ লিখে রেজাল্ট দেয়ার উৎসাহ হারিয়ে ফেলি...তার চাইতে সিনা,রকের ছবি ভাল ছবি দিলে বেশী লাইক পাই...তাহলে কি রেজাল্ট দিবনা? যাই হোক,কেউ কিছু মনে কইরেননা...কষ্ট থেকে বললাম!নিচে শর্ট রেজাল্টের পর বর্ননা দিচ্ছি । এরপর Survivor Series এর ফাইনাল ম্যাচ কার্ড...আশা করি ভালো লাগবে আপনাদের! **Short Result--- **Stephanie Mcmahon And Triple H talked about last week of Raw **Randy Orton def. Brad Maddox in a No disqualification Match.. **Big E Langston def. Curtis Axel in Intercontinental Championship match. And Big E is the new Intercontinental champion **Musical Chair Contest of Diva Roster went on a no contest **Big Show def. Ryback **The Real Americans Def. Kofi Kingston and The Miz **AJ Lee def. Vickie Guerrero **Dolph Ziggler def Damien Sandow in Broadway Brawl **John Cena confronted the wwe universe about his health condition **R-Truth & Xavier Woods def. The Rhinestone Cowboys (3MB) (with Heath Slater) **CM Punk, Daniel Bryan, The Usos & Rhodes Dynasty def. The Shield & The Wyatt Family....(Rey Mysterio Returned after the match) ****বাংলায় বর্ননা--- প্রথমে ট্রিপল এইচ এবং স্টেফানী এসে বলে যে সবাই তাদের দোষ দেয় তাদের ক্ষমতা অপব্যাবহারের । কিন্তু গত সপ্তাহে তারা না থাকায় যা ঘটেছে তাতেই তাদের প্রয়োজনীয়তা বোঝা যায় । আগের সপ্তাহ নিয়ে তারা খুবই দুঃখিত । তারা ফিরে এসেছে,এবং যা বেস্ট ফর বিজনেস তাই তারা করবে । এর মধ্যে Randy Orton আসে । এসে আগের সপ্তাহের জন্য রেগে যেয়ে ট্রিপল এইচ আর স্টেফানীকে দোষ দেয় । বলে তাদের জন্য বিগ শো তাকে টেবিলের মধ্যে ফেলেছে । তাদের উচিৎ WWE এর ফেসের নিরাপত্তার ব্যাবস্থা করা । অরটন দাবি করে যে সে WWE এর সব থেকে বড় সম্পদ এবং WWE champion এবং ফেস,তাই তাকে নিরাপদ রাখা তাদের দায়িত্ব । স্টেফানী বলে যে তোমার কথা সম্ভবত ঠিক । তখন অরটন রেগে যেয়ে বলে কিসের সম্ভবত? সে অবশ্যই ঠিক । আর এখন সে ১০০ ভাগ ফিট অবস্থায় নেই বিগ শো এর সাথে খেলতে...এ ব্যাপারে তাদের উত্তর কি? তখন Triple H অরটনের মুখের সামনে যেয়ে বলে যে তুমি WWE company এর face না আমাদের কম্পানীর ফেস । ট্রিপল এইচ অরটনকে যা বলছে বুঝে বলতে বলে...এমন সময় ভিকি গেরেরো এবং ব্রাড ম্যাডোক্স আসে । ব্রাড বলে যে গতকালের সব দোষ ভিকির । ট্রিপল এইচ বলে যারই দোষ হোক না কেন তোমাদের দুজনকেই সাস্তি পেতে হবে । তোমরা বুঝনি যে একজন সুপারস্টারকে দুইজনের সাথে খেলতে কেমন লাগে । তাই তোমাদের নিজেদের খেলা আছে আজকে । ভিকি খেলবে Aj lee এর সাথে আর ব্রাড ম্যাডোক্স এখনি তার সুট পরেই খেলবে Randy Orton এর সাথে । এবং ম্যাচটি