Sajeeb Wazed জয় এর স্ট্যাটাস - TopicsExpress



          

Sajeeb Wazed জয় এর স্ট্যাটাস আপডেটঃ আজ আমাদের আওয়ামী লীগ সরকার ও বাংলাদেশের জন্য ঘটনাবহুল দুই সপ্তাহের সফলপরিসমাপ্তি ঘটেছে। গত দুই সপ্তাহে আমাদের মাননীয় স্পীকার শিরিন শারমিনচৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন , সংসদ সদস্য সাবের চৌধুরী ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, আমাদের জাতি জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে এবং আজ আমরা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রশাসনিক কাউন্সিলের সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছি। এ সকল সাফল্যের ঘটনায় আমরা সারা বিশ্বের দেশগুলির বহুলাংশের ভোটে নির্বাচিত হয়েছি। এটি বিশ্বে আমাদের অবস্থান ও জনপ্রিয়তার একটি বিশাল স্বীকৃতি। এ স্বীকৃতি ও জনপ্রিয়তা আমরা অর্জন করেছি আমাদের আওয়ামী লীগ সরকার ও দলের সদস্য, সংসদ সদস্য, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে। আজ বাংলাদেশ বিশ্ব সমাজের এক অতি সম্মানিত ও সদস্য হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এর মূল কারণ আওয়ামী লীগ সরকার ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার অর্জনসমূহ। আরো যে কারণে গত দুই সপ্তাহ আরো তাৎপর্যপূর্ণ ছিলো, তা হচ্ছে সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আজম কারাগারে মৃত্যুবরণ করেছে। তার শাস্তি যথেষ্ট ছিলোনা, কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের সময়ে সে যেমন স্বাধীন মানুষ ও রাজনৈতিক নেতার মর্যাদা ভোগ করেছে, সে পরিচয়ে তার মৃত্যু ঘটেনি। জিয়াউর রহমান তাকে সে দেশে ফিরে আসার ও রাজনৈতিক নেতৃত্ব গ্রহণের সুযোগ দিয়েছিলো, যে দেশে সে নিরীহ বেসামরিক মানুষকে পাকিস্তানের পক্ষে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুর কন্যা ও দল তাকে দীর্ঘ ৪০ বছর পর বিচারের মুখোমুখি করেছেন। আজ আমি একজন বাঙালি হিসেবে আমার দেশের সরকার ও জাতিকে নিয়ে অত্যন্ত গর্বিত। #জয় বাংলা, জয় #বঙ্গবন্ধু! Today has been the culmination of a tremendous two weeks for our Awami League Government and Bangladesh. In the past two weeks our Honorable Speaker Shirin Sharmin Chaudhury was elected as the Chairperson of the Commonwealth Parliamentary Association, MP Saber Chowdhury was elected as the President of the Inter-Parliamentary Union, our nation was elected to be a member of the UN Human Rights Council and today we were re-elected to the administrative council of the International Telecommunication Union. In all of these successes we were voted in by a majority of countries around the world. This is a tremendous recognition of our standing and popularity in the world. This recognition and popularity has come about because of all the hard work and successes of our Awami League Government and our members, MPs, Ministers and government officials. Today Bangladesh is holding its head high as a highly respected member of the world community, all because of the achievements of the Awami League Government and Prime Minister Sheikh Hasina. What makes this past two weeks even more special is that the most infamous war criminal Ghulam Azam died in prison. It was more than he deserved, but justice has been served. He did not die a free man and political leader, as he was under the BNP-Jamaat regime. Ziaur Rahman allowed him to return to and lead politics in the country where he slaughtered innocent civilians on behalf of Pakistan. Bangabandhu’s daughter and party brought him to justice after 40 long years. Today I am very proud to be a Bengali and of my Government and Nation.
Posted on: Tue, 28 Oct 2014 06:23:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015