Title:-অনেক দূর যেতে হবে, সেই - TopicsExpress



          

Title:-অনেক দূর যেতে হবে, সেই মোহাম্মদপুর.... .. সড়ক দূঘর্টনায় যুগল হাপাতালে। রিকশায় ছিলো তারা। পেছন থেকে একটা বাস সব শেষ করে দিয়ে যায়। তাসনিম মেয়েটার মোটামুটি হাত ভাঙার ওপর দিয়ে চলে গেছে, কিন্তু আসাদের অবস্থা ক্রিটিক্যাল। বড়লোক মেয়ের বাবা হাসপাতালে দৌড়ে আসে। বলা বাহুল্য, এই প্রথম শুনতে পান মেয়ে পরিনয়ে আবদ্ধ মধ্যবিত্ত কোন যুবকের সাথে। উপরের মহলে কলকাঠি নেড়ে পিতা রাতের ভেতরে ময়ে কে উড়িয়ে নিয়ে যান বাইরের দেশের কোন হাসপাতালে। যমে মানুষে টানা-টানি করে বেচে যায় ছেলে টি। চোখ মেলে আসাদ আরও কয়েক মাস হাসপাতালে কাটায়। ১৪ বছর পর। আসাদ স্কুল গেটের বেঞ্চি তে চুপ করে বসে আছে। ঐশি কে বাসায় নিতে হবে স্কুল ছুটি শেষে। ঐশির মা অনেক চেপে চুপে দামী এই স্কুলে ভরতি করেছেন মেয়ে কে। দামী স্কুল মানেই দামী পড়ালেখা, ভেবে মনে মনে হাসে আসাদ। এমন সময় একটা গাড়ি থামে সামনে তার। একজন মহিলা নামে গাড়ি থেকে, চোখে সানগ্লাস। দেখে শ্বাস আটকে আসে আসাদের, নিজেকে লুকোনোর ব্যর্থ প্রয়াস চালিয়ে স্থির হয়ে বসে। মহিলা টি তার দিকেই এগিয়ে আসছে। চোখের দামী সানগ্লাস খুলে আসাদের দিকে তাকায়, অস্ফুট স্বরে নাম ধরে ডাকে, “আসাদ!” ডাক টা তে আগের মত আবদার নেই, আগের মত শাসনের ছোয়া নেই, কোন প্রেম নেই। অপ্রস্তুত হয়ে হাসে আসাদ। প্রশ্ন করে, “কেমন আছো তুমি।” তাসনিম ভালো আছে। তার চাল চালনে আভিজাত্যের ছোয়া। বড়লোক মা, ব্যস্ততার কারনে আসতে পারেন না স্কুলে ছেলে কে নিতে। আজ এলেন প্রায় অনেক দিন পর। গাড়ি দিকে চোখ যায় আসাদের , ভেতর ড্রাইভারের সিটে ভদ্রবেশী একজনই বসে আছে। বোধহয়...... ব্যস্ত হয়ে ওঠে আসাদ। স্কুল ছুটির সময় হলো ।দূর থেকে ঐশি কে দেখে পাশের ক্রাচ টা ডান হাতে লাগায় আসাদ। ঐশি দের বাসা মোহাম্মদপুরে, জ্যাম রাস্তায়। তাড়াতাড়ি যেতে হবে। প্রিয়াংকা ঐশি কে দেখে জিজ্ঞেস করে, “ ফুটফুটে মেয়ে তোমার।” আসাদ উত্তরে বলে, “ ঐশি আমার বোনের মেয়ে, আমার ছোট বোন টার কথা মনে আছে না....” চকিতে ধরে ফেলে তাসনিম সব, সব পরিষ্কার হয়ে যায় তার কাছে। ততক্ষনে রওনা হয়ে গেছে পঙ্গু যুবক। ডান হাতের ক্রাচের ভর দিয়ে, বাম হাতে ঐশি কে শক্ত করে ধরে হেটে চলেছে। অনেক দূর যেতে হবে, সেই মোহাম্মদপুর.... .. CoutesY: charge mukoto electron written:(নির্নেয় সমীকরণ)
Posted on: Tue, 06 Aug 2013 16:39:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015