Someday you, my epic first love, will become just someone I used - TopicsExpress



          

Someday you, my epic first love, will become just someone I used to know……তোমাকে আমার just someone লিখতে অনেক কান্না পাচ্ছে, কিন্তু হায়! এটাই বাস্তবতা। এবং এর জন্যে তুমি দায়ী নও, জানি; তবুও বলতে ইচ্ছে করছে, তুমিই দায়ী। ………… তুমি আমাকে কখনোই ভুলতে পারবা না, দেইখো!....…...আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, আবার its not like youll have feelings for me………...just that I will always be there somewhere at the back of your mind………Yes, I’ll be! জিজ্ঞেস করতে পারো, কেনো?............... তুমি তোমার অভালোবাসা (ভালোবাসার উল্টোপিঠে ঘৃণা, এটা আমি মনে করি না।) নিয়ে যতোটা দ্বিধান্বিত ছিলে (কিংবা কে জানে, এখনো আছো!) আমি আমার ভালোবাসা নিয়ে ততোটাই নিশ্চিত। ছিলাম, আছি, থাকবো। ……… I can bet you can never say in this way! But I still wonder how people who play with vulnerable hearts talk about true love, and with SUCH depth. It’s funny, na?! ……… তুমি নিজেও জানো না তুমি যে আমার কতো বড় উপকার করসো! ওই ধাক্কাটা আমার জীবনে খুব দরকার ছিলো। আমি বেশি আদরে মানুষ হইসি, কখনোই ‘না’ শুনি নাই। Fairy tale’য়ে বসবাস করতাম। ভাবতেসো, তোমারে ঘৃণা করতাম? না। ওইসময়ে আমি আমার কষ্ট নিয়ে এতোটাই engaged ছিলাম যে তোমারে ঘৃণা করারও time ছিলো না আমার। তুমি কল্পনাও করতে পারবা না, ঘৃণা করতে না পারার শক্তি কতোটা বেশি! Now I am strong enough to face ANYTHING. I can take a rejection and slap it back on the rejectors face………কেলি ক্লার্কসনের What Doesnt Kill You গানটা শুনতে বলসিলা না আমারে? এখন ভাবি, ক্যান বলসিলা? গানটার ভিতরে একটা প্রচণ্ড শক্তি লুকায়ে আছে। ওই মেয়ে ওই কথাগুলো ক্যামনে বলসে কে জানে! গানটা কি আসলেই তোমার প্রিয়? আমি অ্যাট লিস্ট এক হাজারবার গানটা শুনসি। আর ভাবসি, তুমি কি আমারে মাস্টারপ্ল্যান কইরা ছ্যাঁকা দিসো কিনা আল্লাই জানে! Disclaimer: If you have decided to decide what to decide or not to decide from a writing apparently, you have to decide first not to decide to hold the writer responsible for whatever you are likely to be deceived by what you are likely to derive from it, for sometimes writers are liars even only for the sake of bagging some silly Facebook likes. ;)
Posted on: Sat, 11 Oct 2014 14:50:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015