Status এ লিখা থাকে Whats on your mind? Whats - TopicsExpress



          

Status এ লিখা থাকে Whats on your mind? Whats on in my mind একটু কষ্ট করে পড়লে জানতে পারবেন। আমার বিয়ের আগে আমার বউ Rinti Barua র সাথে কথা বলছিলাম Photography র কাজ কাদের দেয়া যায়? তার ফ্রেন্ড Atrolita Nishi বলল তার পরিচিত একটি প্রতিষ্ঠান আছে যারা Wedding e ভাল কাজ করে। তাদের সাথে কথা বলে, ওই প্রতিষ্ঠানের Sufian Chowdhury ভাইকে booking money দিয়ে আসি। Sufian ভাই এখন মনে হয় ওইখানে আর কাজ করেনা। কিন্তু কিছুদিন পর আমার Sufian ভাই আমার Package change করে দেয় কারন আমার Main Photographer Zico Chowdhury r মায়ের অসুস্ততার করনে বাংলাদেশ এ থাকবে না। পড়ে আমি Package পরিবর্তন করে নিই। দুইজন ভাল Photographer ২৮-১১-২০১৪ আমাদের বিয়ের ছবি তুলে যায়। কথা ছিল ২১ দিনের মধ্যে Soft-copy delivery দেয়া ও Printed will provided within one week after Clints selection of picture. ২১ দিনের মধ্যে তারা আমাকে Soft-copy দিতে পারেনাই। সময় মত delivery দিতে না পারলে আমাকে Phone করে বল্বেনা ? আমি যখন Call করি আমাকে বলে Main Photographer er দাদা মারা গেছে। কি করব, মানবিক দৃষ্টিকোণ হতে মেনে নিলাম। পড়ে গিয়ে আমি Soft-copy আনি আর ৩০ আথবা ৩১ ১১/২০১৪ আমার বড় ভাই গিয়ে Select করা ছবি দিয়ে আসে। মনে হয় আজও তার ৭ দিন শেষ হলনা? এক সপ্তাহ পড়ে কল করি বলে ২ সপ্তাহ লাগবে। আমি বললাম ঠিক আছে । গত ১২-০১-২০১৫ এ Mr. Sufian কে Msg দিইঃ Still I dont get my Album. সে বলেঃ ok ami, dekchi গত ১৭-০১-২০১৫ এ Mr. Sufian কে আর একটি Msg দিইঃ ভাই আপনার দেখা শেষ হইছে? সে বলেঃ ছবি প্রিন্টের কাজ শেষ, Album Ready হলে Phone দিবে। Picture select করে দেবার পর প্রায় ২১ দিন হল। আর ২১ দিনেও তারা আমাকে কল করে বল্লনা ভাই আমার ১৪ গোষ্ঠী মারা গেছে, তাই একটু lateহল। Seriously বলছি যে এই কাজ দেখা শুনা করছে সে কি মানুষ ? আরে বেটা যে তাকা গুলো তদেরকে দিছি একটু হালাল করে খা। Sufian ভাই আমি আসলেই দুঃখিত। আর পারলে ওই বলদটারে change হতে বলেন। আর Atrolita আপনি কিছু মনে নিবেন না।
Posted on: Wed, 21 Jan 2015 08:48:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015