UNIVERSITY ADMISSION 2014-2015 Admission - TopicsExpress



          

UNIVERSITY ADMISSION 2014-2015 Admission Circular Bachelor Level SL Unit Name Application Deadline 1 Institute of Fine Arts 20th September, 2014 2 School of Arts and Humanities 20th September, 2014 3 School of Life Science 20th September, 2014 4 School of Management and Business Administration 20th September, 2014 5 School of Science, Engineering and Technology 20th September, 2014 Admission Requirements আবেদন পত্রের মূল্য ৪০০/- টাকা। ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। খ) প্রাথীকে এসএসসি/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে 5.00 এর স্কেলে নূন্যতম জিপিএ 3.50 (চতুর্থ বিষয় সহ) এবং ২০১৩-২০১৪ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ 3.50 পেতে হবে (চতুর্থ বিষয় সহ)। এসএসসি+এইচএসসি তে 7.00 এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলায় 3.50 ও ইংরেজিতে আবেদনকারীর সর্বনিম্ন জিপিএ 3.50 থাকতে হবে। গ) GCE O Level এবং A -Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level এবং A-Level পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ের মধ্যে ইংরেজিসহ তিনটিতে B গ্রেড এবং দুইটিতে C গ্রেড পেয়ে পাশ করতে হবে। Subjects Under School of Arts and Humanities Bengali Language and Literature, English, Important Info Start Date: 20th August, 2014 End Date: 20th September, 2014 Admission Test: 31st October, 2014 Apply Procedure আবেদন করার নিয়মাবলী: টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে SMS করে আবেদন করা যাবে। (খ) একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোন এর মেসেজ অপশন এ গিয়ে KU লিখে স্পেস দিয়ে, প্রার্থীর এইচএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল লিখে, স্পেস দিয়ে এসএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এসএসসি পাশের সাল লিখে, স্পেস দিয়ে কাঙ্খিত স্কুলের/ইনস্টিটিউটের কী-ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। উদাহরণ: KUJES1234562014DHA6543212012S বিভিন্ন বোর্ডের প্রথম তিনটি অক্ষর: ঢাকা-DHA, সিলেট-SYL, বরিশাল-BAR, চট্টগ্রাম-CHI, যশোর-JES, রাজশাহী-RAJ, কুমিল্লা-COM, দিনাজপুর-DIN, মাদ্রাসা-MAD, কারিগরি বোর্ড-VOC, ডিপ্লোমা-DIC. খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল/ইনস্টিটিউট সমূহের জন্য ব্যবহৃত কী-ওয়ার্ড: A = কলা ও মানবিক স্কুল; B = ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল; E = বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা স্কুল; F = চারুকলা ইনস্টিটিউট; L = জীব বিজ্ঞান স্কুল; S = সমাজ বিজ্ঞান স্কুল; (গ) উপরের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, কাঙ্খিত কী-ওয়ার্ড, আবেদন ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। প্রার্থী সম্মত থাকলে আর একটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য KU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN নম্বরটি লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য যে কোন একটি মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS করতে হবে। উদাহরণ: KUYES11223301XXXXXXXXX মোবাইলে আবেদন ফি বাবদ পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে সম্মতি জানিয়ে SMS পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে আবেদন ফি কেটে নেয়া হবে। অন্যথায় কোন ফি কাটা হবে না। (ঘ) আবেদন ফি কেটে নেয়ার পর একটি ফিরতি SMS এর মাধ্যমে সাথে সাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। রোল নম্বরের ডান পাশে পরীক্ষার্থীর স্কুল/ইনস্টিটিউটের কী-ওয়ার্ডটিও দেয়া থাকবে। (ঙ) মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও উপজাতি কোটায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীকে আবেদন করতে উপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে SMS করতে হবে। তবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান কোটার জন্য FFQ এবং উপজাতি কোটার জন্য TQ কোড ব্যবহার করতে হবে। উদাহরণ: KUJES1234562014DHA6543212012SFFQ (চ) বিএফএ প্রি-ডিগ্রী পাশ, GCE O-Level এবং A-Level এবং ২০০৭ সালের পূর্বে এসএসসি পর্যায়ে উত্তীর্ণ হওয়া আবেদনকারী কাঙ্খিত স্কুল/ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার সভাপতি বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র ২০/০৯/২০১৪ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি সংশ্লিষ্ট ডীন/পরিচালকের অফিসে জমা দিতে পারবে। আবেদনপত্রের সাথে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার গ্রেডশীট/মার্কশীটের একটি করে সত্যায়িত অনুলিপি এবং সংশ্লিষ্ট স্কুল/ইনস্টিটিউটের ‘ভর্তি পরীক্ষার সভাপতি’ বরাবর ‘অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা’-এর উপর নির্ধারিত আবেদন ফি- এর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। আবেদনপত্রে যোগাযোগের ঠিকানা ও মোবাইল/ফোন নম্বর অবশ্যই থাকতে হবে। বিশদ তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ku.ac.bd) এ পাওয়া যাবে। Important Dates Application Start 20th August, 2014 Application End 20th September, 2014 Submission Start 20th August, 2014 Submission End 20th September, 2014 Eligible Candidate 15th October, 2014 Admission Test 31st October, 2014 Exam Time 9:30 AM - 11:30 AM
Posted on: Wed, 27 Aug 2014 09:44:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015