Statement on arrest of Adilur Khan, Secretary of Odhikar Odhikar, - TopicsExpress



          

Statement on arrest of Adilur Khan, Secretary of Odhikar Odhikar, a self-appointed human rights organization,has published reports on the Government action in clearing the occupation of Dhaka’s ShaplaChottor by Hefazat-e-Islam, a fundamentalist group. Hefazat had made a 13 point charter of demands and was initially allowed to protest peacefully. Here is a link to BBC report on their demands. Note that report states the “government of Sheikh Hasina has sought to treat Hefazat softly, and preferred to engage in negotiation.” bbc.co.uk/news/world-asia-22424708 However, Hefazat resorted to violence and arson, which was well covered by Bangladesh media. Here is a link to video from the Associated Press of their violence. Note all the private shops on fire. youtube/watch?v=K_Elvpn0eg8 Hefazat activists had occupied ShaplaChottor and were finally cleared out after their violent protests on the night of May 5. The clearing operation was also covered by the media. Here is news footage from that night by a private TV channel that is owned by a Bangladesh opposition party leader.Note that the police are using non-lethal means and the only casualty seen in the footage is police officer. youtube/watch?v=7wYWbDLe5mY Total casualties that night were 11, including police personnel. However, Hefazat and our opposition party the BNP began a campaign claiming 2500 were killed by the police. Pictures of thousands of bodies were distributed by both Hefazat and BNP, which in fact turned out to be pictures from the earthquake in Haiti and the Jonestown massacre in the US. This demonstrates the malicious intent of this false propaganda. This propaganda also ran the risk of inflaming the passion of other fundamentalist groups and inciting them to violence as well. In the end, even Human Rights Watch issued a statement that these casualty reports are untrue and that the actual casualties were much lower. Here is a link to that report.Note the report lists that the casualties included several security personnel. hrw.org/news/2013/05/10/bangladesh-independent-body-should-investigate-protest-deaths Again, it was Hefazat that resorted to violence and the police were forced to respond. However, Odhikar continued to distribute a report that at least 61 people were killed by the Government. The Government wrote a letter to Odhikar refuting their report. Odhikar did not respond. The Government again wrote to Odhikar challenging the number of casualties and asking for details, such as names of the victims. Odhikar could not provide any. At this point, it became clear that Odhikar’s report was false and politically motivated. This is a false accusation of mass murder against the Government. This is an extremely serious accusation. Making a false accusation of murder is a criminal offence. Adilur Khan, Secretary of Odhikar, has been arrested on very specific charges relating to