The mind is everything. What you think, you become- Lord - TopicsExpress



          

The mind is everything. What you think, you become- Lord Buddha কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিভাবে? এডভোকেট আব্দুর রহমান সাহেবের মেয়ে আমি। ছোটোবেলা থেকেই আইন পেশা টা দেখতে দেখতে বড় হওয়া আমার। বাসা ভর্তি গাদা গাদা ডি এল আর, এম এল আর, বি এল ডি... মোটা মোটা সব আইন এর বই... বাসা আর চেম্বারে সব সময় বাদী বিবাদী দের আনাগোনা... এই দেখতে দেখতে কখন কিভাবে কিভাবে যেন নিজেও মনঃস্থির করে ফেললাম যে, আমাকে আইন ই পড়তে হবে! আমার আশেপাশের সব্বাই যখন মেইন্সট্রিম কিছু হতে চাইতো, আমি হতে চাইতাম আইনবিদ... সবাই বলত, উকিলের মেয়ে তুমি, পেশাগত দিক দিয়ে একদিন বাবা কেও ছাড়িয়ে যেতে হবে কিন্তু... পরবর্তীতে হয়ত আইন নামের বিষয়টাই আমার জীবনটাকে বিষময় করে তুলেছে... এত এত কঠিন কঠিন বই এর ভীড়ে অসহায় হয়ে গিয়েছিলাম... সেসব পুরনো কথা... কিন্তু আজকে... আমি বলতেই পারি... যা ভেবে এসেছি এতদিন, যে স্বপ্নটা দেখে এসেছি এতদিন... আজ সেটা সত্যি হলো... এডভোকেট আব্দুর রহমান এর মেয়ে আজ থেকে Assistant Judge Farha Noor Rahman Ananya :) বাবার কালো রঙের গাউন গা এ চাপিয়ে ছোটোবেলা থেকে অর্ডার অর্ডার খেলতে খেলতে বড় হওয়া আমি এবার সত্যিকারের বিচারক ই ( যদি আমি সরকারি চাকুরী টা শেষ পর্যন্ত করি আর কি! মানব মন তো! কখন কি করে বসি) এই কঠিন পথ টা চলতে গিয়ে, এই সহকারি জজ নিয়োগের ভয়ংকর ও ম্যারাথন পরীক্ষা টা দিতে গিয়ে কিছু কিছু মানুষের কাছে আমি চির ঋণী হয়ে থাকবো যারা না থাকলে আজ হয়ত কিছুই হতো না। আমার বাবুজী, যে কি না আমাকে স্বপ্ন দেখানো শিখিয়েছে। আইন এর রাজ্যে প্রবেশ আমার যাঁর হাত ধরে... আমার আম্মু, যে কি না তাঁর ক্যারিয়ারের বারোটা বাজিয়েছে, চাকরি বাকরি সব ছেড়েছে শুধুমাত্র আমার জন্য... Tushi Hossain , এই দীর্ঘ ম্যারাথন পরীক্ষায় আমার সার্বক্ষণিক সঙ্গী... Ashutosh Dutta , যার অনুপ্রেরণা না থাকলে আমার হয়তো এই পরীক্ষার ফর্ম টাও তোলা হতো না, পরীক্ষাও দেয়া হতো না, আজকে বিচারক ও আর হওয়া লাগতো না... Tawhid Al Azad , আমার ভাইভা বোর্ডের গাইড... যে কি না ভাইভার টিপস দিয়ে অসামান্য হেল্প গুলো করেছে ( উনি নিজেও গতবার নিয়োগপ্রাপ্ত সহকারী জজ :P ) satia muntaha nisha , আপু... যার কাছে আমি শুধু মাত্র এই পরীক্ষার জন্যই ঋণী নই, যার কাছে আমি আজীবনের জন্য ঋণী । পুরো বিশ্ববিদ্যালয় জীবন আমি পার করেছি আপুর বই খাতা নোটস দিয়ে! (আপুও গতবারের সহকারি জজ) এত এত মানুষের ভালবাসা, শুভ কামনা আর অনুপ্রেরণা না থাকলে আজ আমার এত দূর আসা হতো না... সবার ভালবাসা চাই সারা জীবন ভর, যেন জীবনে যা ই হই না কেন, যা ই করি না কেনো, যে পেশা কেই পেশা হিসেবে গ্রহন করি না কেনো... সবার আগে যেন ভাল একজন মানুষ হতে পারি। আর নিজ পেশায় যেন সৎ ও আত্মবিশ্বাসী থাকতে পারি। নিজের যতটুকু জ্ঞান আছে তা যেন অন্যদের কাজে লাগাতে পারি। নিজের সমস্ত স্বপ্ন যেন পূরণ করতে পারি...
Posted on: Tue, 25 Nov 2014 13:56:07 +0000

Trending Topics



-And-thanks-be-to-God-who-topic-656213474455623">WINNING EACH DAY DEVOTIONAL 2 Cor 2:14 And thanks be to God who
Hand House Recovering From Neglect Clarke County Tribune, April
POOOW DESCULPA EM COMODA MAIS PODE VER ISSO QUE EU FIZ PRA TODOS
Hope all is havin a great and safe day, just got off work from the

Recently Viewed Topics




© 2015