This article was originally written by Mizanur Rahman Nirob. - TopicsExpress



          

This article was originally written by Mizanur Rahman Nirob. Please accredit him and CUET HSS if you wish to publish this article anywhere. Statement of Purpose or Motivation Letter লিখার নিয়ম এবং করনীয় বিষয়: অ্যাপ্লিকেশন প্যাকেজের মাঝে সব চেয়ে গুরুত্বপূর্ণ Statement of Purpose or Motivation Letter. আসলে, Statement of Purpose or Motivation Letter বলতে বোঝায় উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানে উচ্চশিক্ষার কারন কি।। প্রথমত, শুরু হবে উচ্চশিক্ষা এবং রিসার্চ কি লিখা দিয়ে। তুমি কেনো উচ্চশিক্ষা এবং রিসার্চ এ আগ্রহী তা এখানে আলোচ্য বিষয়। In my case i wrote like this: I, completely agree with the statement that Quality Education is the key thing to build up a suitable and profound career. I’m convinced that practical and pragmatic based career is quite impossible without simplicity, generosity, as well as truthfulness and obviously hard work. Therefore I’m strongly committed to pursue my higher studies and research. এটা একান্ত তোমার নিজের কথা। তাই কপি পেস্ট না করা শ্রেয়। বিষয়টা অন্যভাবে উপস্থাপন করা যেতে পারে। Suppose you are going to apply in power system. তুমি লিখতে পারো ছোট থাকা অবস্থায় তুমি টিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখেছিলে কি করে power quality improve করতে হয়. প্রামাণ্য চিত্রটি তোমাকে উৎসাহিত করেছে এই বিষয়টি নিয়ে উচ্চতর গবেশনার ব্যাপারে। তাই তুমি এই বিষয়ে পড়ালেখা করতে আগ্রহী। দ্বিতীয়ত, এবার সময় নিজেকে উপস্থাপনের। তুমি কোন ইউনিভার্সিটি থেকে কোন বিষয়ে ডিগ্রী শেষ করেছো এবং তোমার ক্লাস পজিসন কত তা এখানে উল্লেখ করতে হবে।ক্লাস পজিসন ১০ এর মাঝে না হলে উল্লেখ না করাই ভালো। এই প্যারার শেষে থাকবে তুমি যেই সাবজেক্ট এ অ্যাপ্লাই করবে সেই বিষয় সম্পর্কিত কি কি বিষয় তুমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় পড়েছো। In my case i wrote like this: After finishing my twelfth grade, I decided to study in Chittagong University of Engineering and Technology (CUET). CUET is one of the most prestigious universities in Bangladesh and undoubtedly the best institutions for engineering studies. When it came to subject choice, I did not hesitate one bit to select Electrical and Electronic Engineering. I always like to delve deeper into the subjects that interest me. This passion, along with my hardworking ability, has not only placed me in the top 3% of undergraduate class but also enabled me to gain detail knowledge of subjects. In my early semesters, I went through the basic courses attentively, which really laid the foundation for the later courses. Among all the courses covered, Power Electronics, Power System Analysis, High Voltage Engineering, Renewable Energy Conversion, Power Transmission & Distribution of Electrical Power, Electrical Machines intrigued me the most. তৃতীয়ত, এবার সময় নিজের রিসার্চ সম্পর্কে বিস্তারিত বলার। এখানে তুমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কি কি প্রোজেক্ট এবং থিসিস করেছো সেই সম্পর্কে লিখবে। মজার বিষয় হলো যেহেতু প্রমান দিতে হয়না তাই তুমি একটু বাড়িয়ে লিখলেও সমস্যা নেই তবে অবশ্যই অবাস্তব কিছু লিখবে না যার ব্যাপারে তোমার ধারনা নেই। সব চেয়ে বেশী থিসিস নিয়ে লিখবে। তোমার কি কাজ ছিলো, তার মূল বিষয়বস্তু কি, তোমার অবদান কি এবং তোমার কাজ আগের কাজগুলু থেকে কোন কোন আঙ্গিকে আলাদা তা উল্লেখ করবে। যদি থিসিস পাবলিশ হয়ে থাকে তাহলে অবশ্যই তা উল্লেখ করবে। এই প্যাঁরা তোমার রিসার্চ সম্পর্কে অভিজ্ঞতা প্রকাশ করবে। তাই ভেবে চিন্তে লিখাটাই শ্রেয়। এই একমাত্র কারনে চতুর্থত বর্ষের থিসিস খুব গুরুত্ব বহন করে। আমরা চুয়েটিয়ানরা প্রোজেক্ট করতে আগ্রহী কারন পরিশ্রম কম বা কাউকে দিয়ে করিয়ে আনা যাবে।। আমার মনে হয় প্রোজেক্ট এর চেয়ে থিসিস করলে জানার সুজুগ বেশি থাকে যেমন সিমুলেসন করার সুজুগ থাকে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। চতুর্থত, এবার লিখতে হবে তোমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে। এই