Strategies that work on weak and frustrated countries torn by - TopicsExpress



          

Strategies that work on weak and frustrated countries torn by internal conflicts, wont work on us ------------------------- Vladimir Putin গতকাল দেয়া রুশ প্রেসিডেন্টের এই ডাইলগটা খেয়াল করুন। MH17 দুর্ঘটনা নিয়ে ওবামা বা জন কেরি চিল্লাপাল্লা করতে, সোজাসাপ্টা blame গেইম খেলতে এক মিনিট দেরি করে নাই। অতি নিন্মমানের পলিটিক্স। একটা ট্রাজিক ঘটনা থেকে political gain আদায়ের চেষ্টা। কিন্তু ঐ দুর্ঘটনার ঘটার একদিন পর পুতিন তার প্রথম কমেন্ট করে। গতকাল করলো উপরের কমেন্টটি। প্রতিটি কমেন্ট নিয়ে মার্কিন মিডিয়াকে বিশ্লেষণ করতে হয়েছে। কারণ এগুলো ডিপ্লোম্যাটিক কথাবার্তা। সোজাসাপ্টা blame গেইম নয়। নিন্মমানের ডাইলগবাজি নয়। তো উপরের কথাটির মানে বের করি আসুন। :P ১. Strategies that work ......... অর্থাৎ টেকনিক্যালি আমেরিকাকে খোঁচা দিলো। টেকনিক্যালি সে বলে দিলো, এটা মার্কিনীদের কাজ, CIA-এর False Flag Operation ... অনেক পুরন strategy ... নিজে চুরি করে অন্যের কাধে দোষ দেয়া। অবশ্য False Flag operation এর ইতিহাস ভুঁড়িভুঁড়ি আছে সি,আই,এর ইতিহাসে। কথায় আছে, কাউন্টার আটাকে কাকা Boss, ড্রিবলিং-এ মেসি Boss, পুল সটে রিকি পন্টিং Boss, ডি বক্সের সামনে Ronaldo Boss, আর সাপকে দড়ি, দড়িকে সাপ বুঝিয়ে False Flag operation-এ সি,আই,এ boss... :P ২. that work on weak and frustrated countries torn by internal conflicts সিরিয়া বা লিবিয়াতে আমেরিকা যা করেছে, সেটাকে ইঙ্গিত করে এই অংশ। এটা দিয়ে আমেরিকাকে টেকনিক্যালি blame করেছে আগে ঘটা ভিন্ন ভিন্ন দেশের conflict সৃষ্টি করার জন্য। এবং আমেরিকা সবসময় internal conflicts অর্থাৎ আভ্যন্তরীণ বিরোধকে কাজে লাগায়, সেটা তো ইরাকে শিয়া সুন্নির বিভেদ, মিশরের ব্রাডারহুড-স্যেকুলার বিভেদ বা ইউক্রেনের রুশভাষী নন রুশভাষীর ভেতর বিভেদের সুযোগ কাজে লাগানো দেখলেই বোঝা যায়। এই কারণে আমেরিকা যে দেশের পলিসিতে প্রভাব রাখে, সেই দেশে যে আভ্যন্তরীণ বিভেদ তৈরি হবে, এবং হয়, এটা তো সবার জানা। ৩. wont work on us........... এটা একরকম নিজের অবস্থান জানানোর মত। যতই sanction দাও, যতই ২৮ টা দেশের NATO মিলে এক হয়ে ভয় দেখাও, আমার কিছুই করতে পারবে না। :P ব্যক্তিগত মন্তব্যঃ আমি নিজে পলিটিক্স না করলেও ভার্সিটিতে থাকতে আমাদের দেশের দুপক্ষের ছাত্র রাজনীতিবিদদের কাছ থেকে দেখতাম। আগ্রহ নিয়ে দেখতাম। তাদের প্রতি আমার ভীষণ respect আছে। (কিছু বাদে, যারা সবকিছুতে মারামারি বাধানোর চেষ্টা করে ) তাদের দেখে বুঝেছি, রাজনীতি আমার কর্ম নয়। অনেক এঙ্গেলে চিন্তা করতে হয়। অনেক হিসাব কিতাব মাথায় রাখতে হয়। মানুষ চালানোর মত বিদ্যা খুব কম মানুষের থাকে। :) পলিটিক্স দুনিয়ার সবচেয়ে কঠিনকাজের একটি। একটু ভুল তো তুমি শেষ। যাই হোক, আজ সকাল থেকে CNN এর tone চেঞ্জ হয়ে গেছে। MH17 বিমান হামলার সাথে বিচ্ছিন্নতাবাদী বা রুশ সরকারের সংযোগ থাকার কোনো প্রমান দিতে পারে নি আমেরিকা। আজ সকালে মার্কিন গোয়েন্দারা মন্তব্য করেছে, perhaps they shot down the plane by accident যাক, এতোদিন পর Perhaps শব্দের ব্যবহার শুনলাম তাদের মুখে। এতোদিন তো মনে হত তারা নিশ্চিত :P ;)
Posted on: Wed, 23 Jul 2014 07:21:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015