Subject Review - #Finance and Banking যারা Finance and - TopicsExpress



          

Subject Review - #Finance and Banking যারা Finance and banking নিয়ে পড়ে বা পড়তে চায় আমরা অনেকেই এর career ও কি কি পড়ানো হয় তা জানি না।যদিও সবাই প্রথম পছন্দ হিসাবে নেয়। বর্তমানে ব্যবসায় arena খুব competitive । আর তাই finance খুব দ্রুত চাহিদামূলক বিষয় হয়ে দাড়িয়েছে । প্রায় সকল প্রতিষ্ঠানে এর দরকার বাধ্যতামূলক । Finance নিয়ে খুব ভাল career করা যায় । তারা mathematical term এ খুব ভাল থাকে । finance মানি অর্থায়ন। এই কোর্স এ অর্থের সাথে সম্পর্কযুক্ত সকল কিছু বিস্তারিত পড়ানো হয় finance হলো একটি প্রতিষ্ঠানের জন্য প্রাণ । এটা ছাড়া অচল :)। professional life এটা আপনাকে মজবুত স্থানে যেতে সাহায্য করবে কারন finance এ আপনি জানবেন গুরুত্বপূর্ণ ব্যবসায়ের মূলবোধ/নীতি, accounting এর students দের অনুপ্রানিত করার systems। তাছাড়া জানতে পাবেনকিভাবে তথ্য প্রযুক্তি, management, marketing & operations এর অর্থায়নের তীব্রতা আপনাকে & প্রতিষ্ঠানকে professionally সাহায্য করবে । finance আপনাকে তথ্য প্রযুক্তি & business Arena গতিশীলতার সাথে পরিচয় করিয়ে দিবে যাতে করে প্রতিযোগিতামূলক বিশ্ব নিজেকে তুলে ধরতে পারবেন। overall বলতে গেলে finance নিয়ে নিজেকে তুলে ধরা অনেকটাই সহজ তাই ভাল result, academic performance, good communication with teachers, out knowledge abt Finance sector থাকা খুব গুরুত্বপূর্ন । এটা নিয়ে পড়লে আপনি যা যা হতে পারবেন------ FINANCE ANALYSTS PERSONAL FINANCIAL ADVISOR FINANCE DIRECTOR FINANCE MANAGERS TAX MANAGERS INVESTMENT OFFICERS/ANALYSTS সকর প্রতিষ্ঠানের Managers/ administrative পদ তার জন্য খোলা । professional bodies : Finance এর prof. bodies গুলো খুবই কঠিন & demanded. Salary : টাকা নিয়েই যেহেতু Study তাই ভাল করলে company আপনাকে অনেক ভাল টাকাই দেবে যা unexpected. আবার নিজেও উদ্যোক্তা হতে পারেন। মোঃ নিয়াজ মাখদুম 1st Batch,Dept of finance & banking University of Barisal
Posted on: Wed, 24 Dec 2014 10:09:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015