๏๏ Top 10 of SummerSlam : পর্ব ২ ๏๏ 9. Kurt - TopicsExpress



          

๏๏ Top 10 of SummerSlam : পর্ব ২ ๏๏ 9. Kurt Angle Vs. Stone Cold Steve Austin (WWF Championship : SummerSlam 2001). • ফিউডের উৎপত্তি : WWF-এর তখন খারাপ দিন চলছিল| কোম্পানিটি তখন কুখ্যাতি ও হতাশার দিন পার করছিল তার উপর যখন Invasion PPV-তে Austin তার নিজের দলের সদস্যদের ধোঁকা দিয়ে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তো আর কথাই ছিল না| Invasion PPV-তে Alliance (Booker T, Diamond Dallas, Rhyno, Dudly Boyz) গ্রুপের সাথে ম্যাচ ছিল Austin, Undertaker, Kane, Chris Jericho ও Kurt Angle-এর| (Alliance ছিল মূলত ECW ও WCW স্টারদের নিয়ে গড়া একটি দল, যার মূল হোতা ছিল Mr. McMahon-এর দুই সন্তান Shane ও Stephanie McMahon. তারা McMahon-কে সরিয়ে কোম্পানি কে নিজেদের করে নিতে চেয়েছিল|) এই Tag Team ম্যাচের ঠিক শেষ মুহূর্তে এসে Austin তার দলের সবাইকে ধোঁকা দিয়ে Alliance-দের সাথে জয়েন করে এবং হিল টার্ন করে| তার উপর এটি WWF-এর জন্য বিব্রতকর অবস্থা যখন Austin যাওয়ার সময় WWF Championship-টি তার সাথে নিয়ে যায়| Austin এরপর কমেন্ট করে যে সে WWF ত্যাগ করেছে কারন তার কাছে মনে হয় Mr. McMahon তার জায়গায় Angle-কে বেশি মূল্য দিচ্ছে| তাই Austin ও Angle এর মধ্যে ফিউড গড়ে উঠে যার ঝলক প্রতি সপ্তাহে দেখা যেত| এর সমাপ্তি ঘটাতে তারা একে অপরের মুখোমুখি হয় Summerslam-এ| • ম্যাচের বর্ণনা : ফলাফল হতাশাজনক হলেও, ম্যাচটি ছিল ক্ল্যাসিক ম্যাচগুলোর অন্যতম একটি| এটি দেখে আপনি এখনকার রেসলিং দেখে আফসোস করবেন| ম্যাচ শুরু হওয়ার আগেই দুই রেসলার নিচে থেকে ফ্লোরেই মারামারি শুরু করে দেয়| Austin এর ফিনিশার Stunner খেয়েও Angle কিক আউট করে| এরপর Angle-কে নিচে নামিয়ে Ring Post-এ অনবরত বাড়ি মারতে থাকলে Angle-এর মাথা ফেটে রক্ত বের হতে থাকে| একসময় কে মেরে ফেলার উপক্রম করে Austin. তারপরও কিক-আউট| পরে দর্শকদের গ্যালারিতে Austin-কে Ankle Lock ধরে Angle. একপর্যায়ে দ্বিতীয় Stunner খেয়েও Angle কিক আউট করে| এবার দর্শক পাগল হয়ে যায়| Austin আরেকটি Stunner দিতে গেলে Angle Slam খায় কিন্তু কিক আউট করে| পরে Austin, Angle-এর এই পারফর্মেন্স দেখে রাগান্বিত হয়| সে ভাবে হয়তো Angle তার চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিয়ে যাবে| তাই Austin ইচ্ছাকৃতভাবে রেফারিকে মারতে আরম্ভ করে| এরপর ওই রেফারির বদলি হিসেবে আরেকজন রেফারি আসলে তাকে Stunner দেয় Austin. এই সুযোগে Angle আরেকটি Angle Slam দেয় Austin কে| যেই পিন করতে যায় তখনই WCW-এর রেফারি Nick Patrick-এসে ২ পর্যন্ত পিন করে হঠাৎ করেই মাঝপথে চোরামি করে Austin-কে Disqualified করে দেয়| ফলে ম্যাচটি Angle জিতলেও Austin তার Championship অক্ষুন্ন রাখতে সক্ষম হয় এবং টাইটেল নিয়ে ভেগে যায়| এই রাগ সহ্য করতে না পেরে Angle রেফারি Nick-এর পা Ankle Lock দিয়ে ভেঙে দেয়| — লাইক দিয়ে একটিভ থাকুন| যেহেতু রাতে ব্যস্ত থাকবো তাই এখনই পোস্ট করে দিলাম| #тнε_cнαrιsмαтιc_ωoℓvεяιηε
Posted on: Mon, 28 Jul 2014 10:15:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015