The Daily Sangram protests the Prothom Alo Report on Bangladesh - TopicsExpress



          

The Daily Sangram protests the Prothom Alo Report on Bangladesh Jamaat-e-Islami: প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘পরিবর্তন নিয়ে জামায়াতে দু’টি ধারা সক্রিয়’ শিরোনামে গতকাল শনিবার যে বিভ্রান্তিকর মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, প্রথম আলোর এ রিপোর্টটি উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী একটি ইসলামী দল। এ দলের মধ্যে নরমপন্থী, চরমপন্থী বা উদারপন্থী, মধ্যপন্থী বলতে কিছুই নেই। এ সংগঠনের সকলেই ইসলামী আন্দোলনে বিশ্বাস করে। পবিত্র কুরআন-সুন্নাহর আদর্শ দ্বারা এ সংগঠনটি পরিচালিত হয়। এ সংগঠনের মধ্যে কোন গ্রুপিং নেই। কাজেই কাগজী লড়াইয়ের প্রশ্নই আসে না। তিনি বলেন, সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে এ সংগঠনটি পরিচালিত হয়। প্রত্যেকেই এ সংগঠনের কল্যাণের জন্য নিজস্ব মতামত প্রকাশ করেন। তারপর সকলে মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকলেই মেনে চলেন এবং তা বাস্তবায়নের চেষ্টা করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর মতো একটি আদর্শবাদী ইসলামী সংগঠনের বিরুদ্ধে এ ধরনের একপেশে ফরমায়েশি রিপোর্ট লিখে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তাই এ ধরনের বিভ্রান্তিকর মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য তিনি প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। dailysangram/news_details.php?news_id=128385
Posted on: Sun, 29 Sep 2013 13:52:55 +0000

Recently Viewed Topics




© 2015