Schindlers List (1993) || Duration: 3 Hours 15 Minutes || Awards: - TopicsExpress



          

Schindlers List (1993) || Duration: 3 Hours 15 Minutes || Awards: 7 Oscar, Another 70 Wins & 26 Nominations || রিভিউ: It will blows your mind, makes you cry & leaves you speechless. হলোস (holos) ও কস্টাস (kaustus) শব্দের সন্মিলিত রুপ হচ্ছে হলোকাস্ট (holocaust) এবং এটি একটি গ্রিক শব্দ। হলোস শব্দের অর্থ সব আর কস্টাস শব্দের অর্থ পোড়ানো বা ধ্বংস করা। ভাষাবিদরা জীবিত মানুষ পুড়িয়ে মারা অর্থে হলোকাস্টকে বুঝিয় থাকেন। ২য় বিশ্বযুদ্ধে নাতসি বাহিনীর হাতে ৬০ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মারার যে কল্পকাহীনি প্রচলিত আছে, তাই হলোকাস্ট নামে পরিচিত। কল্পকাহীনি এই জন্যে বলছি, কারণ এটা নিয়ে অনেক বিতর্ক আছে। সে যাই হোক, নিরাপরাধ কোনো জাতি,গোষ্ঠি বা ব্যক্তিকে হত্যা করাটা বর্বরতা ছাড়া আর কিছুই না। আর সেটাকে যুক্তি দিয়ে Justify করার চেষ্টাটা অমানবিক। ১৯৩৯ সালের সেপ্টেম্বর। জার্মান বাহিনীর কাছে মাত্র ২ সপ্তাহে পোলিশ বাহিনী পরাজিত। জার্মান বাহীনির দখলে চলে যায় পোল্যাণ্ড। নাতসি বাহিনীর নির্দেশে সারা দেশ থেকে দলে দলে ইহুদীরা চলে যায় Krakow শরণার্থী শিবিরে। কিছুদিন পরপর নাতসি বাহীনির ট্রেন আসে Krakow তে। তারা নিয়ে যায় সুস্থ স্বাভাবিক ইহুদিদের গোপন কোনো এক্সপেরিমেণ্ট বা গ্যাস চেম্বারে হত্যা করার জন্য। এভাবে হাজার হাজার ইহুদীকে পুড়িয়ে মেরে ফেলা হত। এমন সময় আবির্ভাব ঘটে নাতসি বাহীনির সমর্থক জার্মান ব্যবসায়ী Oskar Schindler এর। সে এই হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না। তাই সে তার সহকারী ইহুদী ব্যাংকার ইটঝ্যাক স্টার্নকে নিয়ে বিশেশ কৌশলে তার শ্রমিকদের কুখ্যাত নাতসি অফিসার এমন গোথের হাত হতে রক্ষার অভিযানে নামে। আমি জানি, আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন না, যখন আমি বলব এটা বিখ্যাত মুভিগুলোর একটি। শুনে মনে হতে পারে আমি এটাকে অতিমূল্যায়ন করছি। কিন্তু আমার দৃষ্টিতে, Itll be a classic for decades. প্রত্যেকের অভিনয় ছিল দুর্দান্ত। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে। Schindler চরিত্রে Liam Neeson অবিস্বাস্য অভিনয় করেছেন কোনো সন্দেহ নেই। একজন Antagonist হিসাবে Amon Goeth চরিত্রে Ralph Finnes যে অভিনয় করেছেন তাতে তার Best Supporting Actor এর Oscar না জেতাটাকে আমার কাছে হাস্যকর লেগেছে। It was an smart idea for Steven Spielberg to make this film in black-white because it made the movie more bleak, emotional, hopelessness. তবে মুভিতে যে একাবারেই কোন অসঙ্গতি বা ভূল নেই, তা নয়। আছে। তবে সেটা মুখ্য নয়। আবেগটাই এই মুভির মুখ্য বিষয়। আর সেখানে স্পিলবার্গ সম্পূর্ণ সার্থক। Schindlers List will always be Steven Spielbergs most finest, importent film. He blends his humanism to the tragic horror of the Holocaust to creat an emotional masterpiece. 10/10, Absolutely Recommended!
Posted on: Tue, 24 Jun 2014 07:56:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015