The Usual Suspects Director : Bryan Singer Genre : Crime - TopicsExpress



          

The Usual Suspects Director : Bryan Singer Genre : Crime | Drama | Thriller IMDb Rating : 8.7/10 My Rating : 9/10 একজন মানুষ আহত অবস্থা কোনো মতে পড়ে আছে সান পেদ্রো উপসাগরের একটি জাহাজে... বহু কষ্টে তিনি জীবনের শেষ সিগারেটটি জ্বালাতে সক্ষম হন কিন্তু দুর্ভাগ্য তার... সিগারেটটি শেষ করতে দিলো নাহ.... :/ এরপর শোনা যায় ২টি গুলির শব্দ এবং তার সাথে জ্বলে উঠে বিশাল জাহাজটি... পরদিন উদ্ধার করা হয় ১৫টি লাশ... যা গতকাল সেই জাহাজের সাথে পুড়ে যায় কিন্তু মৃত্যু কষ্টকে আরো একটু উপভোগ করতে বেচেঁ যান ২জন... এদের মধ্যে একজনের অবস্থা খুব-ই করুণ, যেকোনো সময় তার ভবলিলা সঙ্গ হতে পারে... কিন্তু মৃত্যুর আগে প্রকাশ করে যান Keyser Söze নামে এমন এক মানুষের কথা যান যার অস্তিত্ব নিয়ে সবাই সন্ধিহান... যার দেখা এখনও কেউ পায়নি... তিনি দেখতে কেমন বা কি তার পরিচয়... এই নিয়ে কোথাও কোনো প্রমাণ নেই... অন্য দিকে আরেকজন ছাড়া পেয়ে যান... কিন্তু যাওয়ার আগে এক পুলিশ কর্মকর্তার জ়োরাজুরিতে বলতে থাকেন Keyser Söze এর অপকৃতির কথা... মাস্টার প্ল্যানার বলতে যাকে বোঝায় তিনি হলেন Keyser Söze... যিনি এমন সব কাজ করেছেন যা সাধারন কোনো মানুষের কাজ নাহ... ট্রাক হাইজ্যাকিংয়ের দায়ে ৫জনকে গ্রেফতার করা হয়... তারা ছাড়া পেয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্ল্যান করে... প্ল্যান সফল হয়... এরপর Keyser Söze তাদেরকে এক প্রকার ব্ল্যাকমিলিংয়ের মাধ্যমে নিজের কাজ করিয়ে নেয় ...গল্পের মাঝে হাজির হন কোবায়াসি নামে এক রহস্যময় চরিত্রের... তার ভাষ্য মতে, তিনি Keyser Söze এর কথা অনুযায়ী বিভিন্ন কাজ করেন... কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায়... Keyser Söze নামে সত্যি-ই কেউ আছে... নাকি, Keyser Söze কোবায়াসি নাম ধারণ করে নিজের কাজ করিয়ে নিচ্ছে লোক চক্ষুর অগোচরে...!!!! মুভির পোস্টার দেখে অনেক সময় মুভি কেমন হবে তা কিছুটা হলেও অনুমান করা যায় কিন্তু এই মুভির পোস্টার দেখে মনে হচ্ছিল কোনো কমেডি মুভির পোস্টার... এরপর যখন আইএমডিবি-তে রেটিং দেখলাম... আমি তো পুরাই :O ... এরপর মুভিটা দেখতে বসলাম... মুভির প্রথম সিকুয়েন্স দেখে-ই বুঝতে পারছিলাম কিছু একটা দেখতে বসেছে... কিন্তু আমাকে হতাশ করে মুভিটি নিজের গতিবিধি পরিবর্তন করে নিলো... কি হচ্ছে তা বুঝতে পারছিলাম না... জাস্ট রেটিং এর কথা মাথায় ছিলো বলে দেখছিলাম... হয়ত কিছু একটা তো মুভিতে আছেন যা মুভিকে এমন বিশাল অঙ্কের রেটিং পেতে সাহায্য করেছে... এরপর কিভাবে কি হইলো... দেখি মুভি শেষ... আর আমার অবস্থা :o .... ভাই,ভুলেও হাসার চেষ্টা করবেন নাহ... যদি মুভিটা দেখে থাকেন তাহলে হয়ত আপনার অবস্থা এই রকম হয়েছিলো... আর না দেখে থাকলে দেখে ফেলেন আর এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন... =D যারা এই মুভিটি দেখেন নাই তাদের কাছে Bryan Singer পরিচিত x-men 2 মুভি দিয়ে... কিন্তু এই মুভি যারা দেখেছেন তাদের কাছে এখনও Bryan Singer পরিচিত The Usual Suspects এর পরিচালক হিসেবে... আর এই মুভির সিংহভাগ ক্রেডিট যিনি প্রাপ্য তিনি হলেন Christopher McQuarrie যিনি ছবিটির গল্প লিখেছেন এবং তার সাথে স্ক্রিনপ্লেও তিনি লিখছেন... সিনেমেট্রোগ্রাফি আর ব্যাক গ্রাউন্ড মিউজিক মোটামুটি... ডায়ালগও মারাত্মক বলা যায়... এই ডায়ালগটা খুব বেশি ভালো লাগসে...The greatest trick the devil ever pulled was convincing the world he did not exist. সবার অভিনয় দূর্দান্ত ছিলো কিন্তু দূর্দান্তেরও লিমিট ক্রস করে গেছেন Kevin Spacey ...পুরাই মাথা নষ্ট ম্যান... আসল কথা হইলো এই টাইপের অভিনেতারা পৃথিবী নামক গ্রহে অবতরণ করেছেন জাস্ট অভিনয় দেখানোর জন্য... আমার দেখা বেস্ট টুইস্ট ওয়ালা মুভি এইটা... মুভির নাম The Usual Suspects মানে সচরাচর ঘটে এমন ঘটনা যা সহজে অনুমান করা যায়... কিন্তু মুভিতে মনে হয় নামের অবমাননা করা হইছে... ছবিটি ২টি ক্যাটাগরিতে অস্কার পায়... Best Actor in a Supporting Role(Kevin Spacey) আর Best Writing, Screenplay Written Directly for the Screen(Christopher McQuarrie ) এছাড়া এডিটিং এর জন্য BAFTA Award পায় মুভিটি সম্পর্কে কিছু ফ্যাক্ট... :) # প্রথমে আল পাচিনোর কথা ছিলো Dave Kujan এর চরিত্রটি করার... তিনি স্ক্রিপ্টও পড়ে ফেলেছিলেন কিন্তু শিডিউলের কারনে আর করা হয়নি... :/ # মুভিতে একটি দৃশ্যে নার্সের চরিত্রে Bryan Singer এর মা অভিনয় করেন । :) # কোবায়াসী যখন নিজেকে সবার সাথে পরিচয় করি দিচ্ছিলেন তখন তিনি তার নাম ঠিক মতো উচ্চারণ করতে পারছিলেন নাহ... =D # Kevin Spacey তার চরিত্রকে ভালো ভাবে ফুটিয়ে তোলার জন্য হাতে গ্লু লাগান এবং বাম পায়ের জুতা ফুটো করে পড়েন... :p # Dave Kujan এর চরিত্র অভিনয়ের জন্য Robert De Niro এবং Christopher Walken কেও অফার করা হয়...২জন-ই না করে দেন ... :/
Posted on: Mon, 11 Aug 2014 11:30:03 +0000

Trending Topics




© 2015