Shared যারা ভারতের gunday - TopicsExpress



          

Shared যারা ভারতের gunday মুভিটার উপর ক্ষ্যাপা তারা নিজের মেগাবাইট খরচ করে মুভিটা ডাউনলোড করে, আবার মুভিটা দেখে নিজের মুল্যবান সময় নষ্ট না করে বরং IMDB তে গিয়ে মুভিটার রেটিং দিন ১/১০ আর গায়ে তেল থাকলে বাংলাদেশের ইতিহাস বিকৃতির জন্য ওখানে গিয়ে কমেন্ট করে আসুন।আমি রেটিং দেয়ার আগে মুভিটার রেটিং ছিল ৫.৮/১০ আর আমি ১/১০ দেয়ার পর এর রেটিং হইছে ৫.৫/১০। সবাই গনহারে ১/১০ রেটিং দেয়া শুরু করলে আর কমেন্টে গিয়ে এই রেটিং দেয়ার কারন জানিয়ে আসলে আশা তারা একটা ভাল ধাক্কা খাবে। গুন্ডে মুভি দেখে মেজাজ খারাপ হল-টাইপ স্ট্যাটাস দেয়ার চেয়ে এই কাজ করা অনেক ভাল। এই হল গুন্ডে নামক বালছাল মুভির IMDB লিংকঃ (যদিও আমি এ সম্পর্কে কিছুই জানিনা)
Posted on: Wed, 19 Feb 2014 21:26:30 +0000

Recently Viewed Topics




© 2015