বিষয় লিখার আগে প্রফেসরের প্রোফাইল পড়ে দেখে নিবে তার রিসার্চ ইন্টারেস্ট কি। তার রিসার্চ ইন্টারেস্ট এর সাথে মিল রেখে তুমি তোমার ইন্টারেস্ট লিখবে এবং তুমি আসলে কি করতে চাও পারলে তা উল্লেখ করবে। এটা তোমার আত্মবিশ্বাস প্রকাশ করবে। সেই রিসার্চ সম্পর্কিত কি কি বিষয় সম্পর্কে তুমি জানো চাইলে তা লিখতে পারো। সব শেষে থাকবে, সফটওয়্যার সম্পর্কিত তোমার অবিজ্ঞতা। বাইরের প্রফেসররা Matlab নিয়ে অনেক কাজ করে। তাই লিখবে Matlab এ ডিজাইন এবং কোডিং করতে পারো। আরও অন্যান্য সফটওয়্যার এর সম্পর্কে লিখবে। সফটওয়্যার সম্পর্কে আমি লিখেছিলাম, I used to spend time in laboratory to learn the practical aspects. During practical courses I learned the software MATLAB, Simulink, HOMER, Microwind, and Power World Simulator, Circuit Maker,PSIM,P-Spice. পঞ্চমত, এখানে উল্লেখ করবে তোমার পড়ালেখার বাইরের এক্সট্রা কাজ। In my case i wrote like this: Besides Academic fields & research, I actively took part in extracurricular activities, which include Photography, writing scripts, coordinating various cultural programs and participating in quiz competitions and these helped me to develop inter personal skills and leadership. Football and Cricket were my passion since my school days, which helped me to analyze my thoughts in various problems from different perspectives and help me to buildup my leadership skills. ষষ্ঠত, তুমি আসলে নির্দিষ্টভাবে এই বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আগ্রহী তা সংক্ষিপ্তভাবে উল্লেখ করবে। মনে রাখতে হবে, এখানে অনেক কিছু বিবেচনায় আনতে হবে। লিখতে হবে এই বিশ্ববিদ্যালয় এই দেশের মাঝে সেরা কারনগুলু তোমার মতো করে লিখবে। কখনো এটা লিখবে না ইউনিভার্সিটি দেখতে সুন্দর তাই তুমি আগ্রহী। In my case i wrote like this: I strongly believe that Mater’s in Electrical Engineering at Lakehead University is the perfect place for me to excel my research activities. I am fully aware that a research career requires a constant, well-directed and whole-hearted effort. I believe that I have the motivation to meet all the demands. I have gone through several websites of different Canadian universities. Actually, I was looking for a university that would suit me the best; that is, its research scopes would satiate my thirst for knowledge as well as some other factors like ranking, reputation and geography. During my search; I visited Lakehead university website and came to know about its scope of work, facilities, faculties and typical projects. Moreover, the information regarding reputation & facilities of the university encouraged me to apply in this university because of its reputation for excellence in Electrical Engineering. It would be an exciting challenge to be able to work with the distinguished faculty who are continually involved in pioneering research. My education at this university will give me ample opportunity to build up a global understanding with diversified people. So, I believe that a student having credentials as mine and having almost similar research goal would find Lakehead University of technology as a justified choice. সর্বশেষে, তোমার ডিগ্রী শেষ হবার পর প্ল্যান লিখতে হবে। এখানে একটু কূটনেতিক হতে হবে। লিখবে মাস্টার্স ডিগ্রী শেষ করে পি এইচ ডি ডিগ্রী করবে এবং তারপর দেশে ফিরে যাবে এবং এই বিষয় নিয়ে দেশের উন্নয়নের জন্য কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করবে অথবা কোন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করে স্টুডেন্টদের লক্ষ্য বাস্তবায়নে দিক নির্দেশনা দিবে। Statement of Purpose or Motivation Letter কখনোই ২ পাতা অতিক্রম করা উচিত না। সব চেয়ে ভালো ১.৫ পাতার মাঝে সব কিছু লিখে শেষ করা। কিছু কিছু ইউনিভার্সিটিতে বলা থাকে ১ পাতার মাঝে লিখতে হবে এবং ফ্রন্ট সাইজ কতো হবে এবং লাইন স্পেছিং কতো হবে তাও বলে দেয়া থাকে।