হবে NO DISQUALIFICATIO N । ম্যাডোক্স ভয়ে পিছনে চলে যেতে থাকে তখন kane এর কলার ধরে তাকে রিং এ নিয়ে যায় । Randy Orton vs Brad Maddox ম্যাচে প্রথমে ম্যাডোক্স বার বার রিং এর বাইরে চলে যায় । এরপর কমেন্টেটর দের কাছে যেয়ে একটা মাইক নিয়ে রেন্ডি কে থামতে বলে । অরটন মারতে আসলে ম্যাডোক্স মাইক দিয়ে বাড়ি দেয় । এরপর রিং এর স্টিলের কর্নারের যেই ডান্ডা এর মত থাকে ঐটায় ছুড়ে মারে আর রেন্ডি মাথায় ব্যাথা পায় । এরপর রিং এ এনে একটা DDT মারে । কিন্তু অরটন এরপর ঘুরে যায় । এবং ম্যাডোক্স কে মারতে থাকে । নিচে নিয়ে রিং এনাউন্সার দের দিকে টেবিলের উপর থেকে ছুড়ে মারে । এরপর পাশের ব্যারিকেড থেকে DDT মারে । এরপর রিং এ এনে মাইক দিয়ে মাথায় মারতে থাকে । ব্রাড ম্যাডোক্স অজ্ঞান হয়ে যায় । আর রেফারী রিং বাজিয়ে অরটনকে জয়ী ঘোষনা করে । Big E Langston vs Curtis Axel Intercontinental Championship match ছিল হেইম্যান গাই থেকে সরে আসা কার্টিস এক্সেলের প্রথম চ্যাম্পিওনশীপ ম্যাচ । দুইজনই ভালো খেলছিল,কিন্তু বিগ ই এর পাওয়ার বেশি থাকায় সে এগিয়ে ছিল । শেষের দিকে বিগ ই এক্সেলকে বিগ স্প্লাশ মারে । দুই কাউন্ট হওয়ার পর এক্সেল কাউন্টার করে নেক ব্রেকার মারতে চায় । বিগ ই সেটা ঠেকিয়ে কর্নারে ক্লোথসলাইন মারে । এরপর বিগ এন্ডিং মেরে জিতে যায় । সে এখন নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিওন । Musical Chair contest এ সব Diva আসে । যে আগে চেয়ারে ঘুরে বসতে পারবে সে থাকবে আর যে পারবেনা সে আউট এমন সিস্টেম ছিল মনে হয় । প্রথমে Natalya eliminate হয় । এরপর আবার শুরু করলে সবাই মারামারি শুরু করে দেয় । Jerry lawler ঠেকাতে গেলেও আর পারেনাই । Total Divas এর সবাই রিং এ থাকে আর অন্যদের মেরে বের করে দেয় । Survivor Series এ Diva দের traditional 7 on 7 elimination match হবে বলে ঘোষনা হয় । একদলে Total divas এর সদস্যরা আর অন্য দলে Aj এর নেতৃত্বে অন্য ডিভারা । ম্যাচটা এরকম-- 7-on-7 Traditional Elimination Match Brie Bella, Nikki Bella, Cameron, Naomi, Natalya, Eva Marie & Jo Jo vs. AJ Lee, Tamina, Alicia Fox, Kaitlyn, Summer Rae, Rosa Mendes &Aksana Big Show vs Ryback ম্যাচে বিগ শো এর শক্তির কাছে রাইব্যাক পারেনা । আর মাইর খেতে থাকে । বুকের মধ্যে জোরে অনেক গুলা থাপ্পর মারে । এরপর রাইব্যাক পায়ে মেরে বিগ শোকে ফেলে দেয় । এরপর স্পাইন বাস্টার (আছাড় টাইপের ) মেরে দুই কাউন্ট পায় । এরপর বিগ শো কিছু ঘুষি আর মাথা দিয়ে মাথায় বাড়ি মারে । এরপর রাইব্যাক DDT মারে দুই কাউন্টের জন্য । এরপর রাইব্যাক হেড লক ধরে কিছুক্ষন পর রিভার্স সুপ্লেক্স মেরে বিগ শো তাকে সরায় । রাইব্যাক Methook মারতে যায় কিন্তু বিগ শো গলায় ধরে ফেলে । কিন্তু রাইব্যাক কাউন্টার করে ক্লোথস্লাইন মারে । এরপর রাইব্যাকের ফিনিশার Shell Shock মারে । কিন্তু অবিশ্বাস্যভাবে বিগ শো দুই কাউন্টে উঠে যায় । এরপর দড়িতে ছুড়ে মেরে নক আউট পাঞ্চ মেরে জিতে যায় বিগ শো । খেলার শেষে Randy Orton পিছন থেকে মারতে আসে । কিন্তু Shell Shock খেয়ে অবস্থা খারাপ থাকা সত্বেও বিগ শো Randy কে স্পেয়ার মারে । অরটন পেটে চরম ব্যাথা পায় । আর রিং এর বাইরে যেয়ে কাতরাতে থাকে । The Real Americans vs Kofi Kingston and The Miz ম্যাচে প্রথমে রিয়াল আমেরিকানস রা মিজকে দুইজন মিলে মারতে থাকে । মিজ এরপর কোন মতে ট্যাগ নিয়ে কফিকে দেয় । কফি কিছু মাইর দিলেও এরপর Swagger কন্ট্রলে নিয়ে আসে । এরপর কফি কোনমতে একটা DDT মেরে ট্যাগ করতে গেলে মিজ সরে যায়,আর হাসতে থাকে । (মিজ হিল টার্ন করল আর কি!) । এরপর Swagger Patriot lock ধরে জিতে যায় । ব্যাকস্টেজে ভিকি গেরেরো আগেই ম্যাডোক্স এর অবস্থা দেখে ভয় পাইসিলো । তাই সে WWE trainer room এর সামনে যেয়ে অজ্ঞান হওয়ার ভান ধরে । সবাই তাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে । স্টেফানী এসে বলে যে সে হাসপাতালে যাবে তবে ম্যাচ শেষে । তাকে রিং এ নিয়ে যায় স্ট্রেচারে করে । ভিকি চিল্লাইতে থাকে । AJ Lee এসে খেলতে চাইলে ভিকি বারবার অজ্ঞান হওয়ার ভান করে । যাই হোক,এই সবের পর শেষে এজে রিং এ এনে Black Widow মেরে জিতে যায় । Dolph Ziggler and Damien Sandow in Broadway Brawl ম্যাচটা ব্যাকস্টেজে ট্রিপল এইচ ঠিক করে দেয় । যাতে দুইজনের মধ্যে সমস্যাটা একটু মজা হয়ে শেষ হয় । আসলে ব্রডওয়ে ব্রল হল রিং এ অনেক মিউজিকের জিনিস যেমন গিটার,পিয়ানো,ড্রামস থাকবে আর এর মাঝে এগুলা ব্যাবহার করে খেলতে হবে । তো প্রথমে Sandow গিটার দিয়া কিছু মাইর দেয় । এরইর কি বোর্ড এর উপর ফেলে । এইরকম একজন আরেকজনরে করে । শেষে দুইটা ড্রামস Sandow এর মাথায় ঢুকায়ে দেয় জিগ্লার । এরপর একটা গিটার ওর মাথায় ভাঙ্গে । এরপর পিন করে জিতে যায় । John Cena রিং এ আসে এক হাত বাধা অবস্থায় (হাত ভাংলে যেভাবে বাধা থাকে ) । যে হাতে তার অপারেশন হয়েছিল । এরপর র,স্মাকডাউনে যা হইসে তা দেখায় । এরপর বলে যে সে চিন্তা করছিল যে তার আগে ফিরে আসা ঠিক হয়নি । তার চ্যাম্পিওন হওয়া ঠিক হয়নি । কিন্তু আজ এসে ক্রাউডের চিৎকার শুনে মনে হয়েছে যে সে ই চ্যাম্পিওন হবে । যে পিছন থেকে এসে মারে তার চ্যাম্পিওন হওয়ার যোগ্যতা নেই । আর ছয় দিন পর ডেল রিওকে সিনা সারপ্রাইজ দিবে । ছয়দিন পর সিনা তার বাবা মা এর সামনে (Survivor series Cena এর বাড়ি boston এ হবে) প্রাউডলি দাঁড়িয়ে বলবে যে Champ is here! তাতে যত কষ্ট,ব্যাথা সহ্য করতে হয় সে করবে । এরপর ডেল রিও এসে ব্যাংগ বলে