University of Barisal Admission Circular First Year Honours, - TopicsExpress



          

University of Barisal Admission Circular First Year Honours, Ka Unit, Session: 2014-2015 ---------------------------------- Admission Requirements যে সকল ছাত্র-ছাত্রি ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং ২০১৩ অথবা ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের নিম্নবর্ণিত যোগ্যতা রয়েছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে। ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান দুই পরীক্ষায় বিজ্ঞান বা কৃষিবিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে, তবে কোন পরীক্ষায় জিপিএ. ৩.০০ এর নীচে গ্রহণযোগ্য নয়। জিসিই: ২০১০ সন থেকে তৎপরবর্তী সন পর্যন্ত ও-লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১৩ অথবা ২০১৪ সনের এ-লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে। O-লেভেল এবং A-লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড থাকতে হবে। তবে আবেদনের পূর্বে সমতা নিরূপন করতে হবে।-- ------------------------- Subjects Under Ka Unit Botany & Crop Science, Chemistry, Computer Science & Engineering, Mathematics, Soil and Environmental Sciences, --------------------- Apply Procedure ছাত্র/ছাত্রীকে প্রথমে বরিশাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট barisaluniv.edu.bd অথবা bu.teletalk.bd থেকে ভর্তি নির্দেশিকা ডাউনলোড করে বিস্তারিত জেনে নিম্নলিখিত পদ্ধতিতে ভর্তির জন্য আবেদন করতে হবে। ক) শিক্ষা বোর্ডের keyword (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর): ঢাকা DHA, চট্টগ্রাম CHI, রাজশাহী RAJ, যশোর JES, কুমিলা COM, সিলেট SYL, বরিশাল BAR, দিনাজপুর DIN, মাদ্রাসা MAD, কারিগরি শিক্ষা বোর্ড TEC, ডিপ্লোমা ইন বিজনেস এর জন্য DIB, ডিপ্লোমা ইন কমাসের্র জন্য DIC, এইচ এস সি বিজনেস ম্যানেজমেন্টের জন্য HBM, ইংরেজি মাধ্যমের O এবং A লেভেলের জন্য GCE, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা বিদেশ থেকে প্রাপ্ত সার্টিফিকেট বা ডিপ্লোমার ক্ষেত্রে OTH খ) ইউনিট সমূহের keyword: বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান ও কৃষি অনুষদ KA, কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ KHA, বিজনেস স্টাডিজ অনুষদ GA, শাখা পরিবর্তন ইউনিট GHA । গ) কোটায় ভর্তির keyword: মুক্তিযোদ্ধা কোটা FFQ, উপজাতি কোটা (উপজাতি/অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) TQ । অন্যান্য কোটা OTH । একাধিক কোটার ক্ষেত্রে পরপর কমা দিয়ে স্পেস দিয়ে লিখতে হবে। ঘ) আবেদন ফরম পুরনের পদ্ধতি: একটি টেলিটক প্রি- পেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BU লিখে স্পেস দিয়ে এইচ.এস.সি. শিক্ষা বোর্ডের নামের key word স্পেস দিয়ে এইচ.এস.সি পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এইচ.এস.সি. পরীক্ষার সাল স্পেস দিয়ে এস.এস.সি. শিক্ষা বোর্ডের নামের key word স্পেস দিয়ে এস.এস.সি. পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এস.এস.সি. পরীক্ষার সাল স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের key word লিখে স্পেস দিয়ে কোটা থাকলে কোটার key word লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ: BU(space)DHA(space)123456(space)2013(space)BAR(space)123456(space)2011(space)KA কোটা থাকলে: BU(space)DHA(space)123456(space)2013(space)BAR(space)123456(space)2011(space)KA(space)FFQ একাধিক কোটা থাকলে: BU(space)DHA(space)123456(space)2013(space)BAR(space)123456(space)2011(space)KA(space)FFQ(space)TQ(space)OTH উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে BU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর নিজের ব্যবহৃত যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। সম্মতি জানানোর এসএমএস এর উধাহরণঃ BU(space)YES(space)654321(01xxxxxxxxx)(আবেদন কারির মোবাইল নাম্বার),এখানে ৬৫৪৩২১ আবেদনকারীর PIN নাম্বর। সম্মতি জানানোর পরে আবেদনকারীর টেলিটক মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা (৫৫০ টাকার বেশি) থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএস-এর মাধ্যমে সাথে সাথেই User ID ও Password জানিয়ে দেয়া হবে। এই User ও Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপএ ডাউনলোড করতে হবে। একবার এসএমএস করে রোল নম্বর পাওয়ার পর আবেদন প্রত্যাহার করা যাবে না। প্রার্থীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর সংরক্ষণ করতে হবে। উদাহরণ: BU(space)YES(space)65432122(space)01XXXXXXXXX(আবেদনকারীর মোবাইল নম্বর), এখানে ৬৫৪৩২১২২ আবেদনকারীর PIN নম্বর। O/A লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে উপরের নিয়ম অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে। উদাহরণ: BU(space)GCE(space)123456(space)2013(space)KHA, এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর A-Level এর নিজ নিজ candidate নম্বরটি (শেষ sitting এর) বসাতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বোর্ডের নামের জায়গায় OTH লিখতে হবে। উদাহরণ: BU(space)OTH(space)123456(space)2013(space)KHA এখানে ১২৩৪৫৬ এর জায়গায় আবেদনকারীর শুধুমাত্র এইচএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর/ডাটা বসাতে হবে। ছ) প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতি: আবেদন করার শেষ সময় (১৪ সেপ্টেম্বর ২০১৪) উত্তীর্ণ হওয়ার ৭ (সাত) দিন পর প্রবেশ পত্রের জন্য প্রথমে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করাতে হবে। এরপর Desktop বা যেকোন ফোল্ডারে save করতে হবে। Admit Card Download করতে টেলিটক এর website: bu.teletalk.bd তে গিয়ে প্রথমে নিজ নিজ User ID ও Password দিয়ে ঢুকতে হবে। এরপর Photo ও Signature Upload করার option পাওয়া যাবে। Photo (300*300 pixel, file size less than 100 KB) ও Signature (300*80 pixel, file size less than 60 KB) Upload হলে Admit Card Download করতে হবে। এরপর দুই copy Admit Card প্রিন্ট করে নিতে হবে। Admit Card দুটোর চিহ্নিত স্থানে পরীক্ষার্থী স্বাক্ষর করবে এবং দুই কপি সত্যায়িত ছবি যথাস্থানে স্ট্যাপল করবে। দুটো Admit Card এর এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিবে। Admit Card - এ ছাত্র-ছাত্রীর ইউনিট, নাম ও রোল নম্বর লেখা থাকবে। পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র যথাসময়ে ওয়েবসাইটে, এসএমএস এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। Special Notes আবেদন ফিঃ ৪৯৫+৫৫ (সার্ভিস চার্জ), মোট ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) টাকা। ভর্তি পরীক্ষার এক (১)ঘন্টা সময়ে একশত বিশ (১২০)নম্বেরের এমসিকিউ(MCQ) পদ্ধতিতে গ্রহন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা হবে। SSC-১৫%,HSC-২৫% ও ভর্তি পরীক্ষা-৬০% ধরে মোট ২০০ নাম্বরের মধ্যে মেধা তালিকা তৈরি করা হবে। প্রতি পরীক্ষার পাস নম্বর ৪৮। ভর্তি পরীক্ষার সময় প্রাথীর ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংবলিত ডাউনলোডকৃত প্রবেশপএ, এইচএসসি/সমমানের পরীক্ষার মুল রেজিস্ট্রেশন কার্ড, A-level এর Statement of Entry এর মুলকপি পরীক্ষার হলে নিয়ে আসতে হবে যা নিরীক্ষা শেষে ফেরত দেয়া হবে। ডাউনলোডকৃত প্রবেশপএ , ছবিযুক্ত মুল রেজিস্ট্রেশন কার্ড অথবা Statement of Entry ছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে দেয়া হবে না। ---------------------------------------------------------------- Important Dates Application Start 25th August, 2014 Application End 14th September, 2014 Submission Start 25th August, 2014 Submission End 14th September, 2014
Posted on: Sun, 24 Aug 2014 02:17:31 +0000

Trending Topics




Recently Viewed Topics




© 2015