তাই লিখার আগে ডিপার্টমেনটাল ওয়েবসাইট ভালো করে দেখে নেয়া ভালো অ্যাপ্লাই এর নিয়ম গুলু। মাঝে মাঝে আমরা তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলি। ১ পাতায় শেষ করতে বলা হলে তোমার পড়ালেখার বাইরের এক্সট্রা কাজ লিখার দরকার নেই। আর সব কিছু সংক্ষিপ্ত করে লিখতে হবে। ১ পাতায় লিখার ক্ষেত্রে নিজের সম্পর্কে লিখার পর রিসার্চ, সফটওয়্যার সম্পর্কিত তোমার অবিজ্ঞতা এবং এই বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আগ্রহী তা উল্লেখ করবে ভালো করে।। Statement of Purpose or Motivation Letter লিখা শেষ হলে এক্সপার্ট কাওকে দিয়ে রিভিও করিয়ে নেয়া ভালো তাহলে দিক নির্দেশনা পাওয়া যায়। গ্রুপে অনেক অভিজ্ঞ ভাইয়া আপুরা রয়েছেন তাদের অনেক বেস্ততার মাঝে বললে রিভিও করে দিবেন আশা করি। তবে একজনের Statement of Purpose or Motivation Letter অন্য বন্ধুকে না দেয়া ভালো কারন অনেক সময় অনেকে একই জিনিষ কপি করে দিয়ে দেয়। একই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার বেলায় এটা ক্ষতিকর হতে পারে। যদিও আমি সব সময় আমার কপিটা সবাইকে দিয়েছি। তোমাদের সবার জন্য অনেক বেশী শুভ কামনা রইলো। সামনের কিছু পথ পাড়ি দিতে পারলেই তোমাদের সকলের জন্য অপেক্ষা করছে সুন্দর সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেই সুন্দর পথের প্রস্ততি প্রতিনিয়ত থাকুক পথ চলার সঙ্গী হিসেবে।।। Reference: https://facebook/groups/CUET.HSS/permalink/751250514969426 Posts from HSA fanpage: https://facebook/HigherStudyAbroad/posts/809919075716964 HSA Country - Topic Related SubGroups or Collaboratives: https://facebook/notes/451447881583565 HIGHER STUDY SOCIETIES in different universities: https://facebook/notes/451435261584827 SOP (Statement of Purpose): 1. কিভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস (SOP) by M Faisal Riyad: https://facebook/groups/HigherStudyAbroad/doc/622550227806662 2. SOP লেখার ক্ষেত্রে যে জিনিসটা জানা থাকা দরকার: https://facebook/groups/HigherStudyAbroad/doc/630424680352550 3. Statement of Purpose – Guidelines: https://facebook/groups/HigherStudyAbroad/doc/594205380641147 4. SOP-Mortuza: https://facebook/groups/HigherStudyAbroad/450273795034307 5. SOPII-Mortuza: https://facebook/groups/HigherStudyAbroad/450274531700900 6. SOP writing procedure: https://facebook/groups/HigherStudyAbroad/448434078551612 7. SOP- ins and outs: https://facebook/groups/HigherStudyAbroad/530384500356569 8. Statement of Purpose by তন্ময় দাস: https://facebook/groups/HigherStudyAbroad/doc/580315788696773 9. SOP Review: https://facebook/groups/HigherStudyAbroad/doc/583099268418425 10. SOP Purdue: https://facebook/groups/HigherStudyAbroad/484242221637464 11. SOP_Short Version: https://facebook/groups/HigherStudyAbroad/516727508388935 12. Writing the SOP for graduate school: https://facebook/groups/HigherStudyAbroad/664890226905995 13. statement-of-purpose-sample: https://facebook/groups/HigherStudyAbroad/590536677674684 14. SOP based on power system: https://facebook/groups/HigherStudyAbroad/558930170835335 15. SOP FINAL FOR UNI OF MANCHESTER: https://facebook/groups/HigherStudyAbroad/558929460835406 16. SOP – Literature: https://facebook/groups/HigherStudyAbroad/530382340356785 17. Statement of Purpose- Sample: https://facebook/groups/HigherStudyAbroad/530381703690182 প্রবাসে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন HigherStudyAbroad™ Bangladesh Chapter (HSA) এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/HigherStudyAbroad চুয়েটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন CUET Higher Study Society এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/CUET.HSS
Posted on: Sun, 21 Dec 2014 22:14:41 +0000

Trending Topics



eviews-on-Collecting-topic-454770634630285">Collecting & Restoring Antique Bicycles Reviews on "Collecting &
Fashion Bat-wing Sleeves Hollow Mohair Pullover Women
Biografi Syaikh Muhammad bin Abdul Wahhab At Tamimi Penulis:
Ted R. Bromund: Politics of floating voters dominate the
On June 1st we were fortunate enough to spend some time with the
Grand Masti Is Fourth Best Opening Of 2013 :- Grand Masti has

Recently Viewed Topics




© 2015