Seldom Do I (আমি কদাচিৎই - TopicsExpress



          

Seldom Do I (আমি কদাচিৎই করি) কেউ যদি জোর দিয়ে বলে- আমি কদাচিৎই তার সাথে কথা বলতাম । তারা কদাচিৎই ক্লাশ ছেড়ে দেয় । তবে নিচের নিয়মানুযায়ী বলতে হবে- Seldom + main verb অনুযায়ী একটি auxiliary + sub + verb + extension. Example : -> আমি কদাচিৎই তার সাথে দেখা করতাম । Seldom did I meet him. -> সে কদাচিৎ আমাদের বাড়ীতে আসে । Seldom does he come to our house. -> সে কদাচিৎ তার দোষ ধরেছে । Seldom has he found fault with her. -> তারা কদাচিৎ এখানে আসে । Seldom do they come here. -> এমন সুন্দর দেশ তুমি খুব কমই পাবে । Rarely will you find such a nice country. -> তিনি কদাচিৎ আমাদের বিপদে সাহায্য করেছিলেন । Seldom had he helped us in problem. -> তুমি কদাচিৎ এমন পাখি দেখতে পাবে । Seldom can you find such a bird.
Posted on: Mon, 09 Jun 2014 05:54:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015