this. অধিকার সম্পাদক আদিলুর খান গ্রেপ্তার সম্পর্কিত বিবৃতি মৌলবাদী হেফাজতে ইসলামের দখল থেকে ঢাকার শাপলা চত্তরকে মুক্ত করতে সরকারের যে অভিযান তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্বঘোষিত মানবাধিকার সংস্থা অধিকার। হেফাজতকে তাদের ১৩ দফা দাবী নিয়ে শান্তিপূর্ণ অবস্থান নিতে অনুমতি দেয়া হয়েছিলো। নিচের লিংকটি তাদের দাবী সংক্রান্ত বিবিসির প্রতিবেদনের। লক্ষ্য করুন প্রতিবেদনে বলা হচ্ছে, "শেখ হাসিনা সরকার চাইছে হেফাজত ইস্যুকে নমনীয়ভাবে এবং আলোচনার মাধ্যমে সমাধান করতে।" bbc.co.uk/news/world-asia-22424708 তথাপি, হেফাজত সহিংসতা ও অগ্নিসংযোগের দিকে গিয়েছে, যা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে ভালো ভাবেই তুলে ধরা হয়েছে। নিচের এই লিংকটি হলো এসোসিয়েট প্রেস বা এপি এর যাতে তাদের সহিংসতার চিত্র দেখতে পাবেন, লক্ষ্য করুন এদের আগুন থেকে একটি মানুষের দোকানও রক্ষা পায়নি। youtube/watch?v=K_Elvpn0eg8 হেফাজত কর্মীরা শাপলা চত্তর দখলে নিয়েছিলো এবং সেখান থেকে সরিয়ে দেয়ার আগ পর্যন্ত অর্থ্যাৎ ৫ মে রাতে তারা সহিংস বিক্ষোভ দেখাচ্ছিলো। এই সরিয়ে দেয়ার কার্যক্রম পুরোটি ইলেক্ট্রনিক মিডিয়াতে সরাসরি দেখানো হয়েছে। এই সেই নিচের ভিডিও লিংক যা একটি বেসরকারি টিভি চ্যানেলের ধারনকৃত, যেই চ্যানেলের মালিক বাংলাদেশের এক বিরোধীদলীয় নেতা। লক্ষ্য করুন, পুলিশ প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করেছে এবং সেখানে একমাত্র হতাহতের ঘটনাটি শিকার একজন পুলিশ কর্মকর্তা। youtube/watch?v=7wYWbDLe5mY সেই রাতে পুলিশ সদস্য সহ মোট ১১ জন হতাহতের ঘটনা ঘটেছে। অথচ, হেফাজত এবং বিরোধীদল বিএনপি পুলিশ কর্তৃক ২৫০০ জন হত্যা করা হয়েছে দাবী করে অপপ্রচার চালানো শুরু করেছিলো। যুক্তরাষ্ট্রের জোনস টাউন গণ-আত্মহত্যা এবং হাইতির ভূমিকম্পে নিহতদের ছবিকে হাজার হাজার লোক হত্যার নাম করে হেফাজত এবং বিএনপি ছবি বিতরণ করেছে। এই মিথ্যা প্রচার বিদ্বেষপূর্ণ অভিপ্রায়েরই প্রমান। এই অপপ্রচারে অন্যান্য মৌলবাদীদের সহিংসতার দিকে উস্কে দেবার মত যথেষ্ট ঝুকিপূর্ণ উপাদানও বিদ্যমান ছিলো। শেষ পর্যন্ত, হিউম্যান রাইটস ওয়াচও একটি বিবৃতি দেয় যে এই সহিংসতার রিপোর্টগুলো অসত্য এবং বাস্তবে হতাহতের সংখ্যা অতি নগন্য। নিচে এই হলো সেই প্রতিবেদনের লিংক। লক্ষ্য করুন রিপোর্টটিতে হতাহতের তালিকা রয়েছে যাতে কয়েকজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। hrw.org/news/2013/05/10/bangladesh-independent-body-should-investigate-protest-deaths আবারও বলছি, হেফাজতই সহিংসতা চালাচ্ছিলো এবং পুলিশকে ব্যবস্থা নিতে বাধ্য করা হচ্ছিলো। কিন্তু, অধিকার একটি প্রতিবেদন ছড়াচ্ছিলো যে কমপক্ষে ৬১ জন মানুষকে সরকার হত্যা করেছে। সরকার অধিকারকে তাদের প্রতিবেদনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। অধিকার তার জবাব দেয় না। সরকার পুনরায় অধিকারকে চিঠি দিয়ে তাদের দেয়া হতাহতের সংখ্যায় আপত্তির কথা জানায় এবং হতাহতের বিবরণ জানতে চায়, যেমন তাদের নাম, ঠিকানা। অধিকার তা দিতে ব্যর্থ হয়। এই পর্যায়ে, এটা পরিস্কার যে অধিকারের প্রতিবেদনটি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। এটি সরকারের বিরুদ্ধে গণহত্যার একটি মিথ্যা অভিযোগ যা অত্যন্ত গুরুতর অভিযোগ। হত্যার মিথ্যা অভিযোগ করা একটি ফৌজদারি অপরাধ। অধিকার সম্পাদক, আদিলুর খান এই সংক্রান্ত একটি সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার হয়েছেন।
Posted on: Mon, 12 Aug 2013 16:48:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015