The Icon Sting সম্পর্কে ১০টি - TopicsExpress



          

The Icon Sting সম্পর্কে ১০টি জানা-অজানা তথ্য : ১। The Sting এর আসল নাম Steven Bordan. তিনি প্রায় ২৫ বছর ধরে প্রায় ৮ ট কোম্পানি তে খেলেছেন। ২। The Ultimate Warrior ছিল তার বাস্তব জীবনের বেস্ট ফ্রেন্ড। ৩। তিনি কোনদিন WWE তে খেলেননি। ২০১৪ সালের Survivor Series ম্যাচে ডিবিউ করেন। ৪। তিনি WCW তে ৬ বার World Champion, TNA তে দুইবার World Heavywight চ্যাম্পিয়ন। তাছাড়া বাকি কোম্পানি মিলিয়ে ১৫ বার চ্যাম্পিয়ন। ৫। WWE এর সেরা ৫০ WCW রেসলার লিস্টে তিনি #১ নাম্বার রেসলার ৬। The Sting এর ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্ন ছিল The Undertaker এর সাথে ম্যাচ খেলার। যা কখনো হয়ে উঠেনি ৭। ইতিহাসের সর্বপ্রথম রেসলার যিনি WCW এবং TNA দুইজায়গাতেই Hall of Fame হয়েছেন। তাছাড়া তিনি সর্বপ্রথম রেসলার যিনি এই দুই কোম্পানির মেইন টাইটেল জিতেছেন ৮। WCW এর শো Nitro এর প্রথম ও শেষ ম্যাচ খেলেছেন তিনি। মজার ব্যাপার হলো দুবারই Ric Flair তার বিপক্ষে খেলেছিলেন ৯।তার ফিনিশার মুভ Stinger / Scropian Death Drop WCW এর #১ নাম্বার ফিনিশার ১০।Shawn Michaels এর সবচেয়ে ফেভারিট এবং একজন Icon রেসলার হল Sting লাইক দিয়ে এক্টিভ থাকুন
Posted on: Thu, 27 Nov 2014 17:03:51 +0000

Recently Viewed Topics




© 2015