যে সিনার সুপার হিরো গল্প তার চোখে পানি নিয়ে এসেছে । সিনা বলে সে ডেল রিওকে ট্যাপ করাবে সেদিন । ডেল রিও বলে যে তুমি তো সেইদিন তোমার টাইটেল উচু করে রাখবে বুঝলাম, কিন্তু পারলে আজকে টাইটেল উচু করে শেষ কর । বলে সে রিং এর ভিতরে এসে বলে,তুমি যেহেতু পারবেই তাহলে বাধা হাত দিয়ে পারলে আমাকে মেরে দেখাও যে তুমি পারবে । সিনা বলে যে আমি সেদিন রেডি থাকব । ডেল রিও বলে যে হ্যা,তুমি রেডি থাকবে অসম্মানিত হতে তোমার বাবা-মা এর সামনে । ডেল রিও বলে যে আসল চ্যাম্পিওন সকল সুযোগ লুফে নেয় । আর আমি আমার সামনে একটা সুযোগ দেখছি । সিনা বলে ডেল রিও তুমি ঠিক । বলে নিজের হাতের বাধন খুলে ইচ্ছামত মারতে থাকে ডেল রিওকে । সিনা AA মারতে গেলে দড়ি দিয়ে ডেল রিও পড়ে সরে যায় । আর সিনা টাইটেল নিয়ে উপরে উঠায়ে রিং এ থাকে । The Rhinestone Cowboys (3MB) (without Heath Slater) vs R-Truth & Xavier Woods ম্যাচে প্রথমে আর ট্রুথ কিছু মাইর দেয় । এরপর উডস আসে । যারা চিনেননাই তাদের চিনারো কথা না । ও NXT থেকে আসছে আর এটা debut ম্যাচ ওর । মোটামুটি ভালোই খেলসে । আর শেষে Honor Roll and an inverted stomp facebreaker মেরে জিতে যায় । Punk,Bryan vs Wyatt family ম্যাচ তো হবেই । এবং এর সাথে জানা যায় যে traditional 5 on 5 elimination match হবে Survivor series এ । খেলবে Sheild এর ৩ জন এবং Real Americans এর দুইজন মোট পাচ জনের সাথে Usos and Rhodes এর চারজন । আরেকজন কে হবে তা এখনো জানা যায়নি । হয়ত পরের মেইন ইভেন্টেই আমরা সেই সুপারস্টারকে পেয়ে যাব... CM Punk, Daniel Bryan, The Usos & Rhodes Dynasty vs The Shield & The Wyatt Family ম্যাচে প্রথমে Usos এর দুইজন খেলতে থাকে । উল্লেখ্য প্রথম দিকে Sheild এর মেম্বাররাই খেলে অনেক সময় ধরে । Wyatt দের ট্যাগ ই দেয়নাই । উসোস এর দুইজন খেলার পর কোডি এবং গোল্ডাস্ট কিছুক্ষন খেলে । ওদের দুইজনই কিছুটা মাইর খায় । অন্যদিকে Sheild এর কেউ Wyatt দের ট্যাগ না দেয়ায় লুক হারপার ক্ষেপে যায় । রোলিন্স এর সাথে এবং পুরা শিল্ড এর সাথে তর্ক লাগে । কিছুক্ষন পর রোলিন্স এর গায়ে হাত লাগায়ে হারপার নিজেই ট্যাগ করে । এতে রোলিন্স ক্ষেপে যায় । এরপর শান্ত হয়ে খেলে । এরপর Bray Wyatt ট্যাগড হয় । Bray বেশিক্ষন না খেলে Sheild এর একজনকে ট্যাগ দেয় । এরপর দুই দল মিলে যায়,এবং দুই দল মিলে মারতে থাকে । কোডিকে আলাদা করে অনেক্ষন মারে । কিন্তু ডিজাস্টার কিক মেরে কোডি ব্রায়ানকে ট্যাগ করে । হারপারকে ব্রায়ান অনেক গুলা লাত্থি মারে এবং অনেক সিগ্নেচার মুভ মারে । রোলিন্স মাঝখানে এসে বাচাতে গেলে ব্রায়ান সুপ্লেক্স মারে ওরে । এরপর রোয়ান রেইন্স কে রিং এর বাইরে ছুড়ে মারে । কিন্তু হারপার এর পর একতা পাওয়ার বোম্ব মেরে