Save Bangladesh - Every Bangladeshi Must watch.... - TopicsExpress



          

Save Bangladesh - Every Bangladeshi Must watch.... ৫২...৬৯...৭১...৯০.........২০১৩ আর কত সংখ্যা হলে আমাদের জাগ্রত সত্ত্বার প্রমান মিলবে ?? আর কত কষ্টকে অগ্র্যায্য করলে আমাদের দাবী ন্যায্য হবে ???? রাস্তায় রক্ত ঢেলে বর্নমালা কিনেছি...।। রক্তের নদীতে ভেসে স্বাধীনতা এনেছি ...।। বিক্ষুব্ধ গর্জনে গনতন্ত্র পেয়েছি ...।। আর কত ত্যাগে লাখ ত্যাগের শান্তি মিলবে ?????? আহহহহহহহহহ...............। আর কত দীর্ঘশ্বাসে ফাইল এর লাল ফিতা খুলবে ???? আর কত লজ্জা পেলে আর কন মায়ের ছেলে রাস্তাই রক্তাত্ত্ব হবে নাহ ???? আর কতটুকু শিষ্ঠাচার শিখলে ক্যাম্পাস এ অস্ত্রের ঝনঝনানি থাকবে নাহ ??? আর কবে রিমিদের ছেড়া বসনে রাস্তায় পড়ে থাকতে হবে নাহ ?? আর কতটুকু সভ্য হলে মানুষের ভীরে নারীদের সম্ভ্রম হানী হবে নাহ ??? কতটূকু মনুষ্যত্ত্ব থাকলে কার লাশ ড্রেন থেকে তুলতে হবে নাহ ?? ধর্মকে কতটূকু জানলে মসজিদ মন্দির এ আগুন জ্বল্বে নাহ ???? আর কত বছর পেরুলে ৭১ এর চেতনা নিয়ে বিভাজন হবে নাহ ??? সময় এসেছে.........।। এক এক জন কে হতে হবে বহু গুন।। আমরা দেশকে ভালবাসতে শিখেছি...।। সন্ত্রাস দুর্নীতি ঘৃনা করতে শিখেছি...।। লাখো শহীদ এর ঋন শোধ এর শ্লোগান ধরতে শিখেছি...।। লাঞ্ছিতের পাশে দাড়িয়ে অন্যায় এর প্রতিবাদ করতে শিখেছি ...।। বহুদিন পর আমরা আবারো.........।। বাঙ্গালী সত্ত্বাকে চিনে নিয়েছি ...।। দেশটা কে কি সত্যি আমরা ভালবাসতে পেরেছি?????? আসুন আমরা দেশকে ভালবাসি ...।। কোন নির্দিষ্ট দলকে নয় ......।।
Posted on: Tue, 25 Jun 2013 16:10:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015