#Subject_Review - #BECM #Building_Engineering & - TopicsExpress



          

#Subject_Review - #BECM #Building_Engineering & #Construction_Management দালান তৈরি হল মানুষের আদিম সভ্যতার একটি শিল্প । সভ্যতার প্রথম থেকেই মানুষ তাদের বাসস্থান সম্পর্কে ভেবে এসেছে । সেকারণে এটা মানুষের কাছে আদিম কাল থেকেই একটি অতি চমকপ্রদ শিল্প । যাহোক এটা Civil Engineering এর একটি শাখা ।KUET এবছর থেকে বাংলাদেশে প্রথম এই বিষয়টি চালু করেছে । 2K13 ব্যাচ প্রথম এটা পড়ছে । as the name is Building Engineering & Construction Management, এটি বুঝায় সংক্ষেপে : ১ : বাড়ি করতে ভুমি জরিপ করা । ২ : বাড়ির planing করা (with architectural view) ৩ : beam ,column , slab ইত্যাদি সহ বাড়ির বিস্তারিত ডিজাইন অর্থাৎ কটটুকু রড লাগবে , সিমেন্ট , বালি , পানি , ইট ইত্যাদি লাগবে এসব কিছুর ডিজাইন করা । ৪ : বাড়ির প্লান অনুযায়ী estimation করা অর্থাৎ কতো টাকা লাগবে বাড়ি তৈরি করতে , শ্রমিক খরচ , নির্মাণ সময় হিসাব করা এবং অবশ্যই সাধ্যের মধ্যে নির্মাণ খরচ রাখা । ৫ : construction management বলতে বুঝাই নির্মাণ স্থলে সুষ্ঠুভাবে কাজ দেখাশোনা করা এবং কোনরকম দুর্ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা । সাধারন ভাবে BECM তে শেখানো হবে construction technique of a structure & the problem associated with it. এখানে শেখানো হবে foundation design , structural design যেমন slab design , roof design , column failure , ভিতকে আরও শক্তিশালী ও মজবুত করার পদ্ধতি সহ আরও অনেক কিছু । higher study এর ক্ষেত্র ও এখানে অনেক । যেমন BSc BECM থেকে করে MSc করা যাবে Structural Engineering , Foundation Engineering , Building Management , Construction Management, Construction Project Management, Sustainable Management, Construction Law and International Construction Management, Civil Engineering and Construction Management সহ বিভিন্ন বিষয়ের উপর । BECM এর job field খুব ভালো । private sector গুলোতে যেমন বাড়ি নির্মাণ ও দেখাশুনা করা , real estate company ( housing estate ) , নগর উন্নয়ন কর্তৃপক্ষ তে , গণপূর্ত বিভাগে , স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ও আংশিক কাজের ক্ষেত্র আছে । অর্থাৎ এদের major job sector হল real estate company গুলো , এছাড়া সরকারি ক্ষেত্রে আংশিক ভাবে গণপূর্ত , স্থানীয় সরকার মন্ত্রনালয়ে কাজ আছে । This is an age of developing world by showing its sky scraper. So , the world needs more Civil Engineer having a good knowledge about building construction. If they got a person who is very expert both in designing & management , it will be having like gold cup with silver spoon for them. So, it is clear that the job field is quite bright. সবশেষে বলতে চাই , বাংলাদেশে এই প্রথম এই বিষয়টি চালু করেছে যেটি একই সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং Management এর এক মেলবন্ধন । so , নির্দ্বিধায় তোমরা BECM নিয়ে জীবন গড়তে পারো । ………………. Md. Shafiqul Alam CE , KUET 2K10
Posted on: Thu, 20 Nov 2014 17:26:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015