Read this two posts by REZAs Reza Sufen If you are passionate - TopicsExpress



          

Read this two posts by REZAs Reza Sufen If you are passionate enough to change your life & study in IBA, you will be self-motivated. That is what happened to most of us. Think about the prospects of an IBA graduate and inspire yourself. No one will do that for you because everyone is busy with oneself. You are your only savior, critic, motivator & pioneer. Just leave all the negative thoughts & rise to the occasion. In Sha Allah youll make it through....... Shadee Reza প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি কবে IBA-এর exam এ বসতে চাচ্ছেন। ২।এরপর চান্স পেতে ন্যনতম কত মার্কস দরকার তা হিসেব করে দেখুন । ৩।এখন আপনাকে বের করতে হবে বর্তমানে আপনার অবস্থান কোথায় । ৪। এর জন্য বাসায় বসে আগের বছরের প্রশ্ন থেকে নিজে নিজে কমপক্ষে ৩টি টেস্ট দিন । ৫। এরপর নিজে নিজে Correction করুন । ৬। এরপর প্লান করুন। ধরুন BBA/MBA তে আপনি Verbal Section এ 30%, Quantitative Section এ 50%, Analytical Ability এ পেলেন 25% । এখন ধরে নিলাম, তিন মাসের ভিতর আপনি exam এ বসতে চাচ্ছেন। তাই সময়টাকে আপনার শক্তি ও দুর্বলতার জায়গা অনুযায়ী ভাগ করে নিন । ৯০ দিন Daily ৪ ঘণ্টা করে মোট ৩৬০ ঘণ্টা (আরো বেশি সময় দিতে পারলে আরো ভালো )। যেহেতু আপনি Quantitative এ ভালো তাই এখানে দিন ৭০ ঘণ্টা, Verbal এ একটু weak তাই এখানে ৯০ ঘণ্টা, Analytical আরেকটু weak তাই এখানে ১০০ ঘণ্টা। আপনার হাতে এখনও সময় থাকবে ১০০ ঘণ্টার মত । এ সময়ে বেশি বেশি করে revise করুন । পুরো preparation সময়টায় সবচেয়ে জরুরী বিষয় হল আপনি যে ভুল গুলো করছেন সেটি খুব ভালো করে ঠিক করে নেয়া যেন দ্বিতীয়বার same ভুল না হয়। আর কনসেপ্টটা এমনভাবে develop করা যেন একটি ভুল থেকে আরো ৫টি ভুল আপনি ঠিক করে নিতে পারেন অর্থাৎ ভুলটা খুব ভালোভাবে বিশ্লেষণ করা। IBA এর পরীক্ষায় আপনি Math, Verbal, Analytical কত ভালো পারেন সেটি মুখ্য না, আপনি ৯০ মিনিটে প্রতিটি সেকশনে কমপক্ষে ৬০% মার্কস পাচ্ছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ। আর এর জন্য অভিজ্ঞ কারো পরামর্শ নেয়া খুব দরকার। কারন exam এ বসার আগে খুঁটিনাটি জিনিসগুলো জেনে নেয়াটাও খুব জরুরী। আপনি কষ্ট করে Preparation নিয়েও ছোট-খাট জিনিসের জন্য ধরা খেতে পারেন। আশা করা যায় এই way তে আগালে নিজের অবস্থান সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পাওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে একটি sound preparation নেয়া সম্ভব ইনশা- আল্লাহ । তো আর দেরী না করে শুরু হয়ে যাক !! see the file section for book-list...now ur determination plus ur hard work ll get u in IBA....
Posted on: Tue, 19 Aug 2014 12:16:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015