দেয় ব্রায়ানকে । ব্রে কে ট্যাগ করলে সে ব্রায়ানের মাথার পিছনে মারে কনুই মারে অনেক গুলা । এরপর এম্ব্রোস এবং রেইন্স দুই একটা মাইর দেয় । কিন্তু ব্রায়ান কাউন্টার করে কোন মতে পাঙ্ক কে ট্যাগ করে । পাঙ্ক springboard clothesline and a double neckbreaker মারে এম্ব্রোস এবং রেইন্স কে । এবার দুইটারে কর্নারে পাঠায়ে দুইটারেই হাই নি এবং ক্লোথসলাইন মারে । এরপরে এম্ব্রোসকে টপ রোপ এলবো ড্রপ মারে । এরপর পাঙ্ক গো টু স্লিপ এর সিগনাল দেখায় । কিন্তু Bray Wyatt এসে বাচাইতে চায় কিন্তু পাঙ্ক তার মাথায় লাত্থি মারে আর এম্ব্রোসকে Anaconda vise মারে । Usos যাতে Wyatt family এর অন্য কেউ ঝামেলা না করতে পারে তাই দুইজনরেই সুপার কিক মেরে বাইরে ফালায়ে দেয় এবং রিং এর বাইরে থেকে ওদের উপর ঝাপায়ে পরে । পাঙ্ক GTS মারতে গেলে এম্ব্রোস কাউন্টার করে হেডলক ড্রাইভার মেরে । পাঙ্ক কে পিন ধরলে গোল্ডাস্ট এসে বাচায় আর রেইন্স এসে গোল্ডাস্টকে স্পেয়ার মারে । কোডি এসে রেইন্স কে ক্রস রোডস মারে এবং রোলিন্স কে ডিজাস্টার কিক মারতে গেলে কাউন্টার করে রোলিন্স পাওয়ার বোম্ব মারে । এরপর ব্রায়ান এসে রানিং নি মারে এবং বাইরে ঝাপায়ে পড়ে আর পাঙ্ক এম্ব্রোসকে GTS মেরে জিতে যায় । ম্যাচ শেষে রিয়াল আমেরিকান্স এসে পাঙ্ক এবং ব্রায়ানকে মারতে থাকে শিল্ড,ওয়েট দের সাথে । কিন্তু Rey Mysterio return করে এবং Swagger এবং Harper কে ডাবল 619 মারে । এরপর রেইন্স কে বাইরে ফালায়ে দেয় । পাঙ্ক হারপারকে GTS মারে এবং সাথে সাথে ব্রায়ান রানিং নি মারে । এরপর Usos,Rhodes দের সাথে সবাই Yes chant করতে করতে শেষ হয় Raw । এবং বোঝা গেক যে অজানা রেসলার হল Mysterio যে Usos,Rhodes দের সাথে খেলবে । ***Final Match Card for Survivor Series... WWE Title Match Big Show vs. Randy Orton (c) World Heavyweight Title Match Alberto Del Rio vs. John Cena (c) 5-on-5 Traditional Elimination Match Cody Rhodes, Goldust, The Usos & Rey Mysterio vs. Seth Rollins, Roman Reigns, Dean Ambrose, Jack Swagger & Antonio Cesaro 7-on-7 Traditional Elimination Match Brie Bella, Nikki Bella, Cameron, Naomi, Natalya, Eva Marie & Jo Jo vs. AJ Lee, Tamina, Alicia Fox, Kaitlyn, Summer Rae, Rosa Mendes &Aksana Tag Team Match Erick Rowan and Luke Harper vs. Daniel Bryan and CM Punk আমার টোটালটা লিখতে ২.৩০ ঘন্টা সময় লাগল । আশা করি একটু উৎসাহিত করবেন...কারন আপনাদের জন্যই আমাদের পেজ । আমরা লাইক দিলে অথবা লিখলে টাকা পাইনা । আপনাদের উৎসাহ ভালোবাসাই সব । আর কেমন লাগল Raw জানাতে ভুলবেননা...
Posted on: Tue, 19 Nov 2013 07:08:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015